সহজেই খুঁজে পাবেন চাবি থেকে ব্যাগ, Samsung আনলো Galaxy SmartTag ব্লুটুথ ট্র্যাকার

মাত্র দিন তিনেক আগে অনুষ্ঠিত হয়েছে Samsung-এর Galaxy Unpacked ইভেন্ট; এই ইভেন্টে দক্ষিণ কোরিয়ার সংস্থাটি নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ ( Galaxy S21) ও নতুন ইয়ারবাড…

মাত্র দিন তিনেক আগে অনুষ্ঠিত হয়েছে Samsung-এর Galaxy Unpacked ইভেন্ট; এই ইভেন্টে দক্ষিণ কোরিয়ার সংস্থাটি নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ ( Galaxy S21) ও নতুন ইয়ারবাড (Galaxy Buds Pro) লঞ্চ করেছে। তবে শুধু ফোন বা ইয়ারফোন নয়, এই আনপ্যাকড ইভেন্টে Samsung বাজারে এনেছে একটি নতুন ব্লুটুথ ট্র্যাকারও। Samsung Galaxy SmartTag নামের এই ব্লুটুথ ট্র্যাকারটির সাহায্যে ইউজাররা তাদের ব্যাগ, চাবি বা অন্যান্য জিনিস কোথায় রয়েছে তা সহজেই খুঁজে পাবেন, এমনকি ট্র্যাক করা যাবে বাড়ির পোষ্য প্রাণীটিকেও। আসুন এই Samsung Galaxy SmartTag প্রোডাক্টটির স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জেনে নিই।

প্রথমেই বলে রাখি, স্যামসাং গ্যালাক্সি স্মার্টট্যাগ ব্লুটুথের ওপর ভিত্তি করে কাজ করে। এক্ষেত্রে নির্দিষ্ট জিনিস সহজেই খুঁজে পেতে ইউজার তার মোবাইলে রিং বাটন ট্যাপ করতে হবে এবং উল্লিখিত ডিভাইসে সেট করা রিংটোন অনুসরণ করতে হবে। এই স্মার্টট্যাগ ট্র্যাকারের ব্লুটুথ রেঞ্জ ১২০ মিটার। এই রেঞ্জের মধ্যে ইউজাররা কোনো বাধা ছাড়াই ডিভাইসটি ব্যবহার করতে পারবেন; নির্দিষ্ট ব্লুটুথ সীমার বাইরে থাকলে এটি জিনিস খুঁজে দিতে গ্যালাক্সি ফাইন্ড নেটওয়ার্ক ব্যবহার করবে যা কেবলমাত্র গ্যালাক্সি ডিভাইসগুলির সাথে উপলব্ধ। অন্যদিকে এই ডিভাইসের ‘প্লাস’ (+) ভার্সনটিতে আল্ট্রা ওয়াইডব্যান্ড (UWB) প্রযুক্তি রয়েছে, যার সাহায্যে ইউজাররা হারিয়ে যাওয়া আইটেমগুলির সুনির্দিষ্ট অবস্থান ট্র্যাক করতে সক্ষম হবেন।

তবে কর্মব্যস্ত বা ভুলোমনা ইউজারের কোনো জিনিস খুঁজে দিতে গ্যালাক্সি স্মার্টট্যাগ যেমন কার্যকরী, তেমনি এটিকে বিভিন্ন আইওটি ডিভাইস নিয়ন্ত্রণের জন্যও ব্যবহার করা যেতে পারে। তবে আইওটি ডিভাইসগুলি নিয়ন্ত্রণের ফিচারটি ব্যবহার করতে ইউজারকে স্মার্টথিংস (SmartThings) অ্যাপে রেজিস্ট্রেশন করাতে হবে।

শুনেই নিশ্চয় বুঝতে পারছেন এই ব্লুটুথ ট্র্যাকারটির ফিচার কতটা সুবিধাজনক! সেক্ষেত্রে এই মজাদার প্রোডাক্টটির দামও আপনাদের কিছুটা অবাক করতে পারে। আগ্রহীদের জানিয়ে রাখি, Galaxy SmartTag-এর স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টটির দাম ২৯.৯৯ ডলার (ভারতীয় মূল্যে প্রায় ২,১৯৪ টাকা) এবং SmartTag+ মডেলটি কিনতে চাইলে ৩৯.৯৯ ডলার (প্রায় ২,৯২৫ টাকা) ব্যয় করতে হবে। লভ্যতার কথা বললে, আগামী ২৯শে জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের বাজারে এটির বিক্রি শুরু হবে। তবে খুব শীঘ্রই এটি গ্লোবাল মার্কেটেও উপলব্ধ হবে বলে আশা করা হচ্ছে।