অনলাইন বাস সার্ভিস আনল Flipkart, পাবেন দেশের 25 হাজার রুটে মাত্র 1 টাকায় টিকিট বুকের সুযোগ

একগুচ্ছ সুবিধার সাথে এবার অনলাইনে বাসের টিকিট কাটার অপশন চালু করল Flipkart। জানুন বিশদ...

যতো দিন যাচ্ছে, ততোই নিজের পরিচয় এবং পরিষেবায় বদল আনছে Flipkart। মূলত ই-কমার্স প্ল্যাটফর্ম হিসেবে জনপ্রিয়তা হলেও, বিগত কয়েক মাসে তারা মোবাইল রিচার্জ, UPI পেমেন্ট এমনকি পার্সোনাল লোনের সুবিধা এনেছে। আবার সম্প্রতি Flipkart তার অ্যাপে বাস বুকিং পরিষেবাও শুরু করল। সংস্থাটি বেশ কয়েকটি রাজ্যের ট্রান্সপোর্ট কর্পোরেশন এবং ব্যক্তিগত অ্যাগ্রিগেটরদের সাথে হাত মিলিয়ে গোটা ভারত জুড়ে 25,000-এর বেশি রুটে 10 লক্ষ বাস পরিষেবা অফার করবে বলে জানা গিয়েছে।

বাসের টিকিট কাটার সুবিধা এখন চালু করলেও, ফ্লিপকার্ট, বহু আগে থেকেই ফ্লাইট এবং হোটেল বুকিং পরিষেবা দিয়ে আসছে যা তাদের ‘ট্রাভেল’ (Travel) বিভাগের অধীনে উপলব্ধ। তবে এখন যাঁরা এখান থেকে বাসের বুকিং করবেন তাঁরা একগুচ্ছ সুবিধা পাবেন। আসুন তবে, জেনে নিই ফ্লিপকার্টে বাস বুকিংয়ের পদ্ধতি ও যাবতীয় সুবিধাসমূহ।

পশ্চিমবঙ্গে Flipkart-এর বাস বুকিং পরিষেবা

Flipkart Bus Booking: কীভাবে শপিং প্ল্যাটফর্ম থেকে বাসের টিকিট কাটবেন?

১. ফ্লিপকার্টের মাধ্যমে নিজের গন্তব্য স্থানের বাস টিকিট বুক করতে প্রথমে অ্যান্ড্রয়েড স্মার্টফোন বা আইফোন থেকে অ্যাপটি খুলুন।

২. এরপর ‘ট্রাভেল’ (Travel) সেকশনে গিয়ে ‘বাস’ (Bus) লেখা অপশনটি বেছে নিন।

৩. বুকিংয়ে অ্যাক্সেস পেতে কোন জায়গা থেকে যাত্রা করবেন এবং গন্তব্য কোথায় সেই শহর সিলেক্ট করুন।

৪. পরবর্তী ধাপে নিজের সময়-সুবিধা মতো বাস বেছে নিন এবং পেমেন্ট করুন। ব্যাস, কাজ হয়ে যাবে।

Flipkart বাস বুকিংয়ে পাবেন এইসব সুবিধা ও অফার

এখন থেকে ফ্লিপকার্ট অ্যাপের মাধ্যমে বাসের টিকিট বুক করলে, ইউজাররা অনেক অফার কাজে লাগাতে পারবেন যার ফলে সস্তায় কাজ মিটে যাবে – যেমন লঞ্চ অফারের অংশ হিসাবে আগামী 15 এপ্রিল পর্যন্ত বাস বুকিংয়ের জন্য কোম্পানি 20% (সুপারকয়েনে 15% + অতিরিক্ত 5% ছাড়) ছাড় দেবে৷ যারা বারাণসী, অযোধ্যা, হরিদ্বার, তিরুপতি জাতীয় স্থানে ভ্রমণের পরিকল্পনা করছেন তারা পাবেন ফ্ল্যাট 25% ছাড়৷

এছাড়াও ভাগ্য ভালো থাকলে মাত্র 1 টাকা দিয়েও বুকিং করা যেতে পারে, কেননা ফ্লিপকার্ট একটি লাকি ড্র ক্যাম্পেইনও চালাচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, এক্ষেত্রে বাসের টিকিট কাটার সময় কোনো এক্সট্রা বা হিডেন (লুকানো) চার্জ লাগবেনা। এমনকি টিকিট বাতিল করলেও সহজেই টাকা রিফান্ড পাওয়া যাবে। উল্লেখ্য, বাস বুকিংয়ের জন্য প্ল্যাটফর্মটি 24×7 ভয়েস হেল্পলাইনও লাইভ করেছে৷