আরও দাম কমলো Samsung এর সস্তা ফোনের, রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি ও ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা

অ্যামাজনে শুরু হয়েছে স্মার্টফোন আপগ্রেড ডেজ সেল। এই সেল আগামী ২৮ অক্টোবর পর্যন্ত চলবে। এই সেলে আপনি স্যামসাংয়ের বাজেট ফোন, Samsung Galaxy M32 Prime লোভনীয় ডিলের সাথে কিনতে পারবেন। এই ফোনের ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি ১৩,৪৯৯ টাকা। তবে সেলে ফোনটি ১৫ শতাংশ ডিসকাউন্টে ১১,৪৯৯ টাকায় বিক্রি হচ্ছে। আবার ব্যাঙ্ক অফারে Samsung Galaxy M32 Prime আরও ১২৫০ টাকা ডিসকাউন্টে মিলবে। সাথে রয়েছে ১০,৭৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু।

Samsung Galaxy M32 Prime এর স্পেসিফিকেশন ও ফিচার

স্যামসাং গ্যালাক্সি এম৩২ প্রাইম এডিশন এর সামনে দেখা যাবে ইনফিনিটি-ইউ নচ সহ ৬.৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ৮০০ নিট পিক ব্রাইটনেস এবং গরিলা গ্লাসের সুরক্ষা অফার করে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা উপস্থিত।

আর স্যামসাং গ্যালাক্সি এম৩২ প্রাইম এডিশন এর পিছনে চারটি ক্যামেরা সেন্সর বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর। গ্যালাক্সি এম৩২ প্রাইম এডিশন অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক ওয়ান ইউআই ৪.১ (One UI 4.1) কাস্টম স্কিনে রান করে।

পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮০ চিপসেট। অতিরিক্ত স্টোরেজের জন্য এই ফোনে মাইক্রোএসডি কার্ড স্লটও মিলবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Galaxy M32 Prime Edition ৬,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। নিরাপত্তার জন্য হ্যান্ডসেটটি সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অফার করবে।