Samsung Galaxy Jump 2 পিছনে চারটি ক্যামেরা ও এক্সিনস ১২৮০ প্রসেসর সহ লঞ্চ হল, দাম দেখে নিন

স্মার্টফোন নির্মাতা স্যামসাং হোম মার্কেট দক্ষিণ কোরিয়ায় চুপিসারে লঞ্চ করল তাদের নতুন Samsung Galaxy Jump 2 স্মার্টফোনটি। এই হ্যান্ডসেটের নামটিই প্রকাশ করে, এটি গত বছর মে মাসে লঞ্চ হওয়া Galaxy Jump হ্যান্ডসেটের উত্তরসূরি হিসেবে এসেছে। এই পূর্বসূরি মডেলটি আসলে ছিল Samsung Galaxy A32 5G-এর একটি রিব্র্যান্ডেড সংস্করণ। একইভাবে, Galaxy Jump 2 হল Galaxy M33 5G-এর একটি রিব্যাজড ভার্সন। এই ফোনটি ফুল-এইচডি+ ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি সহ এসেছে। আসুন নতুন Samsung Galaxy Jump 2-এর দাম, স্পেসিফিকেশন ও ফিচারগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

স্যামসাং গ্যালাক্সি জাম্প ২ মূল্য ও লভ্যতা (Samsung Galaxy Jump 2 Price and Availability)

দক্ষিণ কোরিয়ার বাজারে স্যামসাং গ্যালাক্সি জাম্প স্মার্টফোনটিকে ৪,১৯,১০০ ওন (প্রায় ২৫,৬৭০ টাকা) মূল্যে লঞ্চ করা হয়েছে। এটি কোরিয়ান ক্যারিয়ার কেটি (KT)-এর মাধ্যমে কেনার জন্য উপলব্ধ রয়েছে। এই স্যামসাং হ্যান্ডসেটটি ব্লু, গ্রীন এবং হোয়াইট- এই তিনটি কালার অপশনে বেছে নেওয়া যাবে।

স্যামসাং গ্যালাক্সি জাম্প ২ স্পেসিফিকেশন (Samsung Galaxy Jump 2 Specifications)

স্যামসাং গ্যালাক্সি জাম্প ২-এ আছে একটি ৬.৬ ইঞ্চির LCD ডিসপ্লে, যা ফুল-এইচডি+ রেজোলিউশন, ২০:৯ অ্যাসপেক্ট রেশিও এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে৷ এছাড়া স্ক্রিনটি গরিলা গ্লাস ৫ দ্বারা সুরক্ষিত। এই ডিভাইসটি একটি অনির্দিষ্ট প্রসেসর দ্বারা চালিত, যা ২.৪ গিগাহার্টজে রান করে, এটি স্যামসাংয়ের নিজস্ব এক্সিনস ১২৮০ প্রসেসরটি হতে পারে বলে মনে করা হচ্ছে। গ্যালাক্সি জাম্প ২-এ ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি বিল্ট-ইন স্টোরেজ মিলবে।

ফটোগ্রাফির জন্য, Samsung Galaxy Jump 2-এর ব্যাক প্যানেলে অবস্থিত কোয়াড ক্যামেরা সেটআপে এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৫ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ওয়ান ইউআই ৪.১ (One UI 4.1) কাস্টম স্কিনে রান করে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Samsung Galaxy Jump 2-এ একটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়া,নিরাপত্তার জন্য এতে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাওয়া যাবে। হ্যান্ডসেটটি ডুয়েল সিম সাপোর্ট, ৫জি, ওয়াই-ফাই ৮০২,১১এসি, ব্লুটুথ ৫.১, জিপিএস, এনএফসি, একটি ইউএসবি-সি পোর্ট এবং একটি ৩.৫ মিলিমিটার অডিও জ্যাকের মতো সাধারণ কানেক্টিভিটি ফিচারগুলি অফার করে৷

Ananya Sarkar

Recent Posts

Samsung Galaxy S24 FE লঞ্চ হতে বেশি দেরি নেই, কেমন ফিচার্স থাকবে এই ফোনে

Samsung Galaxy S24 FE ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে, যা ইঙ্গিত করছে এই আপকামিং…

11 mins ago

Suryakumar Yadav : KKR-এর অধিনায়ক হয়ে ফিরে আসছেন সূর্যকুমার, শ্রেয়াসের কি হবে?

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সূর্যকুমার যাদব গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি এই টুর্নামেন্টে…

19 mins ago

অপেক্ষার অবসান ঘটিয়ে Infinix Note 40 Racing লঞ্চ হল ভারতে, পাবেন 108MP ক্যামেরা

BMW গ্রুপের অংশীদারিত্বে Infinix ভারতের বাজারে লঞ্চ করলো নতুন Infinix Note 40 Pro 5G এবং…

48 mins ago

Uber Cruise: গন্তব্যে পৌঁছে দেবে চালকহীন রোবোট্যাক্সি! যুগান্তকারী পরিষেবা আনছে উবের

মাল্টি-মিলিয়ন ডলারে চুক্তিবদ্ধ হল বিশ্বের বৃহত্তম অ্যাপ নির্ভর ট্যাক্সি পরিষেবা সংস্থা উবের (Uber) এবং প্রখ্যাত…

2 hours ago

Shikhar Dhawan: ক্রিকেটকে বিদায় জানালেও পাঁচটি এমন রেকর্ড যা এখনো শিখরের নামেই রয়েছে

সাম্প্রতিক সময় শিখর ধাওয়ান দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে জায়গা করে নিতে পারছিলেন না। তবে তার…

3 hours ago

Tata Nexon CNG: মারুতিকে চাপে ফেলতে পুজোর আগে আধুনিক গাড়ি লঞ্চ করবে টাটা

Tata Motors তাদের জনপ্রিয় এসইউভি, Nexon-এর CNG ভার্সন পুজোর আগেই লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে।…

3 hours ago