এক্ষুনি হাতে পাবেন না iPhone 13 সিরিজ, তৃতীয়বারের জন্য পিছিয়ে গেল ডেলিভারির তারিখ

গত ১৪ সেপ্টেম্বর লেটেস্ট Apple iPhone 13 সিরিজের ফোনগুলিকে অফিসিয়ালি লঞ্চ করা হয় বিশ্ব বাজারে। এরপর ১৭ সেপ্টেম্বর থেকে বিভিন্ন দেশে এই নতুন ডিভাইসগুলির জন্য প্রি-অর্ডার নেওয়া শুরু হয়। কথা ছিল সেপ্টেম্বরের মধ্যেই সমস্ত প্রি-অর্ডারকারীদের কাছে তাদের পছন্দের আইফোন পৌঁছে দেওয়া হবে। সেই ভরসায় অ্যাপল ডিভাইস প্রেমীরাও তাদের নতুন আইফোন হাতে পাওয়ার জন্য এতদিন চাতকের ন্যায় বসেছিলেন। কিন্তু সে গুড়ে বালি! টেক জায়ান্টটি ক্রেতাদের অপেক্ষার দিন আরো বাড়িয়ে iPhone 13 সিরিজের ডেলিভারির তারিখ এই নিয়ে তৃতীয় বারের জন্য পিছিয়ে দিল।

আবারো পিছিয়ে গেল iPhone 13 সিরিজের মডেলগুলির ডেলিভারির তারিখ

Nikkei Asia- তাদের প্রতিবেদনে জানিয়েছে, ভিয়েতনামে কোভিড-১৯ সংক্রমণের আরেকটি ঢেউ আছড়ে পড়ার দরুন সাপ্লাই চাইনে ব্যাঘাত ঘটায় অ্যাপলকে বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিয়ে হয়েছে। আসলে, আইফোন ১৩ সিরিজের – iPhone 13, iPhone 13 mini, iPhone 13 Pro এবং iPhone 13 Pro Max মডেলের ক্যামেরা মডিউলের বিপুল সংখ্যক কম্পোনেন্ট পুঁজিত করে রাখা হয়েছিল ভিয়েতনামে। তবে করোনার বাড়বাড়ন্তে, এখন ভিয়েতনামের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে কাজ বন্ধ। ফলে, অ্যাপলের নেক্সট জেনারেশন আইফোনের ডেলিভারি পেতে ক্রেতাদের হয়তো প্রত্যাশার চেয়ে বেশি সময় অপেক্ষা করতে হবে।

জানিয়ে রাখি, প্রি-অর্ডারকারীদের জন্য iPhone 13 সিরিজের ফোনগুলিকে ২৪ সেপ্টেম্বর থেকে ডেলিভারি করা হবে বলে প্রথমে ঘোষণা করা হয়েছিল। তবে ব্যাপক চাহিদার কারণে iPhone 13 Pro এবং iPhone 13 Pro Max -এই দুটি মডেলের ডেলিভারির তারিখ কিছু দিন আগেই পরিবর্তন করে ৩০ সেপ্টেম্বর করে দেওয়া হয়।

অন্যদিকে, iPhone 13, iPhone 13 mini মডেল দুটি ২৭ সেপ্টেম্বর থেকে ক্রেতার ঠিকানায় পাঠানোর কথা ছিল, যদিও কম্পোনেন্টের অভাবে তা সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে, অক্টোবরের মাঝামাঝি বা শেষ সপ্তাহ পর্যন্ত আইফোনের শিপিং পিছিয়ে দেওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন