samsung galaxy s23 fe 5g phone with galaxy ai features available on 20000 rs flat discount

20,000 টাকা ছাড়ে মিলছে Samsung-এর এই 5G ফোন, প্রিমিয়াম ফিচারের সাথে আছে Galaxy AI সাপোর্ট

Samsung-এর ‘S’ সিরিজের অন্যান্য প্রিমিয়াম স্মার্টফোনগুলির মতোই সস্তা ফ্যান এডিশন (FE) মোবাইলগুলিও বাজারে বরাবর অত্যন্ত জনপ্রিয়। সেই ধারা বজায় রেখে গত বছর Samsung Galaxy S23 FE 5G ফোনটি লঞ্চ হতেই প্রচুর মানুষ তা কেনার দিকে ঝুঁকেছেন। সেক্ষেত্রে আপনি সাশ্রয়ী মূল্যে প্রিমিয়াম ফিচার পেতে একটি নতুন ফোন কিনতে চাইলে এই মডেলটি বেছে নিতে পারেন। কেননা এখন এটি ৩০ হাজার টাকার কম-বেশি খরচ করে হাতে পাওয়া যেতে পারে।

আসলে লঞ্চের পর থেকে অনেকবারই Galaxy S23 FE 5G এর লঞ্চ প্রাইসের থেকে কম দামে মিলেছে, কিন্তু এখন এই হ্যান্ডসেটে সরাসরি ২০ হাজার টাকা ছাড় পাওয়া যাচ্ছে। আর এতে আছে AMOLED ডিসপ্লে, 50MP ক্যামেরা থেকে শুরু করে বহু নজরকাড়া ফিচার এবং AI সাপোর্টও।

২০ হাজার টাকার ফ্ল্যাট ছাড়ে মিলছে Samsung Galaxy S23 FE ফোন

স্যামসাং গ্যালাক্সি এস২৩ এফই-র ৮ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ৫৯,৯৯৯ টাকায় (MRP ৭৯,৯৯৯ টাকা) বাজারে পা রেখেছিল, যেখানে এর ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের লঞ্চ প্রাইস ছিল ৬৯,৯৯৯ টাকা (MRP ৮৪,৯৯৯ টাকা)। তবে এখন তেমন কোনো সেল ছাড়াই জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট (Flipkart)-এ স্মার্টফোনটি সর্বনিম্ন ৩৯,৯৯৯ টাকায় তালিকাভুক্ত – এটি ফোনের বেস ভ্যারিয়েন্টের দাম, যা সরাসরি ২০,০০০ টাকা ছাড়ে মিলছে। এক্ষেত্রে নির্বাচিত ব্যাঙ্ক কার্ড ব্যবহার করলে ১০% পর্যন্ত অতিরিক্ত ছাড় পাওয়া যাবে।

আবার, যদি পুরোনো ফোনের বদলে স্যামসাংয়ের এই ফ্যান এডিশনের ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি অর্ডার করা হয়, তাহলে ৩০ হাজার টাকার বেশি এক্সচেঞ্জ ভ্যালু কাজে লাগানো যেতে পারে। তবে মনে রাখতে হবে যে, এই ছাড়ের অঙ্কটা নির্ভর করবে যে ফোনটি এক্সচেঞ্জ করছেন তার বর্তমান অবস্থা, ব্র্যান্ড, মডেল ইত্যাদি শর্তাবলির ওপর – যেমন Samsung Galaxy S21 FE (Snapdragon এডিশন, 256GB স্টোরেজ) মডেল এক্সচেঞ্জ করার ক্ষেত্রে সর্বাধিক ১৬,৮০০ টাকা ভ্যালু দেখতে পাওয়া গেছে।

Samsung Galaxy S23 FE-র স্পেসিফিকেশন

গত অক্টোবরে ভারতে লঞ্চ হওয়া স্যামসাং গ্যালাক্সি এস২৩ এফই ফ্ল্যাগশিপ ফোনে কর্নিং গরিলা গ্লাস ৫ প্রোটেকশনের সাথে ১২০ হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেটযুক্ত ৬.৪ ইঞ্চি ফুল-এইচডি+ ডায়নামিক অ্যামোলেড ২এক্স ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে কোম্পানিরই অক্টা-কোর এক্সিনস ২২০০ প্রসেসর, যার সাথে ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের অপশন মেলে। এক্ষেত্রে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে বর্তমান ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি। অন্যদিকে ফটোগ্রাফির জন্য এটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ওআইএস (OIS) ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা অফার করে।

এখানেই শেষ নয়, স্যামসাং তার অন্যান্য লেটেস্ট প্রিমিয়াম স্মার্টফোনের মতোই এই সস্তা ফ্ল্যাগশিপ মোবাইল ফোনেও গ্যালাক্সি এআই (Galaxy AI) ব্র্যান্ডিংসহ অনেক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-ভিত্তিক ফিচার যেমন – লাইভ ট্রান্সলেট (যেকোনো কলের অডিও রিয়েল-টাইমে ইউজারের ভাষায় অনুবাদ করবে), সার্কেল-টু-সার্চ (স্ক্রিনে দৃশ্যমান যেকোনো বস্তুকে সার্চ করতে দেবে), চ্যাট অ্যাসিস্ট, ইন্টারপ্রেটার, ব্রাউজিং অ্যাসিস্ট থেকে শুরু করে জেনারেটিভ এডিট, এডিট সাজেশন টুল ইত্যাদি দিয়েছে। আবার এটিতে IP68 ওয়াটারপ্রুফ রেটিংও আছে। উল্লেখ্য, এর চারটি কালার ভ্যারিয়েন্ট পাবেন – মিন্ট, ক্রিম, পার্পল ও গ্রাফাইট।

(প্রতিবেদনটি লেখার সময় এই দাম বা অফার উপলব্ধ ছিল)