MediaTek নয়, Snapdragon চিপসেটের সঙ্গে আসছে Samsung Galaxy S23, S23 Plus

বিগত কয়েক মাস ধরেই জনপ্রিয় ইলেকট্রনিক্স নির্মাতা স্যামসাং (Samsung)-এর পরবর্তী প্রজন্মের Galaxy S23 ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজটিকে নিয়ে টেক পাড়ায় জল্পনা তুঙ্গে রয়েছে। একটি সাম্প্রতিক রিপোর্ট থেকে জানা গেছে যে, স্যামসাং আগামী ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে আয়োজিত গ্যালাক্সি আনপ্যাকড ২০২৩ (Galaxy Unpacked 2023) ইভেন্টে Samsung Galaxy S23 লাইনআপের হ্যান্ডসেটগুলি উন্মোচন করবে। ইভেন্টটি অতিমারীর পর স্যামসাংয়ের প্রথম ইন-পার্সন গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট হবে বলে জানা গেছে। এখনও পর্যন্ত, Galaxy S23 সিরিজ সম্পর্কে যা যা তথ্য সামনে এসেছে, তা স্যামসাং অনুরাগীদের লাইনআপটির প্রতি আগ্রহ কয়েক গুন বাড়িয়ে দিয়েছে। কেননা শোনা যাচ্ছে যে, সিরিজের টপ-এন্ড মডেল অর্থাৎ Galaxy S23 Ultra-এ ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর থাকবে এবং লাইনআপের সমস্ত ডিভাইসে ওভারক্লকড Qualcomm Snapdragon 8 Gen 2 চিপসেটটি অন্তর্ভুক্ত থাকবে। আর এখন লঞ্চের আগে, Galaxy S23 এবং S23 Plus মডেল দুটি মার্কিন যুক্তরাষ্ট্রের এফসিসি (FCC) সার্টিফিকেশন ডেটাবেসে উপস্থিত হয়েছে, যার লিস্টিং থেকে ডিভাইস দুটির ব্যাটারি ক্ষমতা সম্পর্কে জানা গেছে। চলুন তাহলে তাহলে সার্টিফিকেশন থেকে আপকামিং গ্যালাক্সি হ্যান্ডসেটগুলি সম্পর্কে কি কি তথ্য সামনে এল, জেনে নেওয়া যাক।

Samsung Galaxy S23 এবং S23 Plus-কে দেখা গেল FCC-এর সাইটে

SM-S911B মডেল নম্বর সহ স্ট্যান্ডার্ড স্যামসাং গ্যালাক্সি এস২৩ আর SM-S916B মডেল নম্বর সহ স্যামসাং গ্যালাক্সি এস২৩ প্লাস ফোন দুটি আমেরিকার ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে। এই তালিকা অনুসারে, দুটি ফোনই ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। গ্যালাক্সি এস২৩ EB-BS912ABY মডেল নম্বর এবং ৩,৭৮৫ এমএএইচ ক্ষমতাসম্পন্ন একটি ব্যাটারির সাথে আসবে। এটির স্ট্যান্ডার্ড ক্ষমতা ৩,৯০০ এমএএইচ।

অন্যদিকে, গ্যালাক্সি এস২৩ প্লাস-এর ব্যাটারির মডেল নম্বর EB-BS916ABY এবং এর রেটেড ক্যাপাসিটি ৪,৫৬৫ এমএএইচ। তবে, এটির সাধারণ ক্ষমতা ৪,৭০০ এমএএইচ হবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও এর এফসিসি তালিকাটি প্রকাশ করেছে যে, উভয় ফোনেই একটি কোয়ালকম প্রসেসর ব্যবহার করা হবে, যেটি হল কোয়ালকমের সদ্য উন্মোচিত স্ন্যাপড্রাগন ৮ জেন ২।

জানিয়ে রাখি, অতীতে ফাঁস হওয়া রেন্ডার অনুসারে, পূর্বসূরির তুলনায় Galaxy S23 সিরিজের মডেলগুলির ডিজাইনে খুব বেশি পরিবর্তন দেখা যাবে না, তবে এগুলির রিয়ার প্যানেলটি আরও ভাল গ্রিপ এবং অনুভূতি প্রদানের জন্য সামান্য কার্ভড হবে বলে মনে করা হচ্ছে। ফ্ল্যাট, সরু বেজেল দ্বারা বেষ্টিত স্ক্রিনটির ওপরে একটি পাঞ্চ-হোল কাটআউট দেখা যাবে। S23 Plus-এ ৬.৬ ইঞ্চির ডিসপ্লে থাকবে, যেখানে বেস মডেলটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.১ ইঞ্চির ফুল-এইচডি+ ডিসপ্লে দেখা যাবে। এই ফোনগুলিতে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং ১০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে৷ টেলিফটো ক্যামেরাটি সম্ভবত ৩x পর্যন্ত অপটিক্যাল জুম সাপোর্ট করবে।

এছাড়া, সেলফির জন্য স্ট্যান্ডার্ড এবং প্লাস মডেলটিতে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করবে। ডিভাইসগুলিতে সর্বাধিক ২৫৬ জিবি অভ্যন্তরীণ স্টোরেজ এবং ৮ জিবি/১২ জিবি র‍্যাম পাওয়া যেতে পারে। এগুলি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ওয়ান ইউআই ৫.০ (One UI 5.0) কাস্টম স্কিনে রান করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *