6 জুন লঞ্চের আগে Samsung Galaxy F54 5G এর রিজার্ভেশন শুরু, অর্ডারকারীরা পাবেন 2 হাজার টাকা ছাড়

Samsung Galaxy F54 5G ফোনের ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের বিক্রয় মূল্য ৩০,০০০ টাকার নিচে রাখা হবে।

Samsung অবশেষে ভারতীয় বাজারে তাদের আসন্ন স্মার্টফোন মডেল Galaxy F54 5G -এর লঞ্চের তারিখ নিশ্চিত করল। সংস্থার তরফ থেকে নিশ্চিত করা হয়েছে যে, Galaxy F-সিরিজের অধীনে আসন্ন হ্যান্ডসেটটিকে এদেশে আগামী ৬ই জুন বিকাল ৩টের সময় লঞ্চ করা হবে।

পাশাপাশি আজ থেকেই ই-কমার্স সাইট ফ্লিপকার্ট (Flipkart) এবং স্যামসাং ইন্ডিয়ার ওয়েবসাইট (samsung.com/in/) থেকে Samsung Galaxy F54 5G স্মার্টফোনের প্রি-রিজার্ভেশন লাইভ হয়েছে। আগ্রহীরা মাত্র ৯৯৯ টাকার ‘টোকেন মানি’ প্রদান করে এই লেটেস্ট 5G ডিভাইসটিকে আগাম বুক করতে পারবেন। এক্ষেত্রে হ্যান্ডসেটটির ডেলিভারির সময়ে চূড়ান্ত বিক্রয় মূল্য থেকে ৯৯৯ টাকা বাদ দেওয়া হবে। সর্বোপরি প্রত্যেক Samsung Galaxy F54 5G অর্ডারকারীরা ২,০০০ টাকার ‘এক্সক্লুসিভ’ প্রি-বুকিং ডিসকাউন্ট পাবেন।

ভারতের বাজারে মিড-রেঞ্জে‌ আসছে Samsung Galaxy F54 5G স্মার্টফোন

আসন্ন স্যামসাং গ্যালাক্সি এফ৫৪ ৫জি স্মার্টফোনের স্পেসিফিকেশন এবং ডিজাইন বিদ্যমান গ্যালাক্সি এম৫৪ ৫জি (Galaxy M54 5G) -এর অনুরূপ হবে বলে আশা করা হচ্ছে। সাম্প্রতিক লিক অনুসারে, এফ-সিরিজের এই হ্যান্ডসেটের রিটেল বক্সে ৩৫,৯৯৯ টাকা দাম লেখা থাকতে পারে। সেক্ষেত্রে আমাদের অনুমান, ক্রেতাদের জন্য ফোনটির ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের বিক্রয় মূল্য ৩০,০০০ টাকার নিচে রাখা হবে।

Samsung Galaxy F54 5G এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

সম্প্রতি স্যামসাং গ্যালাক্সি এফ৫৪ ৫জি স্মার্টফোনকে কেন্দ্র করে একাধিক রিপোর্ট সামনে এসেছে। জানা গেছে, এটি ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড প্লাস ইনফিনিটি-ও ডিসপ্লে সহ আসবে। আর পারফরম্যান্সের জন্য এই ডিভাইসে মালি-জি৬৮ এমপি৫ (Mali-G68 MP5) জিপিইউ এবং অক্টা-কোর এক্সিনস ১৩৮০ প্রসেসর ব্যবহার করা হবে। জানিয়ে রাখি, এই একই চিপসেট স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি (Samsung Galaxy A54 5G) এবং এম৫৪ ৫জি (M54 5G) ফোনেও আছে। তদুপরি, ডিভাইসটি ৬ জিবি / ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি / ২৫৬ জিবি স্টোরেজ অফার করতে পারে বলে অনুমান করা হচ্ছে। আবার স্টোরেজ বাড়ানোর জন্য এতে মাইক্রোএসডি কার্ডের সমর্থনও মিলবে। সফ্টওয়্যার বিভাগের ক্ষেত্রে, হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ওয়ান ইউআই ৫.১ (One UI 5.1) কাস্টম স্কিন দ্বারা চালিত হবে।

আসন্ন এফ-সিরিজের ডিভাইসটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ আসতে পারে। এই ক্যামেরাগুলি হতে পারে এফ/১.৮ অ্যাপারচার ও OIS সমর্থন সহ ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ শুটার। আবার ফোনের সামনে এফ/২.২ অ্যাপারচার সহ ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হবে।

কানেক্টিভিটি বিকল্প হিসাবে এই হ্যান্ডসেটে অন্তর্ভুক্ত থাকবে – ডুয়াল সিম স্লট, 5G, 4G VoLTE, ওয়াই-ফাই ৮০২.১১ বি/জি/এন/এসি, ব্লুটুথ ভি৫.৩, জিপিএস এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট। নিরাপত্তার জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হতে পারে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে Samsung Galaxy F54 5G স্মার্টফোনে ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির বড় ব্যাটারি থাকবে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে।