লঞ্চ হল Samsung Galaxy Note 20 ও Galaxy Note 20 Ultra, জানুন দাম ও স্পেসিফিকেশন

অবশেষে দক্ষিণ কোরিয়ান কোম্পানি Samsung আজ সামনে আনলো তাদের বহু প্রতীক্ষিত Galaxy Note 20 সিরিজ। আজ সন্ধ্যায় অনলাইনে অনুষ্ঠিত Galaxy Unpacked ইভেন্টে কোম্পানি তাদের নতুন এই ফ্ল্যাগশিপ সিরিজকে সামনে এনেছে। এই সিরিজে দুটি ফোন আছে Samsung Galaxy Note 20 এবং Galaxy Note 20 Ultra। এই দুটি ফোনই তিনটি করে রঙের বিকল্পে পাওয়া যাবে। আবার ফোন দুটি 5G ও 4G ভ্যারিয়েন্টের সাথে এসেছে। স্যামসাং গ্যালাক্সি নোট ২০ ও গ্যালাক্সি নোট ২০ আলট্রা এর বিশেষ বিশেষ ফিচারের কথা বললে, এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ প্লাস প্রসেসর, পাঞ্চ হোল ডিসপ্লে, ট্রিপল রিয়ার ক্যামেরা ও S Pen সাপোর্ট দেওয়া হয়েছে। আসুন Samsung Galaxy Note 20 এবং Galaxy Note 20 Ultra এর দাম ও স্পেসিফিকেশন জেনে নিই।

Samsung Galaxy Note 20 এবং Galaxy Note 20 Ultra এর দাম:

স্যামসাং গ্যালাক্সি নোট ২০ ফোনের ৫জি ভ্যারিয়েন্ট ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের সাথে এসেছে। এর দাম ৯৯৯.৯৯ ডলার, যা প্রায় ৭৪,৮০০ টাকার সমান। আবার এর ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টও পাওয়া যাবে। যদিও এর দাম জানা যায়নি। আবার এর ৪জি ভ্যারিয়েন্ট কেবল ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের সাথে এসেছে। এই ফোনটি মিস্টিক ব্ল্যাক, মিস্টিক ব্রোঞ্জ এবং মিস্টিক গ্রিন কালারে পাওয়া যাবে।

স্যামসাং গ্যালাক্সি নোট ২০ আলট্রা ফোনটির ৫জি ভ্যারিয়েন্ট ১২ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ২৫৬ জিবি স্টোরেজ এবং ৫১২ জিবি স্টোরেজের সাথে এসেছে। এর প্রাথমিক ভ্যারিয়েন্টের দাম ১,২৯৯.৯৯ ডলার, যা প্রায় ৯৭,২৩৪ টাকার সমান। আবার ৫১২ জিবি ভ্যারিয়েন্টের দাম ১,৪৯৯.৯৯ ডলার, যা প্রায় ১,০৮,৪৫০ টাকার সমান। এর ৪জি ভ্যারিয়েন্ট ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি, ৫১২ জিবি স্টোরেজের সাথে এসেছে। এই ফোনটি মিস্টিক ব্ল্যাক, মিস্টিক ব্রোঞ্জ, মিস্টিক হোয়াইট কালারে এসেছে।

৬ আগস্ট ভারতীয় সময় ৯:৩০ মিনিট থেকে ফোন দুটি প্রি-অর্ডার করা যাবে। এর শিপিং শুরু হবে ২১ আগস্ট থেকে।

Samsung Galaxy Note 20 স্পেসিফিকেশন:

স্যামসাং গ্যালাক্সি নোট ২০ ফোনে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ইনফিনিটি O সুপার এমোলেড ডিসপ্লের সাথে এসেছে। এর পিক্সেল রেজুলেশন ১০৮০ x ২৪০০ এবং আসপেক্ট রেশিও ২০:৯। আবার এতে ফ্লাট স্ক্রিন পাবেন, যার রিফ্রেশ রেট ৬০ হার্জ। ডিসপ্লের সুরক্ষার জন্য আছে কর্নিং গরিলা গ্লাস ৬ প্রটেকশন। এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ প্লাস (আমেরিকা ও অন্যান্য) ও এক্সিনস ৯৯০ প্রসেসর (ইউরোপ ও ইন্ডিয়া) ব্যবহার করা হয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবেনা।

Samsung Galaxy Note 20 ফোনে আছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। যার প্রধান ক্যামেরা ১২ মেগাপিক্সেল। এতে এফ/১.৮ লেন্স, ডুয়েল পিক্সেল অটো ফোকাস আছে। এছাড়াও অন্য দুটি ক্যামেরা ক্যামেরা হল ৬৪ মেগাপিক্সেল টেলিফোটো সেন্সর ও ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এঙ্গেল লেন্স। টেলিফোটো সেন্সরে ৩এস লসলেস জুম, ৩০ এক্স স্পেস জুম ও ৮কে ভিডিও সাপোর্ট করে। সেলফির জন্য এখানে ডুয়েল পিক্সেল অটো ফোকাস ও এফ/২.২ লেন্স সহ ১০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

এই ফোনে ২৫ ওয়াট চার্জারের সাথে ৪,৩০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ০-৫০ শতাংশ চার্জ হতে ৩০ মিনিট সময় নেয়। চার্জিংয়ের জন্য এখানে পাবেন ইউএসবি টাইপ সি পোর্ট। এতে ব্লুটুথ ৫.০ ও ওয়াই-ফাই ৬ কানেক্টিভিটির জন্য আছে। সিকিউরিটির জন্য পাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটি S Pen এর সাথে এসেছে, যার লেটেন্সি ২৬ মিলিসেকেন্ডস। অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের সাথে আসা এই ফোনে পাবেন One UI ইন্টারফেস।

Samsung Galaxy Note 20 Ultra স্পেসিফিকেশন:

স্যামসাং গ্যালাক্সি নোট ২০ আলট্রা ফোনে পাবেন ৬.৯ ইঞ্চি ওয়াইড কোয়াড এইচডি ইনফিনিটি O ডাইনামিক এমোলেড ২এক্স ডিসপ্লে। এই ডিসপ্লে কার্ভড এজের সাথে এসেছে। এই ডিসপ্লের পিক্সেল রেজুলেশন ১,৪৪০ x ৩২০০ পিক্সেল এবং আসপেক্ট রেশিও ১৯.৩:৯। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ডিসপ্লের সুরক্ষার জন্য এতে গরিলা গ্লাস ভিক্টস দেওয়া হয়েছে। এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ প্লাস (আমেরিকা ও অন্যান্য) ও এক্সিনস ৯৯০ প্রসেসর (ইউরোপ ও ইন্ডিয়া) ব্যবহার করা হয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবে। তবে ৫জি ভ্যারিয়েন্টে এই সুবিধা থাকতে পারে। এতে দেওয়া S Pen এর লেটেন্সি ৯ মিলিসেকেন্ডস।

Galaxy Note 20 Ultra ফোনের ক্যামেরার কথা বললে ফোনটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এর সাথে এসেছে। এর প্রাইমারি ক্যামেরা এফ/১.৮ লেন্স এর সাথে ১০৮ মেগাপিক্সেল। এই ক্যামেরা ৫০ এক্স জুম, ২৪ এফপিএস এ ৮কে ভিডিও অপটিকাল স্টেবিলাইজেশন এর মতো ফিচারের সাথে এসেছে। এই ফোনের পিছনে অন্য দুটি ক্যামেরা হল ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এঙ্গেল লেন্স ও ১২ মেগাপিক্সেল টেরতিয়ারী সেন্সর (এফ/৩.০ লেন্স)। সেলফির জন্য এই ফোনে এফ/২.২ লেন্স সহ ১০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

পাওয়ারের কথা বললে এই ফোনে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এতে ২৫ ওয়াট চার্জার আছে। আবার এতে সাপোর্ট করবে ১৫ ওয়াট ফাস্ট ওয়্যারলেস চার্জিং ও ৯ ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিং। চার্জিংয়ের জন্য এখানে পাবেন ইউএসবি টাইপ সি পোর্ট। এতে ব্লুটুথ ৫.০ ও ওয়াই-ফাই ৬ কানেক্টিভিটির জন্য আছে। সিকিউরিটির জন্য পাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের সাথে আসা এই ফোনে পাবেন One UI ইন্টারফেস। এই ফোনে পাবেন Ultra-Wide Band (UWB) সাপোর্ট যা দ্রুত ফাইল শেয়ার করতে সাহায্য করবে।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

1 hour ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

1 hour ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

2 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

4 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

5 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

5 hours ago