Categories: Mobiles

অবশেষে সামনে এল সেই কাঙ্খিত তারিখ, Samsung Galaxy S24, Galaxy S24+ এবং Galaxy S24 Ultra কবে লঞ্চ হবে

২০২৪ সালের প্রথম মাসেই আত্মপ্রকাশ করার কথা Samsung Galaxy S24 স্মার্টফোন সিরিজের। যদিও এখনো কোনো নির্দিষ্ট লঞ্চের তারিখ সামনে আসেনি। তবে মনে করা হচ্ছে, আসন্ন গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টেই উক্ত লাইনআপের উপর থেকে পর্দা সরানো হবে। এক্ষেত্রে এক টিপস্টার ইভান ব্লাস (Evan Blass) হালফিলে, আসন্ন গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টের লাইভ হওয়ার একটি কাউন্টডাউন ইমেজ ফাঁস করেছে অনলাইনে। যেখানে Galaxy S24 সিরিজেরও লঞ্চের তারিখ নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি এই সিরিজের অধীনে আসা – Samsung Galaxy S24, Galaxy S24+ এবং Galaxy S24 Ultra -এর রেন্ডারও সামনে এসেছে, যা ডিভাইসগুলির ডিজাইন এবং কালার বিকল্পের স্পষ্ট ধারণা দিয়েছে।

Samsung Galaxy S24 স্মার্টফোন সিরিজ লঞ্চের তারিখ প্রকাশ্যে এলো

টিপস্টার ইভান ব্লাস দ্বারা শেয়ার করা কাউন্টডাউন ইমেজ থেকে জানা গেছে, আসন্ন গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টটি ২৭ দিন এবং ১৭ ঘন্টার ব্যবধানে লাইভ হতে চলেছে৷ অর্থাৎ হিসেব করলে দেখা যাচ্ছে, দক্ষিণ কোরিয়া ভিত্তিক টেক জায়ান্টটি আগামী ১৮ই জানুয়ারি ভোর ৩টের (স্থানীয় সময়ে) সময়ে এই ইভেন্টটি লাইভ করবে। অতএব, ভারতীয়রা ১৭ই জানুয়ারী রাত ১১:৩০টা থেকে এই ইভেন্টের সরাসরি সম্প্রসারণ দেখতে পারবেন। ছবিটি আরও নিশ্চিত করেছে যে, এই ইভেন্টে লঞ্চ হতে চলা গ্যালাক্সি এস২৪-সিরিজের ফ্ল্যাগশিপ ফোনগুলি এআই চালিত হবে।

Samsung Galaxy S24 এবং Galaxy S24+ স্মার্টফোনের সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন

অফিসিয়াল রেন্ডার অনুসারে, স্ট্যান্ডার্ড স্যামসাং গ্যালাক্সি এস২৪ এবং তুলনায় উচ্চতর গ্যালাক্সি এস২৪+ স্মার্টফোন দুটি – অনিক্স ব্ল্যাক, মার্বেল গ্রে, কোবাল্ট ভায়োলেট, এবং অ্যাম্বার ইয়ালো কালার অপশনের সাথে আত্মপ্রকাশ করবে৷ এছাড়াও স্যামসাংয়ের আধিকারিক ওয়েবসাইটের (Samsung.com) মাধ্যমে যেসকল ক্রেতারা উল্লেখিত ফোনগুলি কিনবেন তারা অতিরিক্তভাবে – ব্লু, গ্রীন এবং অরেঞ্জ কালার বিকল্প চয়ন করার সুবিধা পেয়ে যাবেন বলেও জানা যাচ্ছে।

প্রকাশ্যে আসা রেন্ডার আরো নিশ্চিত করেছে যে, আসন্ন ফ্ল্যাগশিপ ফোনগুলি রাউন্ডেড কর্নারের সাথে আসবে। ডিভাইস দুটির ডান প্রান্তে – পাওয়ার বাটন এবং ভলিউম ব্রোকার থাকবে। আবার নিচের অংশে – ইউএসবি টাইপ সি পোর্ট, সিম কার্ড ট্রে, মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল দেখা যাবে। উক্ত দুটি ফোন সম্ভবত মেটাল বডি স্পোর্ট করবে।

এবার আসা যাক সম্ভাব্য ফিচারের প্রসঙ্গে। স্যামসাং গ্যালাক্সি এস২৪ এবং গ্যালাক্সি এস২৪+ স্মার্টফোন দুটি যথাক্রমে ৬.২-ইঞ্চি এবং ৬.৭-ইঞ্চি ফুল এইচডি প্লাস ডায়নামিক ফ্ল্যাট AMOLED পাঞ্চ হোল (কেন্দ্রীভূত) ডিসপ্লে প্যানেলের সাথে লঞ্চ হবে। এই ডিসপ্লে – সর্বোচ্চ ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং LTPO প্রযুক্তি সাপোর্ট করতে পারে। স্যামসাং, তাদের এই আপকামিং হ্যান্ডসেট দুটিকে আঞ্চলিক বাজারের উপর ভিত্তি করে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ অথবা এক্সিনস ২৪০০ প্রসেসর ভ্যারিয়েন্টের সাথে উপলব্ধ করবে। ছবি তোলার জন্য এগুলি – ৫০ মেগাপিক্সেলের ISOCELL GN3 প্রাইমারি সেন্সর + ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স + ৩এক্স অপটিক্যাল জুম সহ ১০ মেগাপিক্সেলের টেলিফটো শুটার যুক্ত ক্যামেরা সেটআপ অফার করবে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৪,০০০ এমএএইচ (স্ট্যান্ডার্ড) এবং ৪,৭০০ এমএএইচ (প্লাস ভ্যারিয়েন্ট) ব্যাটারি দেওয়া হতে পারে।

Samsung Galaxy S24 এবং Galaxy S24+ স্মার্টফোন দুটি যথাক্রমে ৮৯৯ ডলার (প্রায় ৬৬,৬০০ টাকা) ও ৯৯৯ ডলার (প্রায় ৮৩,২০০ টাকা) বিক্রয় মূল্যের সাথে লঞ্চ হবে বলে জানা গেছে৷

Samsung Galaxy S24 Ultra স্মার্টফোনের সম্ভাব্য দাম এবং স্পেসিফিকেশ

রেন্ডার অনুসারে সিরিজের টপ-এন্ড মডেল স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা স্মার্টফোন – টাইটানিয়াম গ্রে, টাইটানিয়াম ভায়োলেট, টাইটানিয়াম ইয়ালো এবং টাইটানিয়াম ব্ল্যাক কালের বিকল্পের সাথে আত্মপ্রকাশ করবে। তবে সংস্থার আধিকারিক ওয়েবসাইটের মাধ্যমে ডিভাইসটি কিনলে অতিরিক্তভাবে আরো তিনটি কালার চয়নের সুবিধা দেওয়া হবে।

ফাঁস হওয়া রেন্ডার আরও নিশ্চিত করেছে যে, স্যামসাং তাদের এই আপকামিং ফ্ল্যাগশিপ ফোনটি এস-পেন স্টাইলাসের সাথে লঞ্চ করবে। এক্ষেত্রে টিপস্টার ইভান ব্লাসের দাবি, রিটেল বক্সে অন্তর্ভুক্ত স্টাইলাস – সিলভার, লাইট ব্রাউন এবং গ্রীন কালারের হতে পারে। প্রসঙ্গত পূর্বে প্রকাশিত একটি রিপোর্টে, স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা স্মার্টফোনের দাম ১,১৯৯ ডলার (প্রায় ৯৯,৯০০ টাকা) রাখা হবে বলে উল্লেখ ছিল।

রেন্ডার ইমেজগুলি গ্যালাক্সি এস২৪-সিরিজের এই ‘আল্ট্রা’ মডেলের ফিচারও নিশ্চিত করেছে। জানা গেছে, আলোচ্য স্মার্টফোনটি ৬.৮-ইঞ্চির কোয়াড এইচডি প্লাস ফ্ল্যাট AMOLED ডিসপ্লে প্যানেল অফার করবে। সিরিজের অন্য দুটি মডেলের মতো এই ফোনটিও – সর্বোচ্চ ১২০ হার্টজ ভ্যারিয়েলবল রিফ্রেশ রেট এবং LTPO প্রযুক্তি সমর্থিত ডিসপ্লের সাথে আসবে। এতে লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর সমন্বিত থাকবে। আবার স্টোরেজ হিসাবে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ৫১২ জিবি রম পাওয়া যাবে।

ক্যামেরা বিভাগের কথা বললে, আসন্ন এই ফ্ল্যাগশিপ ফোন ২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স + ৩এক্স অপটিক্যাল জুম সহ ১০ মেগাপিক্সেল টেলিফোটো লেন্স + ৫এক্স অপটিক্যাল জুম সহ ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ শুটারের সাথে লঞ্চ হবে। আবার পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হতে পারে। ফোনটির ডানদিকে পাওয়ার বাটন এবং ভলিউম রকার অবস্থান করবে বলেও নিশ্চিত করা হয়েছে রেন্ডারে।

Subheccha Das Poddar

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

22 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

29 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

38 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

48 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago