Mobiles

অর্ধেক দামে ফ্ল্যাগশিপ ফোন! বিশাল সুযোগ দিচ্ছে ফ্লিপকার্ট, দেরি করলে অফার মিস

ফ্লিপকার্টে স্যামসাং গ্যালাক্সি এস২৩ ৫জি ফোনটি আসল মূল্যের অর্ধেকেরও কম দাম পাওয়া যাচ্ছে। আজ ফ্লিপকার্ট জিওএটি সেলের শেষ দিন, তাই ডিলের মেয়াদ শেষ হওয়ার আগে আগ্রহী ক্রেতাদের হাতে অল্প সময়ই আছে। স্যামসাং গ্যালাক্সি এস২৩ ৫জি ফোনটি গত বছরের গোড়ার দিকে বাজারে এসেছিল। এখন ফোনটি কেনা কতটা লাভদায়ক হবে, আসুন দেখে নেওয়া যাক।

ফ্লিপকার্ট জিওএটি সেল: স্যামসাং গ্যালাক্সি এস২৩ ৫জি ফোনের ওপর পাওয়া যাচ্ছে ব্যাপক ছাড়

স্যামসাং গ্যালাক্সি এস২৩ ৫জি ফোনটির ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলটি ফ্লিপকার্টে ৪৩,৯৯৯ টাকায় তালিকাভুক্ত করা হয়েছে। ভারতে এর লঞ্চ প্রাইস ছিল ৮৯,৯৯৯ টাকা। সুতরাং, এই ফোনে ৫০ শতাংশেরও বেশি ফ্ল্যাট ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। ফ্লিপকার্ট একটি ১,০০০ টাকার কুপন ছাড়ও দিচ্ছে, যা কার্টে প্রয়োগ করা হবে।

এছাড়াও, যদি কোনও ক্রেতার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ড থাকে, তাহলে তিনি আরও ৫ শতাংশ ছাড় পেতে পারেন। এই ক্ষেত্রে, এটি প্রায় ২,২০০ টাকা ছাড় হবে৷ এগুলি ছাড়াও, ফ্লিপকার্টের কেস, চার্জার ইত্যাদির মতো অ্যাক্সেসরিগুলিতেও কম্বো অফার রয়েছে। কেনার বিকল্পগুলির মধ্যে রয়েছে তিন বা ৬ মাসের নো-কস্ট ইএমআই মোড এবং ৪৩,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্টও৷ ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি মডেলের জন্য, ফ্লিপকার্ট ৪৮ শতাংশ ইনস্ট্যান্ট ছাড় দিচ্ছে।

ফ্লিপকার্ট জিওএটি সেলে স্যামসাং গ্যালাক্সি এস২৩ ৫জি কেনা কি লাভদায়ক ডিল হবে?

কমপ্যাক্ট এবং আরামদায়ক ফ্রেমের স্যামসাং গ্যালাক্সি এস২৩ যথেষ্ট ভালো পারফরম্যান্স অফার করে, যা সম্ভব হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসরের জন্য। স্যামসাং গ্যালাক্সি এস২৩ ৫জি ফোনে ইউজাররা যেকোন অ্যাপ চালাতে পারেন এবং অ্যান্ড্রয়েড মার্কেট থেকে যেকোনও গেম খেলতে পারেন। উচ্চ স্টোরেজ ভ্যারিয়েন্ট দীর্ঘ সময় ব্যবহারের জন্য উপযোগী। এর ২৫৬ জিবি ভ্যারিয়েন্টেও দ্রুততর এবং আরও দক্ষ ইউএফএস ৪.০ স্ট্যান্ডার্ড রয়েছে।

স্যামসাং গ্যালাক্সি এস২৩ ফোনের ৩,৯০০ এমএএইচ ব্যাটারি নিয়মিত কাজের জন্য সারাদিনব্যাপী ব্যাটারি লাইফ অফার করতে সক্ষম। ডিসপ্লে এবং ক্যামেরা সেটআপও যথেষ্ট উন্নত, তবে নতুন প্রজন্মের ফ্ল্যাগশিপের সাথে তুলনা করলে এর ত্রুটিগুলি লক্ষ্য করা যাবে।

ফোনটি বর্তমানে অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ওয়াই ইউআই কাস্টম স্কিনে চলছে। তবে এটি অ্যান্ড্রয়েড ১৫, অ্যান্ড্রয়েড ১৬ এবং অ্যান্ড্রয়েড ১৭ পর্যন্ত আপডেট পাবে বলে জানা গেছে। বর্তমানে, এই ফোনেও গ্যালাক্সি এআই ফিচারগুলি পাওয়া যাচ্ছে। সুতরাং, সব মিলিয়ে চলতি জুলাই মাসেও স্যামসাং গ্যালাক্সি এস২৩ একটি খুব লাভজনকই ক্রয় হতে পারে।

তবে, এটি দ্রুত প্রসেসিং, উজ্জ্বল ডিসপ্লে, ফাস্ট চার্জিং এবং একটি বড় ব্যাটারি সহ শাওমি সিভি ১৪, রিয়েলমি জিটি ৬ এবং আইকো নিও ৯ প্রো ফোনের মতো নতুন তবে সস্তা ফোনগুলির সাথে কঠোর প্রতিদ্বন্দ্বিতা করবে৷ তবে স্যামসাং ফোনটি জিপিইউ পারফরম্যান্সে এগিয়ে রয়েছে, তাছাড়া এটি আরও ভালো সফ্টওয়্যার এক্সপেরিয়েন্স এবং ফ্ল্যাগশিপের মতো অভিজ্ঞতা প্রদান করে।

Ananya Sarkar

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

24 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

31 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

40 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

51 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago