Samsung Galaxy M44 5G-এর প্রথম ছবি ফাঁস, প্রসেসরের নাম শুনলে লাফিয়ে উঠবেন

Samsung Galaxy M34 5G গত জুলাই মাসে ভারতে লঞ্চ হয়েছিল। স্মার্টফোনটি সাশ্রয়ী মূল্যে উৎকৃষ্ট মানের স্পেসিফিকেশন অফার করার জন্য পরিচিত। দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি এবার সেটির…

Samsung Galaxy M34 5G গত জুলাই মাসে ভারতে লঞ্চ হয়েছিল। স্মার্টফোনটি সাশ্রয়ী মূল্যে উৎকৃষ্ট মানের স্পেসিফিকেশন অফার করার জন্য পরিচিত। দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি এবার সেটির আপগ্রেড ভার্সন, Samsung Galaxy M44 5G-এর ওপর কাজ শুরু করে দিয়েছে। জল্পনা বাড়িয়ে এবার ফোনটির প্রথম ছবি অনলাইনে ফাঁস হয়েছে, যা ডিজাইন সম্পর্কে স্পষ্ট ধারণা দিয়েছে। আসুন Samsung Galaxy M44 5G সম্পর্কে ঠিক কি কি তথ্য উঠে এসেছে, জেনে নেওয়া যাক।

Samsung Galaxy M44 5G-এর ডিজাইন ফাঁস

টিপস্টার অ্যান্থনি তার এক্স (আগে টুইটার নামে পরিচিত) হ্যান্ডেল থেকে আসন্ন স্যামসাং ফোনটির একটি ছবি শেয়ার করেছেন, যা দেখিয়েছে স্যামসাং গ্যালাক্সি এম৪৪ ৫জি-তে বর্তমান গ্যালাক্সি সিরিজের স্মার্টফোনগুলির মতোই ডিজাইন ল্যাঙ্গুয়েজ রয়েছে৷ পিছনের দিকে একটি এলইডি ফ্ল্যাশ সহ তিনটি ক্যামেরা কাটআউট দেখা গেছে। রিয়ার প্যানেলটি প্লাস্টিক দিয়ে তৈরি এবং ধারগুলিতে ফ্ল্যাট ডিজাইন রয়েছে। যেহেতু স্যামসাং গ্যালাক্সি এম৪৪ ৫জি এখনও অবধি শুধুমাত্র এনআরআরএ (NRRA) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে, তা মনে হচ্ছে ডিভাইসটি প্রথমে দক্ষিণ কোরিয়াতে স্যামসাং গ্যালাক্সি জাম্প ৩ নামে লঞ্চ হতে পারে।

আগের একটি বেঞ্চমার্ক লিস্টিং প্রকাশ করেছে যে, গ্যালাক্সি এম৪৪ ৫জি-তে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপটি ব্যবহৃত হবে। এটি স্যামসাংয়ের ইন-হাউস এক্সিনস ১২৮০ চিপের তুলনায় পুরানো হলেও, প্রায় সব দিক থেকে এক্সিনস-এর থেকে ভালো পারফর্ম করে। স্মার্টফোনটির গ্লোবাল সংস্করণেও এই চিপটি থাকে কিনা, তাই এখন দেখার।

Samsung Galaxy M44 5G

জানিয়ে রাখি, Samsung Galaxy M44 5G-এর পূর্বসূরি M34 5G-তে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমৃদ্ধ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট যুক্ত আকর্ষণীয় ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা অফার করে। পারফরম্যান্সের ক্ষেত্রে, Samsung Galaxy M34 5G ফোনটি Exynos 1280 চিপ দ্বারা চালিত, যা ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের সাথে যুক্ত। পাওয়ার ব্যাকআপের জন্য, এই হ্যান্ডসেটে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ বিশাল বড় ৬,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

প্রসঙ্গত, স্যামসাং যদি তাদের আসন্ন Galaxy M44 5G মডেলে উল্লেখিত হার্ডওয়্যার ব্যবহার করে, তবে এটি নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য আপগ্রেড হবে, বিশেষ করে SD888 চিপের অন্তর্ভুক্তির সাথে। কিন্তু, যদি গ্লোবাল ভার্সনটি Snapdragon 888 প্রসেসরের সাথে আসে, তাহলে ফোনটির দাম সামান্য বৃদ্ধি পেতে পারে বলে অনুমান করা যায়।