Samsung Galaxy S23 সিরিজের ফোনে এল প্রয়োজনীয় আপডেট, পাবেন 2X জুম মোডের সুবিধা

জানুয়ারিতে Samsung যখন Galaxy S23 সিরিজের ফোন লঞ্চ করেছিল, তখন ক্যামেরা অ্যাপে ১এক্স, ৩এক্স এবং ১০এক্স (আল্ট্রার ক্ষেত্রে) জুম টগল ছিল। তবে এখন এই ফ্ল্যাগশিপ…

জানুয়ারিতে Samsung যখন Galaxy S23 সিরিজের ফোন লঞ্চ করেছিল, তখন ক্যামেরা অ্যাপে ১এক্স, ৩এক্স এবং ১০এক্স (আল্ট্রার ক্ষেত্রে) জুম টগল ছিল। তবে এখন এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজের জন্য একটি নয়া আপডেট রোলআউট করা হয়েছে। যেখানে Samsung Galaxy S23 সিরিজের ফোনগুলির ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট অ্যাপে ডেডিকেটেড ২এক্স জুম টগল যুক্ত করা হয়েছে। পাশাপাশি এই আপডেটে আগস্ট মাসের সিকিউরিটির প্যাচ পাওয়া যাবে।

Samsung Galaxy S23 সিরিজে পাওয়া যাবে 2X জুম সাপোর্ট

নয়া আপডেটে গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোনগুলির ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট অ্যাপে ২এক্স জুম ক্রপ সহ বেশকিছু নয়া ফিচার যুক্ত করা হয়েছে। তবে এই ফিচারগুলি ব্যবহার করার জন্য ব্যবহারকারীদের আগস্টের পর আপডেটটি ডাউনলোড ও ইনস্টল করতে বলা হয়েছে।

প্রসঙ্গত জানিয়ে রাখি, নতুন ২এক্স জুম কোনো স্ট্যান্ডার্ড জুম মোড নয়। স্যামসাং এটির নাম দিয়েছে অপটিক্যাল কোয়ালিটি ক্রপ জুম, যা ইঙ্গিত দেয় যে এই মোড অপটিক্যাল জুমের মতো পারফরম্যান্স দেবে।

Samsung জানিয়েছে যে, তারা ২এক্স জুম অফার করার জন্য ইন-সেন্সর জুম প্রযুক্তি ব্যবহার করেছে। এই ইন-সেন্সর জুম প্রযুক্তি ডেডিকেটেড ৩এক্স এবং ১০এক্স সেন্সরগুলির মতো ভাল হবে বলে আশা করা হচ্ছে।