Samsung Galaxy S23 FE আসছে সেপ্টেম্বরে, প্রসেসর ক্যামেরা-ব্যাটারি সহ সমস্ত তথ্য লিক

স্যামসাং তাদের (Samsung) নতুন Galaxy S23 FE স্মার্টফোনটি খুব শীঘ্রই লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। এই হ্যান্ডসেটটির আগমন ২০২২ সালের জানুয়ারিতে আত্মপ্রকাশ করা Galaxy…

স্যামসাং তাদের (Samsung) নতুন Galaxy S23 FE স্মার্টফোনটি খুব শীঘ্রই লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। এই হ্যান্ডসেটটির আগমন ২০২২ সালের জানুয়ারিতে আত্মপ্রকাশ করা Galaxy S21 FE-এর পরে সাশ্রয়ী মূল্যের FE সিরিজের প্রত্যাবর্তনকে চিহ্নিত করে। এক জনপ্রিয় টিপস্টার দাবি করেছেন যে, দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি আগামী মাসেই তাদের পরবর্তী Fan Edition মডেলটি উন্মোচন করবে। ওই টিপস্টার চলতি মাসের শুরুর দিকে Galaxy S23 FE-এর বিস্তারিত স্পেসিফিকেশনও অনলাইনে ফাঁস করেছিলেন।

প্রকাশিত হয়েছে Samsung Galaxy S32 FE-এর লঞ্চের টাইমলাইন

টিপস্টার যোগেশ ব্রার নিশ্চিত করেছেন যে, স্যামসাং গ্যালাক্সি এস২৩ এফই আগামী মাসে লঞ্চ হতে চলেছে। সম্প্রতি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) সার্টিফিকেশন ওয়েবসাইটে স্মার্টফোনটিকে দেখা গেছে, যা নিশ্চিত করেছে যে এটি খুব শীঘ্রই ভারতের বাজারে পা রাখবে। আশা করা করা যায়, স্মার্টফোনটি ভারতের পাশাপাশি বিশ্বের বিভিন্ন মার্কেটে একইসময়ে লঞ্চ হবে।

Samsung Galaxy S23 FE স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

যোগেশ ব্রার এই মাসের শুরুতে স্যামসাং গ্যালাক্সি এস২৩ এফই-এর সম্পূর্ণ স্পেসিফিকেশনের তালিকাটিও ফাঁস করেছেন। তার মতে, স্মার্টফোনটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ পূর্বসূরি গ্যালাক্সি এস২১ এফই-এর মতোই ৬.৪ ইঞ্চির ফুলএইচডি+ ডায়নামিক অ্যামোলেড (AMOLED) ডিসপ্লের সাথে আসবে। দেশভেদে স্যামসাং এই ফোনে স্ন্যাপড্রাগন ৮ জেন ১ বা এক্সিনস ২২০০ প্রসেসর ব্যবহার করবে। ফোনটি ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে বলে জানা গেছে।

এছাড়াও টিপস্টার মারফৎ জানা গেছে যে, Samsung Galaxy S23 FE-এ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে, যার মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ১২ মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর অবস্থান করবে। আর ফোনের সামনে একটি ১০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে। অনুমান করা হচ্ছে, ডিভাইসটি স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ডিভাইসে থাকা ক্যামেরা ফিচার্সের সাথে আসবে।

সফ্টওয়্যারের ক্ষেত্রে, Galaxy S23 FE অ্যান্ড্রয়েড ১৩-এর ওপর ভিত্তি করে ওয়ান ইউআই ৫.১ (One UI 5.1) কাস্টম স্কিনে রান করবে। হ্যান্ডসেটটিতে চারটি বড় অ্যান্ড্রয়েড আপডেট এবং পাঁচ বছরের সিকিউরিটি আপডেট প্রদান করতে পারে স্যামসাং। পাওয়ার ব্যাকআপের জন্য, Samsung Galaxy S23 FE-তে সম্ভবত ২৫ ওয়াট ওয়্যার্ড চার্জিং এবং ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি থাকবে। এছাড়াও যোগেশ ব্রার প্রকাশ করেছেন যে, হ্যান্ডসেটটিতে জল ও ধুলো প্রতিরোধের জন্য আইপি রেটিং থাকবে।