Samsung Galaxy ফোন ইউজারদের জন্য বড় সুখবর, চলে এল কম্পিউটারের ফটোশপের মতো দুর্দান্ত ফিচার

সম্প্রতি Samsung তাদের বেশ কিছু Galaxy ফোনের জন্য One UI 5.1.1 আপডেট নিয়ে এসেছে। কিছু ননফোল্ডেবল এবং কিছু পুরনো Galaxy ডিভাইস এই তালিকায় অন্তর্ভুক্ত। নতুন…

সম্প্রতি Samsung তাদের বেশ কিছু Galaxy ফোনের জন্য One UI 5.1.1 আপডেট নিয়ে এসেছে। কিছু ননফোল্ডেবল এবং কিছু পুরনো Galaxy ডিভাইস এই তালিকায় অন্তর্ভুক্ত। নতুন আপডেটে ফোনগুলির ক্যামেরা যেমন উন্নত হবে, তেমনি এগুলিতে একাধিক ফিচার যুক্ত হবে। তবে এর মধ্যে সব থেকে উল্লেখ্যযোগ্য ফিচার হবে “Copy effects”। কেন এটি একটি বিশেষ ফিচার আসুন জেনে নেওয়া যাক।

কপি এফেক্ট ফিচারের মাধ্যমে Samsung Galaxy স্মার্টফোন ব্যবহারকারীরা একটি ফটো থেকে এফেক্টগুলি অনায়াসে অন্য একটি ছবিতে ডুপ্লিকেট হিসেবে ব্যবহার করতে পারবেন। সহজ কথায় বলতে গেলে এই ফিচারের সাহায্যে আপনি একটি ট্যাপের মাধ্যমেই একাধিক ফটো একসাথে এডিট করতে পারবেন।

যদিও, এটা কোনো নতুন ফিচার নয়, এটা আমরা ফটোশপ এবং লাইটরুমেও দেখেছি। যেখানে এই ফিচার ব্যবহারকারীদের একটি ফটোর এফেক্ট ফটো লাইব্রেরীর অন্য যে কোনো ফটোতে প্রয়োগ করার অনুমতি দেয়। এছাড়াও, ‘কপি এডিটস’ নামের এই ধরনেরই একটি ফিচার আইফোনেও লক্ষ্য করা যায়।

এই Copy effects ফিচার কিভাবে কাজ করে?

এই ফিচারটি Samsung Galaxy স্মার্টফোন ব্যবহারকারীদের একটি ফটোর এফেক্ট একাধিক ফটোতে কপি-পেস্ট করতে অনুমতি দেয়। অর্থাৎ ব্যবহারকারীরা যেকোনো একটি ছবি এডিট করে, তারপর সেই এডিট করা ছবিটির এফেক্ট একাধিক ছবিতে পেস্ট করতে পারবেন।

কিভাবে এই ফিচারটি ব্যবহারকারীদের ফটো এডিট সহজ করে তুলবে?

এই ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা এক সাথে একাধিক ফটো এডিট করতে পারবেন। এর মাধ্যমে প্রথমে একটি ফটো এডিট করার পর, অন্য ছবি সিলেক্ট করে এডিটগুলি কপি করলেই সেই ছবিগুলিতেও একই রকম এডিটিং এফেক্ট দেখা যাবে। অর্থাৎ এই ফিচারের মাধ্যমে প্রথম ফটোতে যা এডিট করা হবে তা অন্যান্য নির্বাচিত ফটোতেও প্রয়োগ হবে। উল্লেখ্য, এই ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা একটি ছবি এডিট করেই সহজে একাধিক ছবির ব্রাইটনেস, কালার, কনট্রাস্ট, ভাইব্রেন্স ইত্যাদি পরিবর্তন করতে পারবেন। আর এটি ব্যবহারকারীর অনেকটা সময় বাঁচাবে এবং ছবিগুলিকে আরো প্রফেশনাল করে তুলবে।

কিভাবে Samsung Galaxy ফোনে ফটো এডিট করার জন্য কপি এফেক্ট ফিচারটি ব্যবহার করবেন?

  • প্রথমে আপনাকে নিশ্চিত করতে হবে যে, আপনার স্যামসাং স্মার্টফোন ওয়ান ইউআই ৫.১১ আপডেটটি পেয়েছে।
  • এরপর একটি ফটো সিলেক্ট করুন এবং সেটিতে আপনি আপনার পছন্দমত এডিট করে সেভ করুন।
  • তারপর ডান দিকের নিচে থাকা তিনটি বিন্দুতে ট্যাপ করুন এবং যে ছবিগুলি এডিট করতে চান সেই ছবিগুলি সিলেক্ট করুন।
  • এবার আবার তিনটি বিন্দুতে ট্যাপ করে পেস্ট অপশনে ক্লিক করুন।
  • আর এরপরই আপনার সিলেক্ট করা ছবিগুলি একসঙ্গে এডিট হয়ে যাবে।