47000 টাকা পর্যন্ত কম দামে Samsung Galaxy S23 5G ফোন, ফ্লিপকার্ট নাকি অ্যামাজন থেকে কিনবেন

Flipkart নাকি Amazon থেকে Samsung Galaxy S23 5G কিনলে লাভ হবে

গত ২রা ফেব্রুয়ারি ভারতে আত্মপ্রকাশ করেছিল Samsung Galaxy S23 5G। ইতিমধ্যেই এই ফ্ল্যাগশিপ ফোনটি Flipkart এবং Amazon সহ প্রায় প্রত্যেকটি ই-কমার্স প্ল্যাটফর্মে কেনার জন্য উপলব্ধ। শুধু তাই নয়! আলোচ্য দুটি ই-কমার্স ওয়েবসাইটে হ্যান্ডসেটটিকে ভারী ডিসকাউন্ট এবং একাধিক লোভনীয় অফারের সাথে পাওয়া যাচ্ছে। যার দরুন ৯৫,৯৯৯ টাকা দামের Galaxy S23 সিরিজের এই রেগুলার মডেলের টপ-এন্ড ভ্যারিয়েন্টকে ৪৭,০০০ টাকা সাশ্রয় করে কিনে নিতে পারবেন আপনারা। তবে যেহেতু Flipkart এবং Amazon, উভয় প্ল্যাটফর্মই ডিসকাউন্টের পাশাপাশি এক্সচেঞ্জ বোনাস, ক্যাশব্যাক এবং ব্যাঙ্ক কার্ড অফার দিচ্ছে, সেহেতু কোন শপিং সাইটে সর্বাধিক সেরা ডিলের সাথে Samsung Galaxy S23 5G স্মার্টফোনটি উপলব্ধ তা এখন বিচার্য বিষয়। চলুন কোথা থেকে কিনলে সবথেকে কমে এই ফ্ল্যাগশিপ ফোনটি পকেটস্থ করা যাবে দেখে নেওয়া যাক।

Flipkart -এ Samsung Galaxy S23 5G স্মার্টফোনের উপর পাওয়া অফার

স্যামসাং গ্যালাক্সি এস২৩ ৫জি স্মার্টফোনের ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত টপ-এন্ড ভ্যারিয়েন্টের এমআরপি (MRP) ৯৫,৯৯৯ টাকা। কিন্তু এখন ফ্লিপকার্টের মাধ্যমে ফোনটিকে আপনারা ফ্লাট ১৬% বা ১২,০০০ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। যার পর, এটিকে ৭৯,৯৯৯ টাকার বিনিময়ে কেনা যাবে।

অন্যান্য অফারের কথা বললে, Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ১০% ছাড় মিলবে। Flipkart Axis ব্যাঙ্ক কার্ড-হোল্ডাররা ৫% ক্যাশব্যাক পেয়ে যাবেন। আবার HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে ইএমআই ট্রানজ্যাকশন করলে ফ্লাট ৫,০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট হস্তগত করা যাবে। আর যেসকল ক্রেতারা পুরানো প্রজন্মের Galaxy S22 আপগ্রেড করে এই নতুন স্মার্টফোনটি কিনবেন তাদের ৩৫,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস অফার করা হবে। যদিও নির্বাচিত কিছু মডেলের ক্ষেত্রে অতিরিক্ত ভাবে আরো ৮,০০০ টাকার অর্থাৎ মোট ৪৩,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু দেওয়া হবে বলে জানিয়েছে ফ্লিপকার্ট।

Amazon -এ Samsung Galaxy S23 5G স্মার্টফোনের উপর পাওয়া অফার

অ্যামাজনে স্যামসাং গ্যালাক্সি এস২৩ ৫জি স্মার্টফোনকে, ফ্লিপকার্টের ন্যায় ফ্লাট ১৬% ছাড়ের সাথে ৭৯,৯৯৯ টাকায় তালিকাভুক্ত করা হয়েছে। যদিও ব্যাঙ্ক অফার ভিন্ন থাকছে। যেমন, HDFC ব্যাঙ্কের ক্রেডিট এবং ডেবিট কার্ড ব্যবহার করে ট্রানজ্যাকশন করার ক্ষেত্রে ফ্লাট ৫,০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে। HSBC ব্যাঙ্কের কার্ড ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ৫% বা ২৫০ টাকা পর্যন্ত ছাড় মিলবে। আবার Citi Union ব্যাঙ্কের মাস্টারকার্ড ডেবিট কার্ড হোল্ডাররা ১০% বা ২৫০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন।

ফ্লিপকার্টের তুলনায়, অ্যামাজনে ফোনটির সাথে কম এক্সচেঞ্জ ভ্যালু অফার করা হচ্ছে। এক্ষেত্রে পুরোনো হ্যান্ডসেট পরিবর্তন করলে আপনারা ২৫,০৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পাবেন। তবে টাকার পরিমাণ নির্ভর করবে পুরোনো হ্যান্ডসেটের বাহ্যিক তথা অভ্যন্তরীণ অবস্থা এবং মডেল নম্বরের উপর।

Samsung Galaxy S23 5G -এর স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এস২৩ ৫জি ফোনে আছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস ২ প্রোটেকশন সহ ৬.১-ইঞ্চির ফুল এইচডি প্লাস ডায়নামিক AMOLED ২এক্স ডিসপ্লে। এই ডিসপ্লে – ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। যদিও এই রিফ্রেশ রেট ৪৮ হার্টজ পর্যন্ত কমানো যাবে। আবার গেম মোডে ডিভাইসের টাচ স্যাম্পলিং রেট থাকবে ২৪০ হার্টজ। উন্নত পারফরম্যান্সের জন্য ফোনে কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর থাকছে। এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ওয়ানইউআই ৫.১ (OnUI 5.1) কাস্টম স্কিন দ্বারা চালিত। ডিভাইসে ৮ জিবি র‌্যাম ও সর্বাধিক ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে। জল ও ধুলো প্রতিরোধের জন্য ডিভাইসটি IP68 রেটিং প্রাপ্ত।

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy S23 5G ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল – এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৩এক্স অপটিক্যাল জুম সহ ১০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা।

অন্যদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এফ/২.২ অ্যাপারচার ও ৮০-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য মিলবে ৩,৯০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, যা ২৫ ওয়াট ওয়্যার্ড ও ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। প্রসঙ্গত এই ফোনে ওয়্যারলেস পাওয়ারশেয়ার (Wireless PowerShare) ফিচার উপস্থিত, যা অন্যান্য ফোনকেও চার্জ করতে সাহায্য করবে।