Exynos 2400 প্রসেসর সহ বাজিমাত করতে আসছে Samsung Galaxy S24+, চব্বিশের প্রথমেই লঞ্চ

স্যামসাং আগামী বছরের প্রথমেই ফ্ল্যাগশিপপ Galaxy S24 সিরিজের স্মার্টফোন লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। এই লাইনআপে স্ট্যান্ডার্ড Galaxy S24, S24+ এবং S24 Ultra নামে তিনটি…

স্যামসাং আগামী বছরের প্রথমেই ফ্ল্যাগশিপপ Galaxy S24 সিরিজের স্মার্টফোন লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। এই লাইনআপে স্ট্যান্ডার্ড Galaxy S24, S24+ এবং S24 Ultra নামে তিনটি মডেল অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। এবার সিরিজটির সবচেয়ে হাই-এন্ড মডেল, Samsung Galaxy S24+ এর দক্ষিণ কোরিয়ান ভ্যারিয়েন্ট গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে উপস্থিত হয়ে নানা গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে।

Samsung Galaxy S24+ ফোনের দক্ষিণ কোরিয়ান ভার্সন দেখা গেল Geekbench সাইটে

অক্টোবরের শুরুর দিকে,স্যামসাং গ্যালাক্সি এস২৪ প্লাস মডেলটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর সহ গিকবেঞ্চ (GeekBench)-এ উপস্থিত হয়েছিল। আর এখন, স্যামসাং গ্যালাক্সি এস২৪ প্লাসের কোরিয়ান ভার্সন এক্সিনস ২৪০০ প্রসেসরের সাথে একই সাইটে হাজির হয়েছে। স্মার্টফোনের এই ভ্যারিয়েন্টের মডেল নম্বর SM-S926N। নন-কোরিয়ান মডেলের মতো, এটিও অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলবে।

বেঞ্চমার্ক ফলাফলের ক্ষেত্রে, গ্যালাক্সি এস২৪ প্লাস-এর এক্সিনস ২৪০০ ভ্যারিয়েন্ট সিঙ্গেল-কোর টেস্টে ২,০৪৫ পয়েন্ট এবং মাল্টি কোর টেস্টে ৬,৪০৬ পয়েন্ট অর্জন করেছে। জানিয়ে রাখি, গ্যালাক্সি এস২৪ প্লাস-এর মার্কিন ভ্যারিয়েন্ট সংশ্লিষ্ট টেস্টে ২,২৩৩ এবং ৬,৬৬১ পয়েন্ট পেয়েছে। ফলে দুটি মডেলের মধ্যে পারফরম্যান্সের তারতম্য রয়েছে। যদিও, কৃত্রিম বেঞ্চমার্ক টেস্ট কখনোই প্রসেসরের আসল কর্মক্ষমতাকে সম্পূর্ণরূপে তুলে ধরতে পারে না।

সাধারনত স্যামসাংয়ের এক্সিনস প্রসেসর কোয়ালকম চিপসেটের তুলনায় সামান্য হলেও কম শক্তিশালী হয়ে থাকে। যদিও, সেই ব্যবধান এখন ধীরে ধীরে কমছে। এছাড়াও লেটেস্ট গিকবেঞ্চ লিস্টিংয়ে Exynos 2400 প্রসেসরের ডেকা কোর আর্কিটেকচারের বিষয়ে উল্লেখ করা হয়েছে, যা আগের রিপোর্টের সাথে সামঞ্জস্যপূর্ণ। তবে, এই তথ্যগুলি ছাড়া গিকবেঞ্চথেকে Samsung Galaxy S24+ এর কোরিয়ান সংস্করণ সম্পর্কে আর কিছুই জানা যায়নি।