এক ধাক্কায় ১০৫০০ টাকা সস্তা হল ১০৮ এমপি ক্যামেরার Samsung 5G ফোন, এত কমে এই প্রথম

অ্যামাজন ইন্ডিয়া নিয়ে চলে এসেছে ফ্যাব ফোন ফেস্ট সেল (Amazon Fab Phone Fest Sale)। আগামী ২৯ নভেম্বর পর্যন্ত চলা এই সেলে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার Samsung Galaxy M53 5G অনেক কম দামে পাওয়া যাবে। এই ফোনের এমআরপি ৩২,৯৯৯ টাকা। তবে সেলে ২৪,৯৯৯ টাকায় ফোনটি কেনা যাবে। ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এই ফোনের সাথে SBI ব্যাংকের কার্ডধারীরা ২,৫০০ টাকা ডিসকাউন্ট পাবে। অর্থাৎ ১০,৫০০ টাকা ছাড়ের সাথে Samsung 5G ফোনটি কেনা যাবে।

স্পেসিফিকেশনের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এম৫৩ ৫জি ফোনে ১০৮০ x ২৪০০ পিক্সেল রেজোলিউশনের সাথে ৬.৭-ইঞ্চি ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০০ পিক্সেল) ইনফিনিটি-ও সুপার AMOLED+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে কর্নিং গরিলা গ্লাস ৫ প্রটেকশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট সহ এসেছে। ফোনটি ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

এই স্যামসাং ৫জি ফোনে ব্যবহার করা হয়েছে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ প্রসেসর। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ওয়ান ইউআই ৪.১ কাস্টম স্কিনে চলে। আবার এতে র‌্যাম প্লাস ফিচারের দৌলতে ৮ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।

Samsung Galaxy M53 5G হ্যান্ডসেটে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে। আর এতে কোয়াড ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল, ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর।

ফোনটির কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে 5G, 4G LTE, ওয়াই-ফাই, ব্লুটুথ ভি৫.২, জিপিএস/এ-জিপিএস এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *