Samsung Galaxy M14 5G বাজারে আসার আগেই ডিজাইন প্রকাশ্যে, স্পেসিফিকেশন দেখে নিন

Samsung Galaxy M14 5G শীঘ্রই বাজারে লঞ্চ হতে চলেছে। গত বছর তৃতীয় ত্রৈমাসিকের শেষে স্মার্টফোনটি ভারতের বিআইএস (BIS), ব্লুটুথ এসআইজি (Bluetooth SIG) এবং গিকবেঞ্চ (Geekbench)-এর ডেটাবেসে দেখা গিয়েছিল। সম্প্রতি, এটি মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC) কর্তৃপক্ষ দ্বারা অনুমোদিত হয়েছে। আর এখন আসন্ন স্যামসাং ডিভাইসটির প্রেস রেন্ডার প্রকাশ হয়েছে, যা থেকে এর ডিজাইন এবং কালার ভ্যারিয়েন্টগুলি সম্পর্কে জানা গেছে।

প্রকাশ্যে এল Samsung Galaxy M14 5G-এর প্রেস রেন্ডার

দ্যটেকআউটলুক এর সৌজন্যে স্মার্টফোনটির ছবি প্রকাশ করেছে যে, গ্যালাক্সি এম১৪ ৫জি তিনটি কালার অপশনে পাওয়া যাবে। এগুলি হল ডার্ক ব্লু, ব্লু এবং সিলভার। সামনে মোটা চিন সহ একটি ওয়াটারড্রপ নচ ডিসপ্লে এবং পিছনে এলইডি ফ্ল্যাশ সহ ট্রিপল ক্যামেরা ইউনিট দেখা যাবে। এর ডিজাইনটি গ্যালাক্সি এ১৪ ৫জি-এর অনুরূপ, যেটি সম্প্রতি বিশ্ববাজারের পাশাপাশি ভারতেও এসেছে।

Samsung Galaxy M14 5G
Photo Credit : theiechoutlook

এদিকে ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (Bluetooth SIG)-এর তালিকাটি প্রকাশ করেছে যে SM-M146B/DS, SM-E14B/DS, এবং SM-M146B/DSN- এই সবকটি মডেল নম্বরই স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৫জি-এর সাথে যুক্ত। ব্লুটুথ সার্টিফিকেশন প্রকাশ করেছে যে, ফোনটি ব্লুটুথ ৫.২ সংযোগ সাপোর্ট করবে।

আবার, Galaxy M14 5G-এর গিকবেঞ্চ (Geekbench) তালিকা থেকে জানা গেছে যে, এটি স্যামসাংয়ের ইন-হাউস এক্সিনস ১৩৩০ চিপসেট এবং ৪ জিবি র‍্যাম দ্বারা চালিত হবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করবে, যার ওপর ওয়ান ইউআই ৫.০ (One UI 5.0) কাস্টম স্কিনের স্তর থাকতে পারে। M14 5G-এর এফসিসি (FCC) সার্টিফিকেশন অনুযায়ী, ফোনটি ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

এছাড়াও,শোনা যাচ্ছে যে Galaxy M14 5G মডেলটি জানুয়ারির শুরুতে লঞ্চ হওয়া Galaxy A14 5G-এর একটি রিব্র্যান্ডেড সংস্করণ হতে পারে। A14-এর কথা বললে, এতে ৬.৬ ইঞ্চির পিএলএস এলসিডি স্ক্রিন রয়েছে যা ফুল এইচডি+ রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। স্যামসাং এক্সিনস ১৩৩০ প্রসেসর দ্বারা চালিত ডিভাইসটিতে সর্বাধিক ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যায়।

ফটোগ্রাফির জন্য, বাজেট ফোনটির ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর উপস্থিত রয়েছে। আর সামনে একটি ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা বর্তমান। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, Galaxy A14 5G হ্যান্ডসেটটি শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ১৫ ওয়াট চার্জিং সাপোর্ট করে।