বাজেটের মধ্যে HTC ফোন ব্যবহারের স্বাদ পাবেন, HTC Wildfire E Star এইচডি প্লাস ডিসপ্লে সহ লঞ্চ হল

HTC Wildfire E Star হ্যান্ডসেটে HD+ LCD ডিসপ্লে প্যানেল, ২ জিবি র‌্যাম, LED ফ্ল্যাশ সহ একক রিয়ার ক্যামেরা ইউনিট, ৩,০০০ এমএএইচ ব্যাটারি এবং ফেস আনলক ফিচারের মতো ফিচার উপস্থিত

আজ ৭ই আগস্ট HTC একপ্রকার চুপিসারে আফ্রিকার বাজারে তাদের নয়া স্মার্টফোন মডেল Wildfire E Star লঞ্চ করল৷ ডিজাইনের নিরিখে, এটি মোটা বেজেল পরিবেষ্টিত ওয়াটার-ড্রপ নচ স্টাইলের ডিসপ্লে সহ এসেছে। এছাড়া HTC Wildfire E Star হ্যান্ডসেটে HD+ LCD ডিসপ্লে প্যানেল, ২ জিবি র‌্যাম, LED ফ্ল্যাশ সহ একক রিয়ার ক্যামেরা ইউনিট, ৩,০০০ এমএএইচ ব্যাটারি এবং ফেস আনলক ফিচারের মতো ফিচার বিদ্যমান থাকছে। চলুন HTC Wildfire E Star স্মার্টফোনের দাম, বিশেষত্ব বিস্তারে জেনে নেওয়া যাক।

HTC Wildfire E Star এর স্পেসিফিকেশন

এইচটিসি ওয়াইল্ডফায়ার ই স্টার স্মার্টফোনে ৬.৫-ইঞ্চির এইচডি প্লাস (৭২০x১৬০০ পিক্সেল) LCD ওয়াটার-ড্রপ নচ ডিসপ্লে রয়েছে। উন্নত পারফরম্যান্স প্রদানের জন্য এতে ইউনিসক এসসি৯৮৩২ই (Unisoc SC9832E) প্রসেসর ব্যবহার করা হয়েছে। আবার অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড ১২ গো এডিশন প্রি-লোডেড পাওয়া যাবে। ডিভাইসটি ২ জিবি র‌্যাম এবং ১৬ জিবি অনবোর্ড স্টোরেজ সহ এসেছে। যদিও মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ক্যাপাসিটি বাড়ানো যাবে। নিরাপত্তার জন্য এতে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার উপলব্ধ।

HTC Wildfire E Star ফোনের ব্যাক প্যানেলে থাকা ‘ব্র্যান্ড লোগো’ -এর ঠিক উপরি-বাম কোণে LED ফ্ল্যাশ সহ একটি ক্যামেরা মডিউল দেখা যাবে, যার ভিতরে ৮-মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা অবস্থান করছে। আর ডিভাইসের সামনে রয়েছে ৫-মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। কানেক্টিভিটি বিকল্প হিসেবে এতে – ডুয়াল সিম স্লট, 4G VoLTE, ওয়াই-ফাই, ব্লুটুথ ৪.২, জিপিএস এবং একটি ৩.৫ মিমি অডিও জ্যাক অন্তর্ভুক্ত। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে HTC Wildfire E Star স্মার্টফোনে ৩,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে ৫ ওয়াট চার্জিং সমর্থন করে৷ এর পরিমাপ ১৬৪.৮x৭৬.৫x৯.২ মিমি এবং ওজন ২০০ গ্রাম।

HTC Wildfire E Star এর দাম

HTC Wildfire E Star ডিভাইসটির দাম এখনো জানানো হয়নি। আশা করা যায়, সেলের আগেই ফোনটির মূল্য সামনে আসবে।