Realme X9 ও X9 Pro নির্ধারিত সময়ের আগেই বাজারে আসছে, জেনে নিন স্পেসিফিকেশন

ঘনঘন স্মার্টফোন লঞ্চ করার ক্ষেত্রে Realme নিঃসন্দেহে অন্যান্য স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থার চেয়ে অনেক কদম এগিয়ে। তবে শুধু সংখ্যায় বেশি বলে নয়, যে ভাবে সাধ্যের মধ্যে তারা ফ্ল্যাগশিপ ফিচারযুক্ত ডিভাইস বাজারে আনছে, তা সত্যিই প্রশংসনীয়। এরই মধ্যে গত বছর বাজেটের মধ্যে ফ্ল্যাগশিপ গ্রেড স্পেকস-সহ আসা Realme X7 এর সাক্সেসর Realme X9 সিরিজ নানা সার্টিফিকেশন সাইটে পৌঁছে গেছে। ফলে প্রত্যাশার চেয়েও তাড়াতাড়ি Realme X9 সিরিজ লঞ্চ হবে বলে আশা করা যায়।

Realme X9 কে দেখা গেল 3CC ও TENAA সার্টিফিকেশন সাইটে

3C ও TENAA-তে আবির্ভুত হওয়া RMX3361 মডেল নম্বরটি Realme X9 স্মার্টফোনের বলে টেকমহল মনে করছে। সাইটগুলির লিস্টিং অনুযায়ী, রিয়েলমি এক্স৯ হ্যান্ডসেটে ৬.৪৩ ইঞ্চি ডিসপ্লে থাকবে। ফাস্ট চার্জিং সাপোর্ট সহ এতে ৪,২০০ এমএএইচ ব্যাটারি দেখা যাবে। রিয়েলমি এক্স৭ এর দৈর্ঘ্যxপ্রস্থxউচ্চতা = ১৫৯.২x৭৩.৫x৮.০ মিমি।

Realme X9 Pro রাশিয়ার EEC সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল

Realme X9 সিরিজের আরও একটি ডিভাইস Realme X9 Pro কে রাশিয়ার EEC-তে RMX3381 মডেল নম্বর-সহ স্পট করা হয়েছে।

রিয়েলমি এক্স৯ প্রো ৬.৫৫ ইঞ্চি সুপার অ্যামোলেড কার্ভড ডিসপ্লে সহ আসতে পারে। ফটোগ্রাফির জন্য, ফোনে ৫০ মেগাপিক্সেল Sony IMX766 প্রাইমারি লেন্স + ১৬ মেগাপিক্সেল IMX481 আল্ট্রা-ওয়াইড সেন্সর, এবং ২ মেগাপিক্সেল মনোক্রম সেন্সর থাকতে পারে।

এছাড়া রিয়েলমি এক্স৯ প্রো-তে স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর, ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ৪,৫০০ এমএএইচ ব্যাটারি, এবং ৬৫ ওয়াট সুপারভোক ২.০ ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন