Mobiles

Samsung এবার কম দামে ফ্ল্যাগশিপ ফোন আনছে, ক্যামেরার প্রেমে পড়বেন ক্রেতারা

দীর্ঘদিন ধরেই স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ এস সিরিজের পরবর্তী ফ্যান এডিশন বা এফই মডেলটিকে নিয়ে জল্পনা শোনা গেলেও, নিশ্চিত তথ্যের অভাব ছিল। তবে এখন স্যামসাংয়ের অফিসিয়াল ফরাসি ওয়েবসাইটে স্যামসাং গ্যালাক্সি এস২৪ এফই ফোনের একটি সাপোর্ট পেজ দেখা গেছে। যদিও লিস্টিংটি ন্যূনতম বিবরণ সরবরাহ করেছে, তবে এটি ফোনের অস্তিত্বের নিশ্চিতকরণ হিসাবে কাজ করে। আসুন আপকামিং স্যামসাং গ্যালাক্সি এস২৪ এফই সম্পর্কে কি কি তথ্য উঠে এসেছে, আসুন জেনে নেওয়া যাক।

প্রকাশ্যে এল স্যামসাং গ্যালাক্সি এস২৪ এফই ফোনের সাপোর্ট পেজ

স্যামসাংয়ের ফ্রেঞ্চ ওয়েবসাইটের সাপোর্ট পেজ থেকে জানা গেছে যে, এসএম-এস৭২১বি মডেল নম্বর উল্লেখ করে, যা স্যামসাং গ্যালাক্সি এস২৪ এফই-এর গ্লোবাল মডেল হবে বলে মনে করা হচ্ছে। এটি ইঙ্গিত করছে যে স্যামসাংয়ের পরবর্তী ফ্যান এডিশনটি শীঘ্রই লঞ্চ হতে পারে, যদিও নির্দিষ্ট লঞ্চের তারিখ এখনও জানা যায়নি।

স্যামসাং গ্যালাক্সি এস২৪ এফই ফোনের স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

আগের রিপোর্ট অনুসারে, স্যামসাং গ্যালাক্সি এস২৪ এফই ফোনে স্যামসাংয়ের এক্সিনস ২৪০০ চিপসেটটি থাকবে, যা আগে ফ্ল্যাগশিপ স্যামসাং গ্যালাক্সি এস২৪ এবং স্যামসাং গ্যালাক্সি এস২৪ প্লাস মডেলেও ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ওয়ানইউআই ৬.১.১ কাস্টম স্কিনে চলবে বলে আশা করা হচ্ছে।

ডিজাইন সর্ম্পকে বললে, স্যামসাং গ্যালাক্সি এস২৪ এফই ফোনে তার পূর্বসূরির তুলনায় স্লিম প্রোফাইল ও বড় ডিসপ্লে থাকবে বলে জানা গেছে। তবে, ফোনের ডামি ইউনিটগুলিতে মোটামুটি লক্ষণীয় বেজেল দেখা গেছে, তবে লোয়ার বেজেল অপেক্ষাকৃত পুরু। ডামি আরও প্রকাশ করে যে, স্যামসাং গ্যালাক্সি এস২৪ এফই মডেলে এস২৪ সিরিজের অন্যান্য ফোনের মতো একটি ফ্ল্যাট সাইড ফ্রেম থাকবে। স্যামসাং চারটি কালারে ডিভাইসটি অফার করতে পারে – গ্রে, লাইট ব্লু, লাইট গ্রিন এবং ইয়েলো।

এছাড়াও শোনা যাচ্ছে যে, স্যামসাং গ্যালাক্সি এস২৪ এফই হ্যান্ডসেটে ৫০ মেগাপিক্সেলের আইএসওসেল এইচপি৩ সেন্সর থাকবে এবং এটি একটি ১০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্সের সাথে যুক্ত হবে৷ প্রাইমারি এবং টেলিফটো লেন্স উভয়ই অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সাপোর্ট করবে। তবে, স্যামসাং আনুষ্ঠানিকভাবে ডিভাইসটি উন্মোচন না করা পর্যন্ত এই তথ্যগুলি অনুমানের পর্যায়েই রয়েছে। সাপোর্ট পেজের উপস্থিতি নির্দেশ করেছে যে স্যামসাং গ্যালাক্সি এস২৪ এফই ফোনের লঞ্চ আসন্ন হতে পারে। স্যামসাংয়ের ট্র্যাক রেকর্ড দেখে আশা করা হচ্ছে যে, আগামী মাসে এটির সম্পর্কে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।

Ananya Sarkar

Recent Posts

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর দুই দলের, পেনাল্টির পর সাডেন ডেথে জয় ছিনিয়ে নিল মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

13 mins ago

Rohit Sharma: শচীনের বড় রেকর্ড ভাঙার দোড়গোড়ায় হিটম্যান, বিশ্বের সেরা ওপেনার হওয়ার সুযোগ রোহিতের

ওপেনার হিসেবে ভারতীয় দলের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড শচীন তেন্ডুলকারের দখলে। ওপেনিংয়ে নেমে মোট…

57 mins ago

Realme GT 7 Pro: ক্যামেরা থেকে শুরু করে ডিসপ্লে, চমকে দেওয়া ফোন আনছে রিয়েলমি

Realme GT 7 Pro ফোনটিকে বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে সংস্থা। লঞ্চের আগে এখন এই…

1 hour ago

টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার হতে চলেছে ৬ দিনের টেস্ট, কোন দুটি দল খেলবে? কবে ম্যাচ

বর্তমানে নিউজিল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে ৬ ম্যাচের মধ্যে ৩ ম্যাচে জয় তুলে নিয়ে…

2 hours ago

Maruti Suzuki-র বড় ঘোষণা, আসছে নতুন প্রযুক্তির গাড়ি, তেল ছাড়াই ছুটবে 550 কিমি

Maruti Suzuki অনেকদিন ধরেই eVX কোডনেমের একটি ইলেকট্রিক গাড়ির উপর কাজ করছে৷ যার কনসেপ্ট ভার্সন…

3 hours ago

ডার্বি বাতিলের পর‌ এবার নবাবের শহরে চ্যারিটি ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান, খেলা হবে এই ক্রিকেট স্টেডিয়ামে

এই বছর ডুরান্ড কাপের গ্ৰুপ পর্বে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু আরজি…

3 hours ago