ইসরোর সাথে হাত মেলাল Oppo, আসছে NavIC ভিত্তিক মেসেজিং পরিষেবা

এবার, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO, চীনা স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা, Oppo-র সাথে একজোট হয়ে NavIC-(NAvigation with Indian Constellation) ভিত্তিক একটি নতুন মেসেজিং পরিষেবা চালু করার পথে এগোলো। সূত্রের খবর অনুযায়ী, এই বিষয়ক একটি চুক্তিপত্রেও স্বাক্ষর করেছে দুই সংস্থা। যারা NavIC সম্পর্কে অবগত নয়, তাদের জন্য জানিয়ে রাখি, NavIC মূলত ভারতের একটি আঞ্চলিক স্বায়ত্তশাসিত স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম।

চুক্তির শর্ত অনুসারে, ইসরো এবং ওপ্পো, NavIC-ভিত্তিক সংক্ষিপ্ত মেসেজিং পরিষেবা প্রদানের জন্য একটি নতুন অ্যাপ্লিকেশন তৈরি করতে চলেছে। এই দ্রুত, ব্যবহার উপযোগী, এন্ড-টু-এন্ড অ্যাপ্লিকেশন-বিশিষ্ট সমাধান পরিষেবা তৈরি করার উদ্দেশ্যে, এই দুই সংস্থা, NavIC মেসেজিং এর প্রযুক্তিগত তথ্যগুলি নিজেদের মধ্যে আদানপ্রদান করবে বলেও জানা গিয়েছে।

উক্ত পরিষেবাটি মূলত দেশীয় মোবাইল ব্যবহারকারীদের স্বার্থের কথা মাথায় রেখেই বাজারে চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে সংস্থার তরফে দাবি করা হয়েছে। পাশাপাশি, উল্লিখিত চুক্তিটির মাধ্যমে, ওপ্পো ভারতের প্রতি তাদের প্রতিশ্রুতি এবং ‘আত্মনির্ভর ভারত’ কর্মসূচীর প্রতি কোম্পানির ইতিবাচক মনোভাব ও সক্রিয় অংশগ্রহণকেও সুনিশ্চিত করেছে।

NavIC দ্বারা প্রদত্ত মেসেজিং পরিষেবাটি সম্ভবত নানা দুর্গম এলাকায়, বিশেষত মহাসাগর বা তেমনই কোনো যোগাযোগ বিচ্ছিন্ন অঞ্চলে জীবনের নিরাপত্তা সংক্রান্ত সতর্কতা সম্প্রচার করবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, NavIC, সমগ্র ভারতীয় মূল ভূখণ্ড এবং তার বাইরেও প্রায় ১,৫০০ কিমি পর্যন্ত এলাকা জুড়ে বিস্তৃত।

‘ইসরো’র চেয়ারম্যান তথা মহকাশ বিভাগের সেক্রেটারি, ডক্টর কে সিভান (Dr K Sivan), NavIC-এর অ্যাপ্লিকেশনটি ফিচার করার জন্য ওপ্পোর প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। এমনকী, তিনি ভবিষ্যতে কোম্পানিটির সমস্ত আসন্ন পণ্যগুলিতে NavIC প্রযুক্তি ব্যবহারের আর্জিও জানান।

অন্যদিকে, Oppo India-র ভাইস প্রেসিডেন্ট, শ্রী তসলিম আরিফ (Mr. Tasleem Arif), এবিষয়ে মন্তব্য করেন, “আমরা NavIC অ্যাপ্লিকেশনকে আরও শক্তিশালী করে তোলার উদ্দেশ্যে ISRO-র সাথে সহযোগিতা করতে পেরে আনন্দিত। আমাদের সাম্প্রতিক চুক্তির শর্ত অনুসারে, আমরা রিসার্চ ও ডেভেলপিং (R&D) টিম দ্বারা NavIC অ্যাপ্লিকেশন ব্যবহারকারীদের একটি বাধাবিহীন অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে ISRO-কে সবরকম সহায়তা করবো। ‘মেক ইন ইন্ডিয়া’র প্রতি আমাদের দৃষ্টিভঙ্গির সাথে সঙ্গতি রেখেই, Oppo-তার প্রতিযোগিতামূলক, অভিজ্ঞ R&D টিমের সাথে মিলে পণ্যটিকে আরও বেশী স্কেল করার জন্য বিনিয়োগ করবে।” তিনি আরও জানান, সমস্ত ব্যবহারকারী ও সর্বোপরি, সরকার তথা গোটা দেশের স্বার্থেই, নতুন নতুন আবিষ্কার ও প্রযুক্তি দক্ষতার মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব তৈরিতে বদ্ধপরিকর থাকবে Oppo।