Kawasaki W175: অভাবনীয় দামে রেট্রো বাইক লঞ্চ করল কাওয়াসাকি! বুলেট-এর থেকেও সস্তা, কিনবেন নাকি

ভারতে জাপানি টু-হুইলার ব্র্যান্ড কাওয়াসাকি (Kawasaki) তাদের বহু প্রতীক্ষিত বাইক W175 আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে। রেট্রো স্টাইলের মোটরসাইকেলটির দাম রাখা হয়েছে ১.৪৭ লক্ষ টাকা (এক্স-শোরুম)। সাদামাটা দেখতে এই বাইক ভারতীয় বাজারে এখন সংস্থাটির সবচেয়ে সস্তা ও ছোট মডেল। এটি দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে – স্ট্যান্ডার্ড এবং স্পেশাল এডিশন। Kawasaki W175-এর স্পেশাল এডিশনটির মূল্য ১.৪৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে।

Kawasaki W175 একটি ১৭৭ সিসি সিঙ্গেল সিলিন্ডার, ফুয়েল ইনজেক্টটেড এয়ার কুল্ড ইঞ্জিন সমেত হাজির হয়েছে। যা থেকে সর্বোচ্চ ১৩ পিএস শক্তি এবং ১৩.৩ এনএম টর্ক উৎপন্ন হবে। ট্রান্সমিশনের মধ্যে এতে ৫-স্পিড গিয়ার বক্স আছে। সাসপেনশনের দায়িত্ব রয়েছে ৩০ মিমি টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক সহ ডুয়েল শক রিয়ার অ্যাবজর্ভার। ব্রেকিং সিস্টেম সামলাতে সামনে ও পেছনের চাকায় যথাক্রমে ২৭০ মিমি ডিস্ক ব্রেক এবং সিঙ্গেল চ্যানেল এবিএস সহ ড্রাম ব্রেক উপস্থিত।

রেট্রো স্টাইল আরও সুস্পষ্টভাবে ফুঁটিয়ে তুলতে স্পোক যুক্ত হুইল, গোলাকৃতি হ্যালোজেন হেডল্যাম্প, একটি অ্যানালগ ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং একটি সিঙ্গেল সিট সেটআপ দ্বারা সজ্জিত হয়ে এসেছে। Kawasaki W175 এদেশে মোট দুটি রঙের বিকল্পে অফার করা হচ্ছে। স্ট্যান্ডার্ড মডেলে ইবনি এবং স্পেশাল এডিশন ভ্যারিয়েন্টটি ক্যান্ডি পার্সিমন রেড কালারে বেছে নেওয়া যাবে। এখানে জানিয়ে রাখি, কালার ভ্যারিয়েশন ছাড়া স্ট্যান্ডার্ড ও স্পেশাল এডিশনের মধ্যে কোনো ফারাক নেই।

প্রসঙ্গত, W175 হল কাওয়াসাকির প্রথম ভারতে নির্মিত মোটরসাইকেল। দামের বিচারে এটি Royal Enfield Hunter 350 ও TVS Ronin-কে প্রতিযোগিতার সম্মুখীন করেছে। যদিও ইঞ্জিন স্পেসিফিকেশনেয বিচারে মোটরসাইকেলটির প্রত্যক্ষ কোনো প্রতিদ্বন্দ্বী এদেশে নেই বললেই চলে। তবে এর কাছাকাছি প্রতিযোগীদের মধ্যে Yamaha FZ-X-এরও নাম নেওয়া যায়।