Samsung হাল ছাড়তে নারাজ, নিজস্ব প্রসেসর দিয়ে সুলভ মূল্যে S23 FE লঞ্চের প্রস্তুতি নিচ্ছে

স্যামসাং প্রতি বছরের মতোই এ বছরের শুরুর দিকে তাদের ফ্ল্যাগশিপ Galaxy S23 সিরিজ বাজারে লঞ্চ করেছে। এই লাইনআপের ডিভাইসগুলি উৎকৃষ্ট মানের স্পেসিফিকেশন এবং একাধিক নতুন ফিচারের সাথে এসেছে। তাই এতে কোনও সন্দেহ থাকার কথা নয় যে, এবছরের প্রিমিয়াম স্যামসাং হ্যান্ডসেটগুলি তাদের পূর্বসূরিদের চেয়ে ভাল বিক্রি হবে। কিন্তু, বর্তমানে স্যামসাং তাদের নতুন S-সিরিজের সেল পারফরম্যান্সে খুব একটা খুশি নয় বলেই মনে হচ্ছে। তাই, S23 সিরিজের সেল আরও বাড়ানোর জন্য স্যামসাং নির্ধারিত সময়ের আগেই৷৷ তাড়াতাড়ি সাশ্রয়ী মূল্যের Galaxy S23 FE লঞ্চ করার প্রস্তুতি শুরু করেছে বলে শোনা যাচ্ছে। এক সুপরিচিত টিপস্টার সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি খোলসা করেছেন। আসুন এসম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Galaxy S23 সিরিজের বিক্রয়ে ঘাটার কারণে Galaxy S23 FE সময়ের আগেই বাজারে পা রাখতে পারে

টিপস্টার রিভেগনাস তার একটি টুইটে জানিয়েছেন যে, স্যামসাং তাদের পরবর্তী ফোল্ডেবল ফোনেগুলির আগে গ্যালাক্সি এস২৩ এফই মডেলটি লঞ্চ করতে পারে। ইতিমধ্যেই জানা গেছে যে, পরবর্তী প্রজন্মের গ্যালাক্সি ফোল্ডেবল ডিভাইসগুলি সম্ভবত ২৬ জুলাই বাজারে পা রাখবে। অর্থাৎ, তখনই স্যামসাং এবছরের দ্বিতীয় গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টটির আয়োজন করবে। টিপস্টারের মতে, বর্তমান প্রজন্মের স্যামসাং গ্যালাক্সি এস সিরিজের “মন্থর বিক্রয়” দেখা যাচ্ছে। রিভেগনাস প্রকাশ করেছেন যে, চলতি মে মাসে গ্যালাক্সি এস২৩ সিরিজের বিক্রিতে “উল্লেখযোগ্য পতন” দেখা গেছে। এবং সেল পারফরম্যান্স গত বছরের একই সময়ের তুলনায় “২০% এর বেশি” কমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংক্ষেপে বললে, দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি তাদের নতুন গ্যালাক্সি এস২৩ সিরিজের বর্তমান পারফরম্যান্স নিয়ে খুশি নয়। আর মন্থর বিক্রির কারণে, স্যামসাং গ্যালাক্সি এস২৩ এফই-এর লঞ্চের জন্য তড়িঘড়ি প্রস্তুতি শুরু করেছে৷ স্পষ্টতই, স্যামসাং এস-সিরিজের এই সাশ্রয়ী মূল্যের ডিভাইসটির মাধ্যমে নতুন করে লাভের মুখ দেখতে চায়। তবে, রিভেগনাস দালি করেছেন যে গ্যালাক্সি এস২৩ এফই প্রথম দিকে শুধুমাত্র নির্দিষ্ট কিছু অঞ্চলে লঞ্চ হবে। যদিও, এই তথ্যটি কতটা সঠিক না এখনই জোর দিয়ে বলা যাচ্ছে না, তবে এটা অস্বীকার করা যায় না যে, স্যামসাংয়ের ফ্যান এডিশনগুলি অতীতে বাজারে খুব বেশি লক্ষনীয় ছিল না।

তাছাড়া, Samsung Galaxy S23 FE-কে নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে। আসলে, প্রথমে বিভিন্ন টিপস্টাররা দাবি করছিলেন যে Samsung S23 সিরিজের সাথে S22 FE মডেলটি লঞ্চ হবে। কিন্তু পরে জানা যায় যে স্যামসাং S22 FE-কে টপকে একেবারে S23 FE মডেলটি উন্মোচন করার পরিকল্পনা করছে। ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কেও একাধিক তথ্য সামনে এসেছে।

স্যামসাংয়ের ইন-হাউস প্রসেসর, এক্সিনস ২২০০-এর সাথে ফোনটির লঞ্চ হওয়ার সম্ভাবনা খুব বেশি। অর্থাৎ, স্যামসাং ডিভাইসটিতে ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপটি নাও ব্যবহার করতে পারে, যেমনটা বেশ কিছু লিক থেকে জানা গিয়েছিল। এই চিপসেটটি বেছে নেওয়ার পিছনে অন্যতম কারণ হতে পারে, উৎপাদন খরচ কমানো, যা একটি ইন-হাউস চিপসেট ব্যবহার করে করা সম্ভব। এর ফলে কোম্পানি Galaxy S23 FE-এর লাভের মার্জিন বাড়াতে সক্ষম হবে৷ সর্বোপরি, ফোনটিকে আগেভাগে লঞ্চ করার প্রাথমিক উদ্দেশ্যই হল মুনাফার হার বাড়ানো।

উল্লেখ্য, Samsung Galaxy S23 FE-এর অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে খুব বেশি তথ্য এখনও সামনে আসেনি। কিন্তু এটা নিশ্চিত যে স্যামসাং যেমন তেমনভাবে ফোনটিকে বাজারে হাজির করলে, এটি তার আকর্ষণ হারাবে। এছাড়াও, কোম্পানিকে বিচক্ষণতার সাথে এর দাম নির্ধারণ করতে হবে, কারণ সম্প্রতি লঞ্চ হওয়া Galaxy A54 5G ইতিমধ্যেই একটি শক্তিশালী মিড-রেঞ্জ ডিভাইস হিসাবে বাজারে নিজের স্থানটি পাকা করে নিয়েছে।

Samsung Galaxy A54 বর্তমানে বিশ্ববাজারে ৪৪৯ ডলার মূল্য (প্রায় ৩৭,১৫০ টাকা)-এ পাওয়া যাচ্ছে। তবে এটি এক্সিনস ১৩৮০ প্রসেসর দ্বারা চালিত। যেখানে Galaxy S23 FE-এর এক্সিনস ২২০০-এর সাথে আসার কথা রয়েছে, যা আরও শক্তিশালী। তবুও, এই স্যামসাং ফোনটির দাম ৬০০ ডলার (প্রায় ৪৯,৬৫০ টাকা) থেকে ৭০০ ডলার (প্রায় ৫৭,৯০০ টাকা)-এর মধ্যে থাকা উচিত।