Categories: Mobiles

Samsung-এর ‘Ultra’ প্রিমিয়াম ফোনে পুরো 60 হাজার টাকার ছাড়! এখন না কিনলে কবে কিনবেন?

Samsung Galaxy S23 Ultra price cut: প্রিমিয়াম স্মার্টফোন সেগমেন্টে আইফোন যেমন সমাদৃত, তেমনই জনপ্রিয় Samsung-এর ‘S’ সিরিজের ‘Ultra’ স্মার্টফোনগুলি। সেক্ষেত্রে আপনি যদি অভিজাত অনুভূতি পেতে এবং শক্তিশালী ফিচার ব্যবহার করতে এই হাই-এন্ড অ্যান্ড্রয়েড হ্যান্ডসেট কেনার কথা দীর্ঘদিন ধরে ভেবে থাকেন তাও আবার সস্তা অফারে, তাহলে আপনার সেই ইচ্ছে এখন পূরণ করবে Flipkart। আসলে বর্তমানে ই-কমার্স প্ল্যাটফর্মটিতে Samsung Galaxy S23 Ultra নামক জনপ্রিয় ফোনটি পুরো 60 হাজার টাকার ফ্ল্যাট ডিসকাউন্টে বিক্রি হচ্ছে, সাথে আছে ব্যাঙ্ক অফার এবং আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার কাজে লাগানোর বিকল্পও।

আগের চেয়ে অনেক সস্তায় মিলছে Samsung Galaxy S23 Ultra

স্যামসাং গ্যালাক্সি এস23 আল্ট্রা ফোনের 12 জিবি ও 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের লঞ্চ প্রাইস ছিল 1,49,999 টাকা, তবে এখন ফ্লিপকার্টের অফারে এটি 89,999 টাকায় বিক্রি হচ্ছে। এক্ষেত্রে পেমেন্টের নির্বাচিত ব্যাঙ্ক কার্ড ব্যবহার করা হলে 5% ক্যাশব্যাক থেকে শুরু করে 3,500 টাকা পর্যন্ত এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবেন। আবার যদি পুরোনো ফোনের বদলে এই প্রিমিয়াম স্যামসাং স্মার্টফোনটি অর্ডার করা হয়, তাহলে 59,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস মিলবে (শর্তাবলি প্রযোজ্য)। মানে, সব মিলিয়ে এটি 80 হাজার টাকার কমেই হাতের মুঠোয় পাওয়া যেতে পারে।

Samsung Galaxy S23 Ultra-র স্পেসিফিকেশন

এক বছর আগে লঞ্চ হওয়া স্যামসাং গ্যালাক্সি এস23 আল্ট্রা ফোনে 120 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত 6.8 ইঞ্চি কিউএইচডি+ ডায়নামিক অ্যামোলেড 2এক্স ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন জেন 2 প্রসেসর, যার সাথে 12 জিবি র‍্যাম ও 512 জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ মিলবে। এদিকে পাওয়ার ব্যাকআপের জন্য এটি 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে 5,000 এমএএইচ ব্যাটারি ব্যবহার করতে দেবে। আবার ফটোগ্রাফির জন্য এই প্রিমিয়াম ফোনটিতে পাবেন 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ।

উল্লেখ্য, এই হাই-এন্ড স্যামসাং হ্যান্ডসেটটিতে স্টাইলাস সাপোর্টও দেওয়া হয়েছে। এমনকি তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য আছে ভেপার কুলিং চেম্বারও। এটি গ্রিন, ক্রিম এবং ফ্যান্টম ব্ল্যাক – তিনটি রঙে কেনা যাবে।

আগেও ফোনটিতে অবিশ্বাস্য অফার দিয়েছিল Flipkart

কোনো উপলক্ষ থাক বা না থাক, ফ্লিপকার্ট এমনিতে প্রায়ই ইলেকট্রনিক্স ডিভাইসে সাশ্রয়ী অফার দেয়, যে কারণে ক্রেতামহলে তাদের অত্যন্ত জনপ্রিয়তা লক্ষ্য করা যায়। সেক্ষেত্রে এই প্রথমবার নয়, বরঞ্চ চলতি বছরের জানুয়ারীতে নতুন Samsung Galaxy S24 সিরিজ লঞ্চ হওয়ার পর স্যামসাং গ্যালাক্সি এস23 আল্ট্রা ফোনটিকে 74,999 টাকায় বিক্রির জন্য তালিকাভুক্ত করেছিল সংস্থাটি, যা দেখে অনেকেই তা হাতে পেতে তৎপর হন। কিন্তু পরমুহূর্তেই তাদের অর্ডার ক্যান্সেল হয়ে যায় এবং ফ্লিপকার্ট, অর্ডারকারীদের বিষয়টির জন্য ক্ষমা চেয়ে 2,000 টাকার গিফ্ট কার্ড অফার করে।

Anwesha Nandi

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

24 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

30 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

39 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

50 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago