Samsung Galaxy S24 Ultra কি ক্যামেরায় টেক্কা দেবে iPhone 15 সিরিজকে? কি কি আপগ্রেড পেতে চলেছে

Samsung তাদের আগামী প্রজন্মের ফ্ল্যাগশিপ Galaxy S-সিরিজের স্মার্টফোনগুলির ওপর কাজ করছে বলে জানা গেছে। এই লাইনআপে স্ট্যান্ডার্ড Galaxy S24, Galaxy S24+ এবং Galaxy S24 Ultra-…

Samsung তাদের আগামী প্রজন্মের ফ্ল্যাগশিপ Galaxy S-সিরিজের স্মার্টফোনগুলির ওপর কাজ করছে বলে জানা গেছে। এই লাইনআপে স্ট্যান্ডার্ড Galaxy S24, Galaxy S24+ এবং Galaxy S24 Ultra- এই তিনটি মডেল অন্তর্ভুক্ত থাকবে। এই ফোনগুলি তাদের পূর্বসূরির তুলনায় বেশ কিছু ক্ষেত্রে আপগ্রেড নিয়ে আসতে আসবে বলে অনুমান করা হচ্ছে। তবে টপ-এন্ড Samsung Galaxy S24 Ultra-এর ক্যামেরা স্পেসিফিকেশন স্যামসাং অনুরাগীদের হতাশ করতে পারে। উন্নত বৈশিষ্ট্যের প্রত্যাশা থাকলেও এতে পূর্বসূরি Galaxy S23 Ultra-এ মতোই ২০০ মেগাপিক্সেলের ISOCELL HP2 সেন্সর থাকবে বলে আশা করা হচ্ছে। যদিও এটি বাজারে উপলব্ধ সর্বোচ্চ রেজোলিউশনের সেন্সর। তবে এটি সেন্সরের আকারে উৎকর্ষ সাধন করে না, যার ফলে মাঝে মাঝে ছবির ডার্ক অংশে হাই নয়েজের মতো সমস্যা দেখা দেয়। আসন্ন Samsung Galaxy S24 Ultra-এ একটি বৃহত্তর সেন্সরের ব্যবহার করা হবে বলে শোনা গেলেও, সাম্প্রতিক রিপোর্টগুলি নির্দেশ করেছে যে স্যামসাংয়ের আগামী দুই বছরে ক্যামেরা সেন্সরে কোনও আপগ্রেড করার পরিকল্পনা নেই।

Samsung Galaxy S24 Ultra এবং S25 Ultra ক্যামেরা সেন্সরের জন্য স্যামসাংয়ের পরিকল্পনা

বিখ্যাত টিপস্টার আইস ইউনিভার্সের একটি টুইট অনুযায়ী (যা এখন ডিলিট করে দেওয়া হয়েছে), স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা এবং সেইসাথে এর উত্তরসূরি, এস২৫ আল্ট্রা – উভয়েই প্রধান ক্যামেরা হিসাবে একই ২০০ মেগাপিক্সেল ISOCELL HP2 সেন্সর থাকবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও জানা গেছে যে, স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা-তে একটি আপগ্রেড ৫x টেলিফোটো ক্যামেরা থাকবে, তবে ৩x টেলিফটো ক্যামেরাটি অপরিবর্তিত থাকতে পারে। আর ১০x টেলিফটো ক্যামেরার সম্ভাব্য আপগ্রেড ফটোগ্রাফিতে আগ্রহী ব্যক্তিদের কিছুটা সন্তুষ্ট করতে পারে।

ডাচ প্রকাশনা গ্যালাক্সিক্লাব-এর একটি রিপোর্ট অনুসারে, আসন্ন স্যামসাং গ্যালাক্সি এস২৪ লাইনআপ তাদের সেলফি ক্যামেরার জন্য কোনও হার্ডওয়্যার আপগ্রেডও পাবে না। এগুলি পূর্ববর্তী এস২৩ লাইনআপে ব্যবহৃত ১২ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরাই অফার করবে বলে আশা করা হচ্ছে।

আবার স্যামমোবাইল-এর মতে, একই ক্যামেরা সেন্সর তিনটি প্রজন্মের এস-সিরিজের ফোনে ব্যবহার করার Samsung-এর পদক্ষেপটি এর আগেও S20 Ultra, S21 Ultra এবং S22 Ultra মডেলের ক্ষেত্রে দেখা গেছে। এই সবগুলোই ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার সেন্সর অফার করে। তবে, এই ধারাবাহিকতা স্যামসাংকে একটি অসুবিধায় ফেলতে পারে, বিশেষ করে যখন তাদের প্রতিদ্বন্দ্বীরা প্রতি বছরই তাদের ফ্ল্যাগশিপ মডেলগুলির ক্যামেরায় আপগ্রেড আনার চেষ্টা করছে।

জানিয়ে রাখি, Samsung এর প্রধান প্রতিদ্বন্দ্বী Apple তাদের আসন্ন iPhone 15 Pro Max-এ সনির ১/১.১৪ ইঞ্চির ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর অন্তর্ভুক্ত করবে বলে অনুমান করা হচ্ছে। তবে শোনা যাচ্ছে, এই নতুন সেন্সরের কার্যকারিতা ওপ্পো (Oppo), ভিভো (Vivo) এবং শাওমি (Xiaomi)-এর মতো চীনা সংস্থার দ্বারা ব্যবহৃত ১-ইঞ্চি Sony IMX989 সেন্সরের সমতুল্য। যদি এই তথ্য সঠিক হয়, তাহলে স্যামসাং ক্যামেরা স্পেসিফিকেশনের দিক থেকে শুধুমাত্র চীনা প্রতিযোগীদের থেকে নয়, অ্যাপলের মতো আন্তর্জাতিক প্রতিযোগীদেরও থেকেও পিছিয়ে পড়তে পারে। আর এমন পরিস্থিতি ইমেজিংয়ের ক্ষেত্রে স্যামসাংয়ের জন্য ইতিবাচক নয়।

ক্যামেরা বিভাগে সম্ভাব্য ত্রুটি থাকা সত্ত্বেও, Samsung Galaxy S24 Ultra মডেলের ডিসপ্লে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এছাড়াও, বৈদ্যুতিক গাড়ি (EV) দ্বারা অনুপ্রাণিত উদ্ভাবনী স্ট্যাকড ব্যাটারি প্রযুক্তিও এতে ব্যবহার করা হবে বলে জানা গেছে। আবার, Samsung সম্ভবত আসন্ন Galaxy S24 সিরিজে তাদের ইন-হাউস এক্সিনস (Exynos) চিপসেট অন্তর্ভুক্ত করবে, যা ব্র্যান্ডের উৎপাদন ব্যয় কমাতে পারে।