দাম শুরু মাত্র 13299 টাকা থেকে, Samsung Galaxy M15 5G ও Galaxy M55 5G ভারতে দুর্দান্ত ফিচার সহ লঞ্চ হল

ভারতীয় বাজারে Samsung-এর জনপ্রিয়তা ব্যাপক। আর আপনিও যদি এই ব্র্যান্ডকে ভালবাসেন আর এই ব্র্যান্ডের কোনো 5G ফোন কিনবেন বলে ভেবে থাকেন, তাহলে আপনাকে জানাই, সম্প্রতি…

ভারতীয় বাজারে Samsung-এর জনপ্রিয়তা ব্যাপক। আর আপনিও যদি এই ব্র্যান্ডকে ভালবাসেন আর এই ব্র্যান্ডের কোনো 5G ফোন কিনবেন বলে ভেবে থাকেন, তাহলে আপনাকে জানাই, সম্প্রতি সংস্থাটি Galaxy M সিরিজের অধীনে দুটি 5G স্মার্টফোন লঞ্চ করেছে, যেগুলির প্রারম্ভিক মূল্য 13,299 টাকা। আর এই দুই ফোনের নাম Samsung Galaxy M55 5G ও Samsung Galaxy M15 5G। মনে করা হচ্ছে, এই ডিভাইস দুটি ভারতীয় বাজারে বিদ্যমান চীনা প্রতিদ্বন্দ্বীদের টেক্কা দেবে।

Samsung Galaxy M55 5G-এর ফিচার ও স্পেসিফিকেশন

নতুন Samsung Galaxy M55 5G ডিভাইসে আছে 120 হার্টজ রিফ্রেশ রেট সহ 6.7 ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে। কোয়ালাকম স্ন্যাপড্রাগন 7 জেন 1 প্রসেসর দ্বারা চালিত এই ডিভাইসে 128 জিবি পর্যন্ত ব়্যাম এবং 256 জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ উপস্থিত। আবার, ফটোগ্রাফির জন্য এই ডিভাইসে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও আইএস শুটার সহ ট্রিপল ক্যামেরা সেটআপও দেওয়া হয়েছে। আর পাওয়ার ব্যাকআপের জন্য আছে 5000 এমএএইচ ব্যাটারি, যা 45 ওয়াট টাইপ-সি চার্জিং সাপোর্ট করে।

Samsung Galaxy M15 5G-এর ফিচার ও স্পেসিফিকেশন

Galaxy M15 5G হ্যান্ডসেটে আছে 6.5 ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, যা 90 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এছাড়াও, মিডিয়াটেক ডাইমেনসিটি 6100 প্লাস প্রসেসর দ্বারা চালিত এই ডিভাইসে 6 জিবি র‍্যাম এবং 128 জিবি ইন্টারনাল স্টোরেজ উপস্থিত। ক্যামেরা সেটআপের কথা বললে, এটি ট্রিপল ক্যামেরা সেটআপ সহ এসেছে, যার মধ্যে আছে 50 মেগাপিক্সেল প্রাইমারি শুটার।তাই ডিভাইসটি উচ্চমানের ছবি এবং ভিডিও ক্যাপচার করতে সক্ষম। এছাড়াও, পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে 6000 এমএএইচ ব্যাটারি, যা 25 ওয়াট টাইপসি ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Samsung Galaxy M55 5G এবং Galaxy M15 5G-এর মূল্য

Galaxy M55 5G ডিভাইসটি 3টি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। যেগুলির দাম যথাক্রমে – 26,999 টাকা, 29,999 টাকা এবং 32,999 টাকা।

অন্যদিকে, Galaxy M15 5G হ্যান্ডসেটটি দুটি ভ্যারিয়েন্ট-এ লঞ্চ করা হবে। যেগুলির দাম যথাক্রমে 13,299 টাকা এবং 14,799 টাকা।

উপলব্ধতা

উভয় হ্যান্ডসেটই বিভিন্ন অফার সহ অ্যামাজন ইন্ডিয়া স্টোর এবং স্যামসাংয়ের অফিসিয়াল ওয়েবসাইটে উপলব্ধ হবে।