Exynos নয়, শক্তিশালী স্ন্যাপড্রাগন প্রসেসর দিয়েই ভারতে এই ফোন আনছে Samsung

আগামী ১৭ জানুয়ারি Samsung Galaxy S24 সিরিজের অধীনে Galaxy S24, Galaxy S24 Plus, এবং Galaxy S24 Ultra নামে তিনটি ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ হতে চলেছে। গত…

আগামী ১৭ জানুয়ারি Samsung Galaxy S24 সিরিজের অধীনে Galaxy S24, Galaxy S24 Plus, এবং Galaxy S24 Ultra নামে তিনটি ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ হতে চলেছে। গত কয়েক মাস ধরে এই আসন্ন ফোনগুলির প্রায় সমস্ত স্পেসিফিকেশনই সামনে সামনে এসেছে। শোনা যাচ্ছে, দক্ষিণ কোরিয়ার ব্র্যান্ডটি গ্লোবাল মার্কেটে টপ-এন্ড Galaxy S24 Ultra মডেল Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসরের সাথে লঞ্চ করবে, যেখানে Samsung Galaxy S24 Plus এবং স্ট্যান্ডার্ড Galaxy S24 Exynos 2400-এর সাথে ভারত সহ নির্বাচিত কিছু দেশে লঞ্চ হবে। তবে এখন এক টিপস্টার দাবি করেছেন যে শুধুমাত্র স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টটি ভারতে Exynos 2400-এর সাথে আসবে।

Samsung Galaxy S24 Plus এবং Galaxy S24 Ultra ভারতে Snapdragon 8 Gen 3 প্রসেসর সহ আসবে

টিপস্টার তরুণ ভৎস তার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে একটি পোস্ট করে জানিয়েছেন যে, স্যামসাং গ্যালাক্সি এস২৪ প্লাস ভারতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩-এর সাথে লঞ্চ হবে। আর আগেই জানা গেছে যে, আল্ট্রা মডেলটি এই একই স্ন্যাপড্রাগন প্রসেসরের সাথে গ্লোবাল মার্কেটে প্রবেশ করবে। সুতরাং শুধুমাত্র স্ট্যান্ডার্ড স্যামসাং গ্যালাক্সি এস২৪ ফোনটি কোম্পানির ইন-হাউস এক্সিনস ২৪০০ চিপসেট সহ বিশ্ববাজারে পা রাখবে। তরুণ ভৎস আরও প্রকাশ করেছেন যে, প্লাস এবং আল্ট্রা উভয় মডেলই ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সহ আসবে।

টিপস্টারের মতে, স্যামসাং গ্যালাক্সি এস২৪ প্লাস-এর দাম ভারতে ১,০৪,৯৯৯ টাকা বা ১,০৫,৯৯৯ টাকা এবং আল্ট্রা ভ্যারিয়েন্টের মূল্য ১,৩৪,৯৯৯ টাকা বা ১,৩৫,৯৯৯ টাকা থেকে শুরু হবে। লঞ্চের তারিখ যত কাছাকাছি আসবে, আগামী সপ্তাহে স্যামসাং গ্যালাক্সি এস২৪ সিরিজের ডিভাইসগুলি সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে বলে আশা করা যায়।

উল্লেখযোগ্যভাবে, স্যামসাং স্পেসিফিকেশনের চেয়েও Samsung Galaxy S24 সিরিজের ‘জেনারেটিভ এআই’ ফিচারগুলির ওপর বেশি ফোকাস করেছে, যা সম্ভবত ডিভাইসগুলির বেশ কয়েকটি প্রধান ফাংশন উন্নত করতে ব্যবহার করা হবে। আগের একটি রিপোর্ট অনুসারে, স্যামসাং ‘জেনারেটিভ এআই’ দ্বারা চালিত ক্যামেরার জন্য একটি ‘এডিট’ ফিচার অন্তর্ভুক্ত করতে চলেছে, যেখানে ইউজাররা ফটো থেকে কোনও বস্তু বা ব্যক্তিকে সরিয়ে ফেলতে বা এডিট করতে সক্ষম হবেন।