সুখবর, Samsung Galaxy M32 5G সহ Galaxy A12 Nacho ফোনে এল অ্যান্ড্রয়েড ১৩ আপডেট

Galaxy A71 5G সহ বিভিন্ন মিড রেঞ্জ ডিভাইসে One UI 5.0 আপডেট পৌঁছে দেওয়ার পর, Samsung এখন বাজেট রেঞ্জের ফোনের জন্যেও এই নতুন সফটওয়্যার রোলআউট করছে। সংস্থার জনপ্রিয় দুটি ফোন, Samsung Galaxy M32 5G, Galaxy A12 Nacho এখন নতুন এই কাস্টম স্কিনের আপডেট পাচ্ছে। আপাতত ইউরোপের বাসিন্দাদের জন্য এই আপডেট আনা হয়েছে।

Samsung Galaxy M32 5G ফোনের জন্য আসা নয়া এই সফটওয়্যারে ফার্মওয়্যার ভার্সন M236BXXU1BVK5। এর মাধ্যমে Android 13 এর সমস্ত নতুন ফিচার পাওয়া যাবে। পাশাপাশি এই সফটওয়্যার নভেম্বর মাসের সিকিউরিটি প্যাচও নিয়ে এসেছে। আশা করা যায়, ইউরোপের পাশাপাশি অন্যান্য দেশের ইউজাররাও শীঘ্রই নতুন আপডেট পাবে।

এদিকে সস্তা Samsung Galaxy A12 Nacho ফোনের জন্যেও One UI 5.0 সফটওয়্যার রোলআউট করা হয়েছে। এর ফার্মওয়্যার ভার্সন A127FXXU7CL2। আর এর সাথে নভেম্বর ২০২২ এর সিকিউরিটি প্যাচ দেওয়া হয়েছে। যদিও ডিসেম্বরে কেন নভেম্বরের প্যাচ পাওয়া যাচ্ছে তা জানা যায়নি।

আপাতত ব্যাচ ধরে আপডেটগুলি রিলিজ করা হচ্ছে। তাই একসঙ্গে সমস্ত ফোনে আপডেট আসবে না। ধাপে ধাপে বিভিন্ন ফোনের জন্য আপডেট উপলব্ধ করা হবে। আপনি যদি এই দুই ফোনের মধ্যে কোনো একটি ব্যবহার করেন এবং আপডেট এসেছে কিনা চেক করতে চান, তাহলে ফোনের Settings থেকে Software Update অপশনে যান।