৬৪ মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল Samsung Galaxy M32 Prime Edition, ১০ হাজার টাকায় কেনা যাবে

গতবছর অক্টোবরে জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড স্যামসাং (Samsung) ভারতের বাজারে তাদের M-সিরিজে অন্তর্ভুক্ত Galaxy M31 Prime Edition-টি উন্মোচন করেছিল। এটি বিদ্যমান Galaxy M31-এর একটি টুইকড সংস্করণ, যা শুধুমাত্র অনলাইন শপিং প্ল্যাটফর্ম অ্যামাজন ইন্ডিয়া (Amazon India)-এর মাধ্যমে কেনার জন্য উপলব্ধ ছিল। আর এখন গত বছরের মডেলের উত্তরসূরি হিসেবে নতুন Samsung Galaxy M32 Prime Edition-কে অ্যামাজনের সাইটে নীরবে তালিকাভুক্ত করা হয়েছে। হ্যান্ডসেটটিতে অ্যামোলেড ডিসপ্লে, MediaTek Helio G80 চিপসেট, ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৬,০০০ এমএএইচ ব্যাটারি অন্তর্ভুক্ত রয়েছে। চলুন স্যামসাং গ্যালাক্সি হ্যান্ডসেটটির দাম ও সকল স্পেসিফিকেশনগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

ভারতে স্যামসাং গ্যালাক্সি এম৩২ প্রাইম এডিশন-এর দাম – Samsung Galaxy M32 Prime Edition Price in India

ভারতীয় বাজারে স্যামসাং গ্যালাক্সি এম৩২ প্রাইম এডিশন দুটি ভ্যারিয়েন্টে এসেছে – ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ। বেশ মডেলটির দাম রাখা হয়েছে ১১,৪৯৯ টাকা এবং উচ্চতর ভ্যারিয়েন্টটি ১৩,৪৯৯ টাকা মূল্যে কেনা যাবে। হ্যান্ডসেটটি প্রাইম ব্ল্যাক এবং ব্লু – এই দুটি কালার অপশনে বাজারে এসেছে। ক্রেতারা ক্রেডিট কার্ডের মাধ্যমে ডিভাইসটির ওপর ১,৫০০ টাকার ইএমআই ছাড় পেতে পারেন। এই অফারটির সাহায্যে গ্রাহকরা গ্যালাক্সি এম৩২ প্রাইম এডিশনটি মাত্র ৯,৯৯৯ টাকা মূল্যে কিনতে পারবেন।

স্যামসাং গ্যালাক্সি এম৩২ প্রাইম এডিশন রেগুলার গ্যালাক্সি এম৩২-এর মতো একই স্পেসিফিকেশন অফার করে। তবে, কিছু সংযোজন যা অ্যামাজন-এক্সক্লুসিভ এম৩২ প্রাইম এডিশনে পাওয়া যাবে, তার মধ্যে একটি ৩ মাসের প্রাইম মেম্বারশিপ অন্তর্ভুক্ত রয়েছে। এই অফারটি শুধুমাত্র নন-প্রাইম সদস্যদের জন্য উপলব্ধ।

স্যামসাং গ্যালাক্সি এম৩২ প্রাইম এডিশন-এর স্পেসিফিকেশন – Samsung Galaxy M32 Prime Edition Specifications

স্যামসাং গ্যালাক্সি এম৩২ প্রাইম এডিশনে ইনফিনিটি-ইউ নচ সহ ৬.৪ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে, যা ফুল-এইচডি+ রেজোলিউশন, ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ৮০০ নিট পিক ব্রাইটনেস এবং গরিলা গ্লাসের সুরক্ষা অফার করে। ডিভাইসটি মিডিয়াটেক হেলিও জি৮০ চিপসেট দ্বারা চালিত। এতে ৪ জিবি / ৬ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি / ১২৮ জিবি স্টোরেজ পাওয়া যাবে। আবার অতিরিক্ত স্টোরেজের জন্য, এই ফোনে একটি মাইক্রোএসডি কার্ড স্লটও মিলবে। গ্যালাক্সি এম৩২ প্রাইম এডিশন অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক ওয়ান ইউআই ৪.১ (One UI 4.1) কাস্টম স্কিনে রান করে।

ফটোগ্রাফির জন্য, Samsung Galaxy M32 Prime Edition-এর রিয়ার প্যানেলে অবস্থিত কোয়াড ক্যামেরা সেটআপে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, একটি ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স, একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর উপস্থিত রয়েছে। আর সেলফির জন্য ফোনের সামনে একটি ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Galaxy M32 Prime Edition ৬,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়া, নিরাপত্তার জন্য হ্যান্ডসেটটি সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও অন্তর্ভুক্ত রয়েছে।