সেই একঘেয়ে ডিজাইন, Samsung-এর নতুন ফোনের লুকসেও কোনও পরিবর্তন ঘটল না

স্যামসাং বর্তমানে তাদের M সিরিজে একটি নতুন মডেল লঞ্চের পরিকল্পনা করছে, যার নাম Galaxy M55 5G। শীঘ্রই আগমনের ইঙ্গিত দিয়ে ইতিমধ্যেই একাধিক সার্টিফিকেশন সাইটে উপস্থিত…

স্যামসাং বর্তমানে তাদের M সিরিজে একটি নতুন মডেল লঞ্চের পরিকল্পনা করছে, যার নাম Galaxy M55 5G। শীঘ্রই আগমনের ইঙ্গিত দিয়ে ইতিমধ্যেই একাধিক সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছে ফোনটি। ফলে Samsung Galaxy M55 5G নিয়ে বিভিন্ন তথ্যও ইন্টারনেটে ভেসে বেড়াচ্ছে। সম্প্রতি ফাঁস হওয়া একটি লাইভ ছবি থেকে ফোনটির সাইড অ্যাঙ্গেল প্রকাশ্যে এসেছে। আর এখন, Samsung Galaxy M55 5G-এর কিছু রেন্ডার ডিভাইসটির ব্যাক এবং ফ্রন্ট উভয় প্যানেলের ডিজাইনই তুলে ধরেছে।

Samsung Galaxy M55 5G-এর ফাঁস হওয়া রেন্ডার দেখা গেল পরিচিত ডিজাইন

ফাঁস হওয়া রেন্ডার অনুসারে, স্যামসাং গ্যালাক্সি এম55 5জি তার পূর্বসূরি গ্যালাক্সি এম54-এর মতো একই ডিজাইন বজায় রাখবে। এতে পাঞ্চ-হোল কাটআউট যুক্ত ডিসপ্লে থাকবে এবং বেজেলগুলি পূর্বসূরি মডেলের চেয়ে কিছুটা কম হবে বলে মনে করা হচ্ছে। রিয়ার প্যানেলে তিনটি উল্লম্বভাবে সজ্জিত ক্যামেরা সেন্সর দেখা যাবে। পাওয়ার এবং ভলিউম রকার বাটনগুলি ফোনের ডান প্রান্তে অবস্থান করবে। রেন্ডারে গ্যালাক্সি এম55 5জি লাইট ব্লু এবং ব্ল্যাক কালার অপশনে দেখানো হয়েছে। তবে কালো ভ্যারিয়েন্টটি অনেকটা গাঢ় নীলের মতো দেখাচ্ছে। এগুলি ছাড়া, ফাঁস হওয়া রেন্ডার স্যামসাং গ্যালাক্সি এম55 5জি সম্পর্কে আর কোনও বিশদ তথ্য প্রকাশ করেনি।

সম্প্রতি টিপস্টার মুকুল শর্মার শেয়ার করা লাইভ ইমেজ অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এম55 5জি-তে একটি ফ্ল্যাট ফ্রেম থাকবে। এটি ব্র্যান্ডের এখনও পর্যন্ত সবচেয়ে পাতলা এম-সিরিজ ফোন হবে বলেও দাবি করা হয়েছে। এছাড়াও তিনি প্রকাশ করেছেন যে, ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 1 প্রসেসর দ্বারা চালিত হবে এবং সর্বোচ্চ 12 জিবি পর্যন্ত র‍্যাম মিলবে।

এছাড়াও শোনা যাচ্ছে যে, Samsung Galaxy M55 5G ফুলএইচডি+ ডিসপ্লে অফার করবে। এটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমে চলবে এবং 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ বিশাল 6,000 এমএএইচ ব্যাটারি ইউনিটের সাথে আসবে।