Samsung Galaxy Jump 2 পিছনে চারটি ক্যামেরা ও এক্সিনস ১২৮০ প্রসেসর সহ লঞ্চ হল, দাম দেখে নিন

স্মার্টফোন নির্মাতা স্যামসাং হোম মার্কেট দক্ষিণ কোরিয়ায় চুপিসারে লঞ্চ করল তাদের নতুন Samsung Galaxy Jump 2 স্মার্টফোনটি। এই হ্যান্ডসেটের নামটিই প্রকাশ করে, এটি গত বছর…

স্মার্টফোন নির্মাতা স্যামসাং হোম মার্কেট দক্ষিণ কোরিয়ায় চুপিসারে লঞ্চ করল তাদের নতুন Samsung Galaxy Jump 2 স্মার্টফোনটি। এই হ্যান্ডসেটের নামটিই প্রকাশ করে, এটি গত বছর মে মাসে লঞ্চ হওয়া Galaxy Jump হ্যান্ডসেটের উত্তরসূরি হিসেবে এসেছে। এই পূর্বসূরি মডেলটি আসলে ছিল Samsung Galaxy A32 5G-এর একটি রিব্র্যান্ডেড সংস্করণ। একইভাবে, Galaxy Jump 2 হল Galaxy M33 5G-এর একটি রিব্যাজড ভার্সন। এই ফোনটি ফুল-এইচডি+ ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি সহ এসেছে। আসুন নতুন Samsung Galaxy Jump 2-এর দাম, স্পেসিফিকেশন ও ফিচারগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

স্যামসাং গ্যালাক্সি জাম্প ২ মূল্য ও লভ্যতা (Samsung Galaxy Jump 2 Price and Availability)

দক্ষিণ কোরিয়ার বাজারে স্যামসাং গ্যালাক্সি জাম্প স্মার্টফোনটিকে ৪,১৯,১০০ ওন (প্রায় ২৫,৬৭০ টাকা) মূল্যে লঞ্চ করা হয়েছে। এটি কোরিয়ান ক্যারিয়ার কেটি (KT)-এর মাধ্যমে কেনার জন্য উপলব্ধ রয়েছে। এই স্যামসাং হ্যান্ডসেটটি ব্লু, গ্রীন এবং হোয়াইট- এই তিনটি কালার অপশনে বেছে নেওয়া যাবে।

স্যামসাং গ্যালাক্সি জাম্প ২ স্পেসিফিকেশন (Samsung Galaxy Jump 2 Specifications)

স্যামসাং গ্যালাক্সি জাম্প ২-এ আছে একটি ৬.৬ ইঞ্চির LCD ডিসপ্লে, যা ফুল-এইচডি+ রেজোলিউশন, ২০:৯ অ্যাসপেক্ট রেশিও এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে৷ এছাড়া স্ক্রিনটি গরিলা গ্লাস ৫ দ্বারা সুরক্ষিত। এই ডিভাইসটি একটি অনির্দিষ্ট প্রসেসর দ্বারা চালিত, যা ২.৪ গিগাহার্টজে রান করে, এটি স্যামসাংয়ের নিজস্ব এক্সিনস ১২৮০ প্রসেসরটি হতে পারে বলে মনে করা হচ্ছে। গ্যালাক্সি জাম্প ২-এ ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি বিল্ট-ইন স্টোরেজ মিলবে।

ফটোগ্রাফির জন্য, Samsung Galaxy Jump 2-এর ব্যাক প্যানেলে অবস্থিত কোয়াড ক্যামেরা সেটআপে এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৫ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ওয়ান ইউআই ৪.১ (One UI 4.1) কাস্টম স্কিনে রান করে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Samsung Galaxy Jump 2-এ একটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়া,নিরাপত্তার জন্য এতে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাওয়া যাবে। হ্যান্ডসেটটি ডুয়েল সিম সাপোর্ট, ৫জি, ওয়াই-ফাই ৮০২,১১এসি, ব্লুটুথ ৫.১, জিপিএস, এনএফসি, একটি ইউএসবি-সি পোর্ট এবং একটি ৩.৫ মিলিমিটার অডিও জ্যাকের মতো সাধারণ কানেক্টিভিটি ফিচারগুলি অফার করে৷