5000 টাকা ছাড়, নয়া Samsung Galaxy S21 FE 2023 এখান থেকে অর্ডার করুন

দক্ষিণ কোরিয়া ভিত্তিক টেক জায়ান্ট Samsung হালফিলে এদেশের বাজারে Snapdragon 888 প্রসেসরের Galaxy S21 5G নামের একটি নতুন স্মার্টফোন লঞ্চ করে। গত সপ্তাহে ডিভাইসটিকে অফলাইনে…

দক্ষিণ কোরিয়া ভিত্তিক টেক জায়ান্ট Samsung হালফিলে এদেশের বাজারে Snapdragon 888 প্রসেসরের Galaxy S21 5G নামের একটি নতুন স্মার্টফোন লঞ্চ করে। গত সপ্তাহে ডিভাইসটিকে অফলাইনে বিক্রির জন্য উপলব্ধ করা হয়। আর আজ এই একই হ্যান্ডসেটকে সংস্থার ভারতীয় শাখার অফিসিয়াল ওয়েবসাইটে ওপেন সেলে বিক্রির জন্য তালিকাভুক্ত করা হয়েছে। অর্থাৎ অফলাইনের পাশাপাশি Samsung Galaxy S21 5G ফোনটিকে এখন আপনারা অনলাইনেও কিনতে পারবেন।

প্রসঙ্গত, ২০২২ সালের জানুয়ারি মাসে Samsung Galaxy S21 FE স্মার্টফোনকে Exynos 2100 প্রসেসর সংস্করণের সাথে ঘোষণা করা হয়। এক্ষেত্রে ফোনটির নয়া Qualcomm Snapdragon 888 চিপ ভ্যারিয়েন্টের যাবতীয় ফিচার কিন্তু মডেলের প্রায় অনুরূপ রাখা হয়েছে।

ভারতে Samsung Galaxy S21 FE 2023 Snapdragon 888 edition -এর দাম

ভারতে স্যামসাং গ্যালাক্সি এস৩২ এফই ২০২৩ স্ন্যাপড্রাগন ৮৮৮ এডিশনকে ৪৯,৯৯৯ টাকা মূল্যে সংস্থার অফিসিয়াল সাইটে তালিকাভুক্ত করা হয়েছে। এই দাম ফোনটির ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত একক কনফিগারেশনের। এটি – অলিভ, গ্রাফাইট, ল্যাভেন্ডার, হোয়াইট এবং নেভি ব্লু কালার বিকল্পে উপলব্ধ।

সেল অফারের কথা বললে, যেসকল ক্রেতারা HDFC ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে পেমেন্ট করে স্যামসাং ইন্ডিয়ার পেজ থেকে এই ফোন কিনবেন তাদের ফ্লাট ৫,০০০ টাকা ক্যাশব্যাক দেওয়া হবে৷ ডিভাইসটিকে অ্যামাজন (Amazon) -এর মাধ্যমে কেনার জন্য উপলব্ধ হবে কিনা তা এখনো স্পষ্ট নয় আমাদের কাছে।

Samsung Galaxy S21 FE 2023 Snapdragon 888 edition -এর স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এস৩২ এফই ২০২৩ ফোনে স্ন্যাপড্রাগন ৮৮৮ এডিশনে ৬.৪-ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। এই ডিসপ্লের উপরিভাগে কাট আউটের মধ্যে ৩২-মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করছে। এই ডিভাইসের পেছনে OIS প্রযুক্তি সমর্থিত ১২-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ১২-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স + ৮-মেগাপিক্সেল টেলিফটো শুটার যুক্ত ট্রিপল ক্যামেরা ইউনিট বর্তমান।

স্যামসাংয়ের এই লেটেস্ট হ্যান্ডসেটকে ৮ জিবি LPDDR5 র‍্যাম এবং ২৫৬ জিবি UFS 3.1 স্টোরেজ সহ পাওয়া যাবে। সংস্থার আধিকারিক সাইটের লিস্টিংয়ে, ফোনটির অ্যান্ড্রয়েড ভার্সন স্পষ্টভাবে উল্লেখ নেই।

এদিকে পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy S21 FE 2023 Snapdragon 888 এডিশনে ২৫ ওয়াট ওয়্যারড এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি সমর্থিত ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে৷ যদিও এর রিটেল বক্সে কিন্তু পাওয়ার অ্যাডাপ্টার অন্তর্ভুক্ত থাকছে না।