বিক্রি বাড়াতে ৮০০০ টাকা দাম কমানো হলো Samsung Galaxy S22 ফোনের, রয়েছে আরও অনেক অফার

স্যামসাং তাদের গ্যালাক্সি এস২২ স্মার্টফোনের ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস মডেলের দাম স্থায়ীভাবে ৮,০০০ টাকা কমানোর ঘোষণা করেছে।

গত বছর ফেব্রুয়ারি মাসে ভারতে লঞ্চ হয়েছিল Samsung Galaxy S22। তৎকালীন সময়ে এটি ৭২,৯৯৯ টাকার প্রারম্ভিক মূল্যের সাথে এসেছিল। আর এখন অর্থাৎ লঞ্চের প্রায় দেড় বছরের মাথায় এসে দক্ষিণ কোরিয়া ভিত্তিক টেক জায়ান্টটি তাদের এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের দাম অনেকটাই কমিয়ে দিল। Samsung Galaxy S22 মোট দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে এসেছে, যথা – ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। যার মধ্যে ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টকে আপনারা এখন ফ্লাট ৮,০০০ টাকা ডিসকাউন্টের সাথে কিনে নিতে পারবেন। এই দাম সাময়িক নয়, বরং স্থায়ীভাবে কমানো হয়েছে। এছাড়া, আপগ্রেড বোনাস ও ব্যাঙ্ক কার্ড ক্যাশব্যাক বিকল্পের সুবিধা নিতে পারলে আরো বেশ কয়েক হাজার টাকা সাশ্রয় করা যাবে। চলুন মূল্য হ্রাসের পর ভারতে Samsung Galaxy S22 স্মার্টফোনকে কত টাকা সাশ্রয় করে পকেটস্থ করা যাবে তা জেনে নেওয়া যাক।

Samsung Galaxy S22 স্মার্টফোনের নতুন দাম

স্যামসাং তাদের গ্যালাক্সি এস২২ স্মার্টফোনের ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস মডেলের দাম স্থায়ীভাবে ৮,০০০ টাকা কমানোর ঘোষণা করেছে। যার পর এটিকে ৭২,৯৯৯ টাকার পরিবর্তে ৬৪,৯৯৯ টাকায় কেনা যাবে। আবার, ডিসকাউন্টের পাশাপাশি একাধিক আকর্ষণীয় অফারও দিচ্ছে স্যামসাং ইন্ডিয়া। যেমন ক্রেতারা পুরোনো মোবাইল পরিবর্তন করে এই ফ্ল্যাগশিপ ফোনটি কিনলে ৭,০০০ টাকা আপগ্রেড বোনাস পেয়ে যাবেন। এর পর মডেলটির দাম কমে ৫৭,৯৯৯ টাকা হয়ে যাবে।

আপনারা যদি আরো কম টাকা খরচ করে এস২২-সিরিজের এই স্ট্যান্ডার্ড মডেলটিকে কিনতে চান, তবে আরেকটি অফারও উপলব্ধ আছে। স্যামসাং ইন্ডিয়ার আধিকারিক ওয়েবসাইট, ই-কমার্স সাইট অ্যামাজন এবং অন্যান্য রিটেল স্টোর থেকে ফোনটি কিনলে ৩,০০০ টাকার ব্যাঙ্ক কার্ড ক্যাশব্যাক দেওয়া হবে। যার দরুন স্যামসাং গ্যালাক্সি এস২২ স্মার্টফোনকে নূন্যতম ৫৪,৯৯৯ টাকা খরচ করে বাড়ি নিয়ে আসা যাবে।

এটিকে পাঁচটি কালার বিকল্পে পাওয়া যাচ্ছে – বোরা পার্পল, গ্রিন, ফ্যান্টম ব্ল্যাক, ফ্যান্টম হোয়াইট এবং পিঙ্ক গোল্ড।

Samsung Galaxy S22 -এর স্পেসিফিকেশন ও ফিচার

Samsung Galaxy S22 ফোনে ৬.১-ইঞ্চির ফুল এইচডি (১০৮০x২৩৪০ পিক্সেল) ডাইনামিক অ্যামোলেড ২এক্স ডিসপ্লে আছে, যা ৪৮ হার্টজ-১২০ হার্টজ ভ্যারিয়েবল রিফ্রেশ রেট, এবং ১৫০০ নিটস পিক ব্রাইটনেস অফার করে। এই ডিসপ্লে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস প্রোটেকশন দ্বারা সুরক্ষিত। অভ্যন্তরীণ স্পেসিফিকেশনের কথা বললে, এস-সিরিজের এই ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটে ৪ এনএম প্রসেসিং নোড ভিত্তিক কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ওয়ান ইউআই ৪.১ (One UI 4.1) কাস্টম স্কিনে রান করে। আর স্টোরেজ হিসাবে এতে, ৮ জিবি পর্যন্ত র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত রম উপলব্ধ। নিরাপত্তার জন্য ডিভাইসে আন্ডার ডিসপ্লে আল্ট্রা-সনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে।

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy S22 ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট বর্তমান। এই ক্যামেরাগুলি হল – এফ/১.৮ অ্যাপারচার ও OIS সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, এফ/২.৪ অ্যাপারচার, এফ/২.১ অ্যাপারচার সহ ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং OIS ও ৩এক্স অপটিক্যাল জুম সহ ১০ মেগাপিক্সেল টেলিফটো শুটার। আর ডিভাইসের সামনে এফ/২.২ অ্যাপারচার সহ একটি ১০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে।

Samsung Galaxy S22 স্মার্টফোনের কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে – 5G, 4G LTE, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ভি৫.২, জিপিএস/এ-জিপিএস এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট। আলোচ্য হ্যান্ডসেটে ৩,৭০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ২৫ ওয়াট ফাস্ট ওয়্যারড চার্জিং এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য ফোনটি IP68 রেটিং সহ এসেছে।