চাইনিজ ব্র্যান্ডদের দেখানো পথে Samsung, কেমন হবে সংস্থার প্রথম লেদার স্মার্টফোন

স্মার্টফোনের বাজারে নানা ট্রেন্ডের আবির্ভাব হয়, আবার সময় গড়ালে সেগুলি মার্কেট থেকে চলেও যায়। নতুন এবং আসন্ন ডিভাইসের ডিজাইনেও এই প্যাটার্ন লক্ষ্য করা যায়। তবে…

স্মার্টফোনের বাজারে নানা ট্রেন্ডের আবির্ভাব হয়, আবার সময় গড়ালে সেগুলি মার্কেট থেকে চলেও যায়। নতুন এবং আসন্ন ডিভাইসের ডিজাইনেও এই প্যাটার্ন লক্ষ্য করা যায়। তবে এক্ষেত্রে আসন্ন Samsung Galaxy F55 ফোনটিকে আলাদা করে দেখা হচ্ছে। স্পেসিফিকেশন এবং ফিচারগুলি বাদে, কেন এর ডিজাইনটি স্যামসাং গ্যালাক্সি ডিভাইসের জন্য বিশেষ, আসুন জেনে নেওয়া যাক।

Samsung Galaxy F55: প্রথম লেদার ফিনিশের গ্যালাক্সি ফোন?

স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ হল বিশ্ব বাজারে লঞ্চ হতে চলা স্যামসাংয়ের প্রথম ফোন, যা ভিগান লেদার ব্যাক প্যানেল অফার করবে। ফোনের পিছনে উল্লম্বভাবে সজ্জিত ট্রিপল সেটআপ উপস্থিত থাকবে, তবে গ্লাস/প্লাস্টিকের প্যানেলটি লেদার দিয়ে রিপ্লেস করা হবে। এখনও অবধি, চীনা ব্র্যান্ডগুলিই তাদের স্মার্টফোনে এই জাতীয় উপকরণ ব্যবহারে বেশি সক্রিয়। কিন্তু দেখে মনে হচ্ছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটিও তাদের ফোনে স্টিচড ডিজাইনের ব্যবহার শুরু করেছে। আসন্ন হ্যান্ডসেটটির পুরুত্ব মাত্র ৭.৮ মিমি এবং ওজন ১৮০ গ্রাম। তবে এটি সত্যিই প্রথম লেদার ফিনিশের গ্যালাক্সি ফোন নয়।

মূলত, স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ফোনটি আসলে এম৫৫ এবং সি৫৫ মডেলের মতোই। জানিয়ে রাখি, এফ৫৫ হল বিশ্ব বাজারের জন্য গ্যালাক্সি সি৫৫ ফোনের একটি রিব্র্যান্ডেড সংস্করণ। স্যামসাং গ্যালাক্সি সি৫৫ মডেল চীনের বাজারে সীমাবদ্ধ রয়েছে। অন্যদিকে, স্যামসাং গ্যালাক্সি এম৫৫ হল নন-লেদার ভার্সন। মানে, তিনটি ফোনই স্পেসিফিকেশনের দিক থেকে একই।

স্পেসিফিকেশন সম্পর্কে বললে, এতে ৬.৭ ইঞ্চির সুপার অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে, যা ফুলএইচডি+ রেজোলিউশন, ১০০ নিট পিক ব্রাইটনেস এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। Samsung Galaxy F55 ফোনটি Snapdragon 7 Gen 1 প্রসেসরে চলবে, যা ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের সাথে যুক্ত করা হতে পারে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, এই হ্যান্ডসেটে বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারি উপস্থিত থাকবে, যা ৪৫ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে।

ফটোগ্রাফির জন্য, Samsung Galaxy F55 হ্যান্ডসেটটির পিছনে তিনটি ইমেজ সেন্সর থাকবে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে প্রাথমিক সেন্সর হিসাবে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা উপস্থিত থাকবে, যা একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সররের সাথে যুক্ত হবে। আর সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনের সামনে একটি ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করবে। এই ক্যামেরাগুলি সম্ভবত ডুয়েল-ক্যামেরা রেকর্ডিং ফাংশনগুলিকে সাপোর্ট করবে। অর্থাৎ, স্যামসাংয়ের ফোনটিতে রিয়ার এবং ফ্রন্ট ক্যামেরা থেকে একযোগে রেকর্ডিং করা যাবে।

আগের একটি প্রতিবেদনের ভিত্তিতে, Samsung Galaxy F55 তিনটি স্টোরেজ বিকল্পে লঞ্চ হবে, এগুলি হল ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। ভারতে ডিভাইসটির দাম ২৬,৯৯৯ টাকা থেকে শুরু হবে, বাকি বিকল্পগুলির দাম যথাক্রমে ২৯,৯৯৯ টাকা এবং ৩২,৯৯৯ টাকা হতে পারে৷ এছাড়াও শোনা যাচ্ছে যে, স্যামসাং এই ডিভাইসে ২,০০০ টাকা ব্যাঙ্ক ডিসকাউন্টও দেবে।