Categories: Mobiles

Samsung Galaxy S24 FE গিকবেঞ্চে 12 জিবি র‍্যাম ও Exynos 2400 প্রসেসর সহ লিস্টেড হল

স্যামসাং (Samsung) বর্তমানে তাদের আসন্ন ডিভাইসগুলির লঞ্চ নিয়ে রীতিমতো ব্যস্ত। দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি তাদের পরবর্তী প্রজন্মের Galaxy Z সিরিজের ফোল্ডেবল স্মার্টফোনগুলির পাশাপাশি Samsung Galaxy Ring ও Samsung Galaxy স্মার্টওয়াচের মতো নতুন ওয়্যারেবল এবং Samsung Galaxy Buds 3 সিরিজের ইয়ারবাডের মতো একাধিক ডিভাইস তাদের পরবর্তী গ্যালাক্সি আনপ্যাকড (Samsung Galaxy Unpacked) ইভেন্টে লঞ্চ করতে চলেছে, যা আগামী ১০ জুলাই অনুষ্ঠিত হবে বলে শোনা যাচ্ছে। অন্যদিকে, Samsung Galaxy S24 FE ফোনটির আগমন নিয়েও জল্পনা শোনা যাচ্ছে। আর এখন এই Fan Edition-এর স্মার্টফোনটি গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে, যা এর র‍্যাম ক্ষমতা এবং অপারেটিং সিস্টেমের সাথে প্রসেসর সম্পর্কেও বিশদ তথ্য প্রকাশ করেছে।

Samsung Galaxy S24 FE ফোনকে দেখা গেল Geekbench বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে

Samsung Galaxy S24 FE ফোনটি SM-S721B মডেল নম্বর সহ গিকবেঞ্চে উপস্থিত হয়েছে, যা এই বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মের সিঙ্গেল-কোর টেস্টে ২,০৪৭ পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে ৬,২৮৯ পয়েন্ট স্কোর করেছে। লিস্টিংটি প্রকাশ করেছে যে, এই হ্যান্ডসেটে ব্যবহৃত প্রসেসরটিতে ১০-কোর সিপিইউ সেটআপ এবং s5e9945 মাদারবোর্ড আইডি রয়েছে, যা নিশ্চিত করে যে এটি স্যামসাংয়ের নিজস্ব এক্সিনস ২৪০০ প্রসেসর দ্বারা চালিত।

তবে, এটি স্ট্যান্ডার্ড স্যামসাং গ্যালাক্সি এস২৪ ফোনের তুলনায় এক্সিনস ২৪০০ফোনের একটি বিচ্ছিন্ন সংস্করণ বলে মনে করা হচ্ছে। Samsung Galaxy S24 FE ফোনে প্রাইম কর্টেক্স-এক্স৪ কোরটি ৩.১১ গিগাহার্টজ গতিতে চলে, যা স্ট্যান্ডার্ড এক্সিনস ২৪০০ চিপের ৩.২১ গিগাহার্টজের থেকে সামান্য কম। তবে এতে গ্রাফিক্সের জন্য একই এক্সক্লিপস ৯৪০ জিপিইউ থাকবে।

এটি নির্দেশ করে যে, Samsung Galaxy S24 FE মডেলে একটি টোন-ডাউন করা Exynos 2400 প্রসেসর ব্যবহার করা হচ্ছে, যা এর কম ক্লক স্পিড থেকেই স্পষ্ট। Samsung Galaxy S23 FE ফোনের টপ-এন্ড মডেলে ৮ জিবি র‍্যাম পাওয়া যায়, সেখানে Galaxy S24 FE ফোনের চিপটি ১২ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫এক্স র‍্যামের সাথে যুক্ত থাকবে বলে জানা গেছে। এছাড়া, Samsung Galaxy S24 FE হ্যান্ডসেটে ২৫৬ জিবি স্টোরেজ মডেলটি ইউএফএস ৪.০ প্রযুক্তি সাপোর্ট করবে, আর ১২৮ জিবি স্টোরেজ সংস্করণগুলি ইউএফএস ৩.১-এর মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে।

এছাড়া, Samsung Galaxy S24 FE মোবাইলটির অন্যান্য সম্ভাব্য স্পেসিফিকেশনগুলির মধ্যে রয়েছে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে এবং Samsung Galaxy S24 ও Galaxy S23 FE ফোনের মতোই একটি ক্যামেরা সিস্টেম। ফোনটি পূর্বসূরির মতো ডিজাইন এবং ৪,৫০০ এমএএইচ ব্যাটারি, ২৫ ওয়াট ফাস্ট চার্জিং এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ আসতে পারে। যদিও Samsung Galaxy S24 FE সর্ম্পকে খুব বেশি কিছু এখনও জানা যায়নি, তবে আগামী দিনে আরও তথ্য সামনে আসবে বলে আশা করা হচ্ছে।

Ananya Sarkar

Recent Posts

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর দুই দলের, পেনাল্টির পর সাডেন ডেথে জয় ছিনিয়ে নিল মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

13 mins ago

Rohit Sharma: শচীনের বড় রেকর্ড ভাঙার দোড়গোড়ায় হিটম্যান, বিশ্বের সেরা ওপেনার হওয়ার সুযোগ রোহিতের

ওপেনার হিসেবে ভারতীয় দলের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড শচীন তেন্ডুলকারের দখলে। ওপেনিংয়ে নেমে মোট…

57 mins ago

Realme GT 7 Pro: ক্যামেরা থেকে শুরু করে ডিসপ্লে, চমকে দেওয়া ফোন আনছে রিয়েলমি

Realme GT 7 Pro ফোনটিকে বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে সংস্থা। লঞ্চের আগে এখন এই…

1 hour ago

টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার হতে চলেছে ৬ দিনের টেস্ট, কোন দুটি দল খেলবে? কবে ম্যাচ

বর্তমানে নিউজিল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে ৬ ম্যাচের মধ্যে ৩ ম্যাচে জয় তুলে নিয়ে…

2 hours ago

Maruti Suzuki-র বড় ঘোষণা, আসছে নতুন প্রযুক্তির গাড়ি, তেল ছাড়াই ছুটবে 550 কিমি

Maruti Suzuki অনেকদিন ধরেই eVX কোডনেমের একটি ইলেকট্রিক গাড়ির উপর কাজ করছে৷ যার কনসেপ্ট ভার্সন…

3 hours ago

ডার্বি বাতিলের পর‌ এবার নবাবের শহরে চ্যারিটি ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান, খেলা হবে এই ক্রিকেট স্টেডিয়ামে

এই বছর ডুরান্ড কাপের গ্ৰুপ পর্বে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু আরজি…

3 hours ago