Categories: Mobiles

অফারের পঞ্চরত্ন! সেলে 50 শতাংশ পর্যন্ত সস্তায় মিলছে এই 5টি Samsung ফোন, দাম 11000 টাকার মধ্যে

বাজারে মোবাইল ব্র্যান্ড হিসেবে ভরসার আরেক নাম Samsung – দুই দশকের কাছাকাছি সময় ধরে এই বিদেশী সংস্থাটি ভারতের মানুষকে বিভিন্ন ধরণের হ্যান্ডসেট উপহার দিয়ে আসছে। সেক্ষেত্রে আপনিও যদি Samsung-এর ভক্ত হন এবং এই মুহূর্তে সস্তায় এই ব্র্যান্ডের স্মার্টফোন কিনতে চান, তাহলে আপনার ডেস্টিনেশন হতে পারে Amazon বা Flipkart। কেননা এখন দুটি জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্মেই Republic Day Sale চলছে, যেখানে Samsung-এর বেশ কিছু বাজেট ফোন দামের চেয়ে অনেক সস্তায় কেনার সুযোগ মিলছে। এগুলিতে আপনি ভালো ক্যামেরা এবং ব্যাটারি ব্যাকআপ পাবেন। এই প্রতিবেদনে আমরা অফারে উপলব্ধ এমনই পাঁচ-পাঁচটি Samsung ফোনের কথা বলব….

প্রজাতন্ত্র দিবসের সেলে সস্তায় মিলছে এই পাঁচটি Samsung ফোন

১. Samsung Galaxy M04: অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেলে এটি ৫০% ছাড়ে ৫,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। সাথে আছে ১০% ব্যাঙ্ক অফার কাজে লাগানোর সুবিধাও।

এই ফোনে ৬.৫ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে, অক্টা-কোর মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর, ৪ জিবি র‌্যাম, ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ আছে।

২. Samsung Galaxy F04: এই ফোনটিরও দাম পড়বে ৫,৯৯৯ টাকা তবে আপনাকে ফ্লিপকার্ট রিপাবলিক ডে সেল থেকে কেনাকাটা করতে হবে।

এর ফিচার আগের ফোনটির অনুরূপ।

৩. Samsung Galaxy F13: ফ্লিপকার্টে এটি ৪০% ছাড়ে মাত্র ৭,৪৯৯ টাকায় কেনার জন্য উপলব্ধ।

এই ফোনে পাবেন গরিলা গ্লাস ৫ প্রোটেকশনসহ ৬.৬ ইঞ্চি ফুলএইচডি+ ডিসপ্লে, এক্সিনস ৮৫০ প্রসেসর, ৬,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের মতো ফিচার।

৪. Samsung Galaxy F14 5G: রিপাবলিক ডে সেলে ফোনটি ফ্লিপকার্ট থেকে ৪০% ছাড়ে ১০,৪৯০ টাকা দিয়ে কেনা যাবে।

এতে ৯০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৬ ইঞ্চি ফুলএইচডি+ এলসিডি ডিসপ্লে, এক্সিনস ১৩৩০ প্রসেসর, ৬,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান।
 
৫. Samsung Galaxy M14 5G: এই ফোনটি অ্যামাজনে ১১,৯৯৯ টাকায় মিলবে।

এতেও আগের ফোনটির মতো সমস্ত ফিচার আছে।

Anwesha Nandi

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

25 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

32 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

40 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

51 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago