Samsung Galaxy Tab S7 FE এর Wi-Fi ভ্যারিয়েন্ট ভারতে লঞ্চ হল, দাম LTE-র থেকে ৫০০০ টাকা কম

কথা বলার প্রয়োজনে ট্যাব ব্যবহার হয় খুব সামান্যই। আকারে বড় ও ভারী হওয়ার কারণে কানের পাশে ট্যাব ধরে কথা বলতে খুব একটি স্বাচ্ছন্দ্য নন অনেকেই।…

কথা বলার প্রয়োজনে ট্যাব ব্যবহার হয় খুব সামান্যই। আকারে বড় ও ভারী হওয়ার কারণে কানের পাশে ট্যাব ধরে কথা বলতে খুব একটি স্বাচ্ছন্দ্য নন অনেকেই। তাই চাহিদা বুঝে সংস্থাগুলিও সেলুলার নেটওয়ার্ক এবং ওয়াই-ফাই ভার্সনে ট্যাব বাজারে আনে। গত জুনে ভারতে LTE ভ্যারিয়েন্টে আত্মপ্রকাশ করেছিল Samsung Galaxy Tab S7 FE। আর আজ ভারতের বাজারে Galaxy Tab S7 FE-এর Wi-Fi ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে Samsung৷ LTE-এর থেকে একটু সস্তায় এসেছে নতুন মডেলটি।

Samsung Galaxy Tab S7 FE (Wi-Fi) দাম

৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজের একটি ভ্যারিয়েন্টে ভারতে এসেছে স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৭ এফই (ওয়াই-ফাই)। দাম রাখা হয়েছে ৪১,৯৯৯ টাকা৷ উল্লেখ্য, একই স্টোরেজ অপশনে ট্যাবটির এলটিই বিকল্প কিনতে গেলে খরচ হবে ৪৬,৯৯৯ টাকা।

মিস্টিক ব্ল্যাক, মিস্টিক সিলভার, মিস্টিক গ্রীন, ও মিস্টিক পিঙ্ক কালার অপশনে কেনা যাবে স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৭ এফই (ওয়াই-ফাই)।

Samsung Galaxy Tab S7 FE (Wi-Fi) স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৭ এফই (ওয়াই-ফাই)  ট্যাবে রয়েছে ২,৫৬০×১,৬০০ পিক্সেলের রেজোলিউশন যুক্ত ১২.৪ ইঞ্চি ডিসপ্লে। আবার অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৭৫০জি প্রসেসর ব্যবহার করা হয়েছে এতে৷ ট্যাবটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক ওয়ান ইউআই ৩.০ কাস্টম ওএসে রান করবে। ফটোগ্রাফির জন্য এই ফোনে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

Samsung Galaxy Tab S7 FE (Wi-Fi) ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য ১০,০৯০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন