1.25 লক্ষ টাকা দামের Samsung Galaxy S23 Ultra তৈরিতে খরচ 38,620 টাকা! চোখ কপালে তোলা তথ্য প্রকাশ্যে

স্যামসাং (Samsung) গত ফেব্রুয়ারিতে লঞ্চ করেছিল তাদের S23 সিরিজের হ্যান্ডসেটগুলি। এই সিরিজের সবচেয়ে প্রিমিয়াম মডেল হল Galaxy S23 Ultra, বর্তমানে ভারতের বাজারে যার মূল্য ১,২৫,০০০ টাকার কাছাকাছি। আর মার্কিন যুক্তরাষ্ট্রে এটির দাম ১,১৯৯ ডলার (প্রায় ৯৮,৭১০ টাকা) থেকে শুরু হয়। ফলে বর্তমান মূল্য থেকেই বোঝা যায় যে, বাজারে সবচেয়ে ব্যয়বহুল অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলির মধ্যে এটি একটি। কিন্তু, আপনি কি জানেন Galaxy S23 Ultra তৈরি করতে স্যামসাংয়ের কত খরচ হয়? শুনলে অবাক হবেন যে, ফোনটির উৎপাদন খরচ ৫০০ ডলার (প্রায় ৪১,২০০ টাকা)-এরও কম। আসুন এই প্রসঙ্গে সবিস্তারে জেনে নেওয়া যাক।

Galaxy S23 Ultra-এর বিক্রয় মূল্য উৎপাদন খরচের ১৫৪% বেশি

কাউন্টারপয়েন্ট রিসার্চ সামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা-এর বিল অফ ম্যাটেরিয়ালস (BoM) সম্বন্ধে গভীরভাবে অনুসন্ধান করেছে। তাদের দাবি, উপকরণের জন্য স্যামসাং এর ৪৬৯ ডলার (প্রায় ৩৮,৬২০ টাকা) খরচ হয়। এটি প্রারম্ভিক মডেলের খুচরো মূল্যের চেয়ে ১৫৪% কম৷ যদিও, উৎপাদন খরচ বিক্রয় মূল্যের থেকে যথেষ্ট কম, তবে ৪৬৯ ডলার বিওএম অন্যান্য ফোনের তুলনায় অনেকটাই বেশি। আর, মেটিরিয়াল বিলের ওপর ভিত্তি করে, প্রক্রিয়াকরণ এবং সেলুলাররের জন্য মোট বিলের ৩৫% খরচ হয়। যা কোয়ালকম (Qualcomm) সরবরাহ করে।

অন্যদিকে, ক্যামেরা এবং ডিসপ্লে উপাদানের মোট খরচ প্রায় ৩২%। কেসিং ৮% নেয়, যেখানে মেমরির জন্য মোট উৎপাদন খরচের ১১% ব্যয় হয়। আর স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা-এর অন্যান্য কম্পোনেন্টগুলির মোট উৎপাদন খরচের ১৫%। যার মধ্যে আছে পিসিবি, এমএলসিসি, ওয়াটারপ্রুফিং, ভাইব্রেশন মোটর এবং ফোনের অন্যান্য ফিচার। তবে, কাউন্টারপয়েন্ট রিসার্চ গ্যালাক্সি এস২৩ আল্ট্রা-এর অ্যাসেম্বলিং, টেস্টিং, সফ্টওয়্যার এবং অন্যান্য সম্পর্কিত খরচ সম্পর্কে সুস্পষ্ট তথ্য প্রদান করেনি। প্রসঙ্গত, কাউন্টারপয়েন্ট রিসার্চ টিএমটি (TMT) ইন্ডাস্ট্রির বিশ্বস্ত গ্লোবাল টেকনোলজি মার্কেট রিসার্চ সংস্থাগুলির মধ্যে অন্যতম। সুতরাং, এই রিপোর্টের বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহের অবকাশ নেই।

দেখাই যাচ্ছে, সবমিলিয়ে স্যামসাং Galaxy S23 Ultra-এ ব্যবহৃত সামগ্রীর জন্য মোট খরচ হয় ৪৬৯ ডলার। স্বাভাবিক ভাবেই প্রশ্ন ওঠে যে, এই পরিমাণ অর্থ কোথায় যাচ্ছে, এর পুরোটাই কি স্যামসাং তাদের পকেটে পুরছে? আসলে তা নয়। আগেই উল্লেখ করা হয়েছে, কাউন্টারপয়েন্ট রিসার্চ দ্বারা শেয়ার করা মেটিরিয়ালের বিলে ফোনের অন্যান্য দিকগুলিকে অন্তর্ভুক্ত করা হয়নি। এটি শুধুমাত্র Samsung Galaxy S23 Ultra-এর ভিতরে থাকা উপাদানগুলির মূল্য নির্ধারণ করেছে। তবে সফ্টওয়্যার, আস্যাম্বলিং, টেস্টিং, আইপিঅ্যান্ডআর এবং অন্যান্য সম্পর্কিত খরচগুলি সম্পর্কে কোনও তথ্যই উল্লেখ করেনি। যদিও, এই মুহূর্তে এটি সম্পর্কিত নির্দিষ্ট তথ্য জানা নেই, তবে Galaxy S23 Ultra-এর জন্য মোট খরচ অবশ্যই ৪৭৯ ডলারের চেয়ে বেশি হওয়া উচিত। আর স্যামসাং নিশ্চিতভাবে ডিভাইসটি বিক্রি করে ১৫৪% লাভ করছে না। পরিবর্তে, অনুমান করা যায় কোম্পানির লাভের পরিমাণ ১০০% এরও কম।

সেই কারণে, Galaxy S23 Ultra-এর উপাদানের এই বিল আপাতভাবে ভাবতে বাধ্য করতে পারে যে ফোনটি তৈরি করা সস্তা। তবে, উপকরণগুলি রিসোর্স করতে এবং ফোনের সকল দিকগুলি প্রস্তুত করতে কত অর্থ ব্যয় হতে পারে, সেটিও বিবেচনা করতে হবে৷ রিপোর্ট থেকে উঠে আসা তথ্য অনুযায়ী, স্যামসাং উৎপাদন খরচের সবচেয়ে বেশি শেয়ার কোয়ালকমকে দিচ্ছে, আর হয়তো এই কারণেই কোম্পানিটি নির্দিষ্ট অঞ্চলে পরবর্তী Galaxy S24 সিরিজের জন্য তাদের ইন-হাউস এক্সিনস ২৪০০ চিপসেট ব্যবহার করার পরিকল্পনা করছে। তবে এখনই এই বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না। তাই, স্যামসাং ভবিষ্যতের Galaxy S24 লাইনআপের জন্য কোয়ালকমের উপাদানগুলি পাওয়ার জন্যই সবচেয়ে বেশি খরচ করতে পারে।