iPhone 14 Pro Max কে হারিয়ে বিশ্বের সেরা ফোনের তকমা পেল Samsung Galaxy S23 Ultra

যারা বেশি ব্যবহার করেও হাই-পারফরম্যান্স প্রদানকারী ডিভাইস কিনতে আগ্রহী তাদের জন্য সর্বোত্তম বিকল্প হল Samsung Galaxy S23 Ultra

জনপ্রিয় রিভিউ সাইট ‘ইন ডেপথ টেক রিভিউস’ (In Depth Tech Reviews) সম্প্রতি তিনটি সেরা ফ্ল্যাগশিপ ডিভাইসকে নিয়ে একটি পারফরম্যান্স টেস্টের আয়োজন করেছিল। পরীক্ষা শেষে তারা জানিয়েছে Samsung Galaxy S23 Ultra, প্রতিদ্বন্দ্বী Apple iPhone 14 Pro Max এবং Google Pixel 7 Pro কে পারফরম্যান্সের বিচারে পিছনে ফেলেছে। এই পারফরম্যান্স টেস্টে উল্লেখিত ডিভাইস-ত্রয়ীর – স্পিড, ব্যাটারি লাইফ এবং তাপীয় কর্মক্ষমতা বা থার্মাল পারফরম্যান্স দেখা হয়‌। যার জন্য ফোনগুলিকে একটানা ৩০-মিনিট ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছিল। শুধু তাই নয়, ধারাবাহিকভাবে Microsoft Teams -এ মিটিং করা, P2P মোডে 4K রেজোলিউশনের ইউটিউব ভিডিও চালানো, নেভিগেশন সহ Google Maps অ্যাপ দীর্ঘক্ষণ সক্রিয় রাখা এবং Asphalt 9 গেম খেলাও হয়েছিল।

দেখা যায়, স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা কোনো সমস্যা ছাড়াই সম্পূর্ণ পারফরম্যান্স পরীক্ষা সম্পন্ন করেছে। যেখানে অ্যাপল আইফোন ১৪ প্রো ম্যাক্স এবং গুগল পিক্সেল ৭ প্রো ফোন দুটির পারফরম্যান্স যথাক্রমে ১৯-মিনিট ও ১৪:২৪-মিনিট অতিক্রান্ত হতেই ধীর হতে শুরু করে। আবার গুগলের ডিভাইসটির পরীক্ষা চলাকালীন দু’বার নেটওয়ার্ক ড্রপ হয় এবং এটি একবার থার্মাল ওয়ার্নিং দেয়। অন্যদিকে অ্যাপলের লেটেস্ট আইফোনে অত্যাধিক ল্যাগিং ইস্যু ধরা পড়ে।

ডিসপ্লে বিভাগের নিরিখে, Apple iPhone 14 Pro Max মডেলটির ব্রাইটনেস ৪:২৮ মিনিটে ড্রপ করেছে। Google Pixel 7 Pro -এর ব্রাইটনেস ৫:২৪ মিনিটে হ্রাস পায়। আর বিজয়ী স্মার্টফোন Samsung Galaxy S23 Ultra -এর ব্রাইটনেস ড্রপ হয়েছিল ১১:০৫ মিনিটে।

আবার স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা স্মার্টফোনটির সর্বোচ্চ তাপমাত্রা ধরা পড়ে ৪৭.৪-ডিগ্রী সেলসিয়াস। অন্যদিকে আইফোন ১৪ প্রো ম্যাক্স -এর তাপমাত্রা দেখা যায় ৪৯.৫-ডিগ্রী সেলসিয়াস। অন্যান্য বিভাগে স্যামসাংয়ের ডিভাইসটি এগিয়ে থাকলেও, ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে সামান্য পিছিয়ে আছে। কেননা গ্যালাক্সি এস-সিরিজের হাই-এন্ড মডেলটি পরীক্ষা চলাকালীন সর্বোচ্চ অর্থাৎ ১০% ব্যাটারি ব্যবহার করেছে। বিপরীতে অ্যাপল বিকশিত আইফোনটি ৭% ব্যাটারি খরচ করেছে।

ব্যাটারি ব্যাকআপ ছাড়া উক্ত টেক পর্যালোচক সাইটটির পারফরম্যান্স টেস্টের প্রায় প্রত্যেকটি ধাপেই Samsung Galaxy S23 Ultra, প্রতিদ্বন্দ্বী ফ্ল্যাগশিপ মডেলগুলির তুলনায় সর্বাধিক ‘সুপিরিয়র পারফরম্যান্স’ এবং কোনও ল্যাগিং সমস্যা ছাড়াই দুর্দান্ত এক্সপেরিয়েন্স দিয়েছে।

অন্যদিকে, iPhone 14 Pro Max এবং Pixel 7 Pro প্রতিমুহূর্তে পারফরম্যান্স লেভেল বজায় রাখার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। যেমন, ভারী ইউসেজের সময়ে অ্যাপল ডিভাইসটির হাই-টেম্পারেচার রিডিং বারংবার অ্যালার্ট নোটিফিকেশন পাঠিয়েছে। অন্যদিকে সামগ্রিক পারফরম্যান্সের নিরিখে পিক্সেল ৭ প্রো স্মার্টফোনটি মাত্র ১৫ মিনিটের মধ্যেই প্রতিযোগিতা থেকে ছিটকে যায়। যদিও ঠান্ডা হওয়ার পরে গুগলের ফোনটিকে পুনরায় পারফরম্যান্স বুস্টের চেষ্টা করতে দেখা যায়। কিন্তু স্যামসাং মডেলের মতো পারফরম্যান্স-লেভেলে ধারাবাহিকতা বজায় রাখতে না পারায় পিক্সেল ৭ প্রো পরীক্ষায় ব্যর্থ হয়েছে।

অতএব ‘ইন ডেপথ টেক রিভিউ’ প্রদত্ত পারফরম্যান্স টেস্টের ফলাফল থেকে একটা বিষয় স্পষ্ট যে, যারা বেশি ব্যবহার করেও হাই-পারফরম্যান্স প্রদানকারী ডিভাইস কিনতে আগ্রহী তাদের জন্য সর্বোত্তম বিকল্প হল Samsung Galaxy S23 Ultra। কেননা আলোচ্য ডিভাইসটি প্রতিদ্বন্দ্বীদের তুলনায় – সর্বাধিক সেরা কার্যক্ষমতা অফার করার পাশাপাশি লো-টেম্পারেচার বজায় রাখা এবং পরিমিত ব্যাটারি পারফরম্যান্স সরবরাহ করতে সমর্থ হয়েছে।