দুর্ধর্ষ ডিসপ্লের সঙ্গে প্রচুর র‍্যাম, দিল খুশ করে দিতে আসছে Samsung Galaxy S24 Plus

স্যামসাং তাদের Galaxy S সিরিজের অধীনে পিওর ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করে থাকে। এই সিরিজে মূলত তিনটি মডেল অন্তর্ভুক্ত থাকতে দেখা যায়, যেগুলির মধ্যে সবচেয়ে প্রিমিয়াম…

স্যামসাং তাদের Galaxy S সিরিজের অধীনে পিওর ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করে থাকে। এই সিরিজে মূলত তিনটি মডেল অন্তর্ভুক্ত থাকতে দেখা যায়, যেগুলির মধ্যে সবচেয়ে প্রিমিয়াম হল Samsung Galaxy S Ultra। তবে লাইনআপে থাকা স্ট্যান্ডার্ড এবং Plus মডেল দুটি যথেষ্ট ভালো বিকল্প। কিন্তু বিগত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে যে, Galaxy S Plus বিভিন্ন ক্ষেত্রে সিরিজের অন্য দুই মডেলের তুলনায় কয়েক কদম পিছিয়ে থাকছে।

এটি সাধারণত বেসলাইন Galaxy S হ্যান্ডসেটের তুলনায় বড় স্ক্রিন এবং বড় ব্যাটারি অফার করে। তবে সৌভাগ্যক্রমে, স্যামসাং আসন্ন Galaxy S24 Plus-এর মাধ্যমে এই অবস্থার উন্নতি করতে কিছু কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যেই জানা গেছে যে এটি ডিসপ্লে আপগ্রেড পাবে। আর এখন, এক টিপস্টারের সৌজন্যে এই পরিবর্তনগুলি সম্পর্কে আরও বিশদ তথ্য প্রকাশ্যে এসেছে।

Samsung Galaxy S24 Plus-এ মিলবে একাধিক উল্লেখযোগ্য আপগ্রেড

টিপস্টার আইস ইউনিভার্স প্রাথমিকভাবে স্যামসাং গ্যালাক্সি এস২৪ প্লাস-এ আসা পরিবর্তনগুলি প্রকাশ করেছিলেন। এখন তিনি আরও কিছু বিবরণ নিয়ে হাজির হয়েছে। তার মতে, ডিভাইসটি ২কে ডিসপ্লে অফার করবে, যা তিনি ইতিমধ্যে জানিয়েছিলেন। আর আজ, তিনি বলেছেন যে এই কিউএইচডি+ স্ক্রিনটি স্যামসাং ডিসপ্লের হাই-এন্ড এম১৩ প্যানেল ব্যবহার করবে।

এরসাথেই তিনি যোগ করেছেন যে, গ্যালাক্সি এস২৪ প্লাস ফোনটি ৭.৭ মিলিমিটার স্লিম হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে, এটি ১২ জিবি র‍্যামের সাথে আসবে। জানিয়ে রাখি, বেশিরভাগ দেশে ২০১৯ সাল থেকে গ্যালাক্সি এস মডেলগুলি সর্বোচ্চ ৮ জিবি র‍্যাম অফার করে আসছে। তাই, ১২ জিবি র‍্যামের অন্তর্ভুক্তি একটি প্রয়োজনীয় আপগ্রেড হবে।

তবে এই সমস্ত পরিবর্তন সত্ত্বেও, Galaxy S24 Plus এখনও একই দামের সেগমেন্টের প্রতিদ্বন্দ্বী ডিভাইসগুলিকে টেক্কা দিতে পারবে কিনা, তা নিয়ে সন্দেহ থেকেই যায়। কারণ চীনা স্মার্টফোন নির্মাতারা একই রেঞ্জে ‘Ultra’ লেভেল ফিচার অফার করে।

কিন্তু বলতেই হবে, Samsung Galaxy S24 Plus তার পূর্বসূরিদের থেকে অনেকাংশেই ভালো হবে। কিন্তু ব্যাটারি লাইফ এবং থার্মাল পারফরম্যান্সের ক্ষেত্রে এটি কি কি উন্নতি নিয়ে আসে, তা জানার জন্য অপেক্ষা করতে হবে। কারণ, Samsung Galaxy S24 Plus বেশিরভাগ দেশে Exynos 2400 চিপসেটের সাথে লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে।