Samsung Galaxy Unpacked 2023: আজ লঞ্চ হচ্ছে Galaxy S23 সিরিজ, দাম ও ফিচার সহ দেখুন লাইভ লঞ্চ ইভেন্ট

Samsung Unpacked 2023: দক্ষিণ কোরিয়া ভিত্তিক টেক ব্র্যান্ড Samsung চলতি বছরে তাদের প্রথম মেগা লঞ্চ ইভেন্ট ‘Galaxy Unpacked 2023’ আজ আয়োজন করেছে। এই ইভেন্টে সংস্থাটি তাদের শক্তিশালী ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ Samsung Galaxy S23 লঞ্চ করতে চলেছে। আলোচ্য লাইনআপের অধীনে মোট তিনটি মডেল আত্মপ্রকাশ করবে, যথা – Galaxy S23, Galaxy S23 Plus এবং Galaxy S23 Ultra। তবে উক্ত সিরিজের পাশাপাশি Samsung, Galaxy Book 3 Pro নামের একটি নতুন নোটবুক উন্মোচন করারও পরিকল্পনা করছে। তাই আপনি যদি আজকের এই স্মরণীয় লঞ্চ ইভেন্টের সাক্ষী থাকতে চান, তবে আমাদের এই প্রতিবেদন থেকে Samsung Galaxy Unpacked 2023 -এর স্থান-কাল এবং লাইভ স্ট্রিমিং দেখার উপায় জেনে নিন।

Samsung Galaxy Unpacked 2023: সময় এবং স্থান

গত তিন বছরের মধ্যে এই প্রথম স্যামসাং একটি অন-গ্রাউন্ড গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টের আয়োজন করছে। এই বছরে আলোচ্য লঞ্চ ইভেন্টের ভেন্যু থাকছে সান ফ্রান্সিসকো। আগ্রহীদের জানিয়ে রাখি, এই ইভেন্টের স্ট্রিমিং শুরু হবে স্থানীয় সময়ে সকাল ১০ টা (PST) থেকে এবং ভারতীয় সময় অনুসারে রাত ১১:৩০টা (IST) থেকে।

Samsung Galaxy Unpacked 2023: কীভাবে লাইভস্ট্রিম দেখবেন?

২০২৩ সালে অনুষ্ঠিত হতে চলা গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টটি স্যামসাংয়ের অফিসিয়াল ওয়েবসাইট (Samsung.com) থেকে লাইভ স্ট্রিম করা হবে। এছাড়াও, আপনি স্যামসাং নিউজরুম সহ সংস্থার যাবতীয় সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের (টুইটার, ফেসবুক এবং ইউটিউবে) মাধ্যমে ইভেন্টের আপডেট পাবেন। এছাড়া নীচে এম্বেড করা লিংক থেকেও ইভেন্টটি সরাসরি দেখা যাবে।

যেমনটা আমরা আগেই বলেছি, আজ Galaxy S23, Galaxy S23+ এবং Galaxy S23 Ultra লঞ্চ হবে। আনুষ্ঠানিক ভাবে বাজারে পা রাখার আগেই গ্যালাক্সি এস২৩ (Galaxy S23) সিরিজের ডিভাইস-ত্রয়ীর ফিচার অনলাইনে ফাঁস হয়েছে। চলুন স্যামসাংয়ের আসন্ন ফ্ল্যাগশিপ স্মার্টফোন লাইনআপের সম্ভাব্য স্পেসিফিকেশন দেখে নেওয়া যাক।

নতুন কি দেখা যাবে Samsung Galaxy S23 সিরিজে?

ডিজাইনের কথা বললে, আপকামিং Samsung Galaxy S23 সিরিজের ডিভাইসগুলি অনেকাংশে পূর্বসূরি Galaxy S22 লাইনআপের অনুরূপ ডিজাইনের সাথে আসবে। ফিচারের নিরিখে, সিরিজের টপ-এন্ড মডেল Galaxy S23 Ultra কার্ভড ডিজাইনের সাথে আসতে পারে। আর এতে সংস্থার নতুন ২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, একটি আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ১০০এক্স পর্যন্ত হাইব্রিড জুম সাপোর্ট সহ দুটি ১০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স দেওয়া হতে পারে। আর সিরিজের রেগুলার মডেল অর্থাৎ Galaxy S23 এবং Galaxy S23 Plus -এ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে।

অভ্যন্তরীণ স্পেসিফিকেশনের ক্ষেত্রে, আসন্ন তিনটি ফোনেই কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর ব্যবহার করা হতে পারে। Galaxy S23 এবং Galaxy S23 Plus ফোন দুটি ১২ জিবি র‌্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ আসতে পারে। তবে Galaxy S23 Ultra মডেলে হয়তো ১৬ জিবি পর্যন্ত র‌্যাম এবং ১টিবি স্টোরেজ সহ পাওয়া যেতে পারে। Galaxy S23 লাইনআপ লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ওয়ানইউআই ৪.১ (OneUI 4.1) কাস্টম স্কিন দ্বারা চালিত হবে। মনে করা হচ্ছে, আলোচ্য তিনটি স্মার্টফোনের জন্য অন্তত তিনটি বড় অ্যান্ড্রয়েড আপডেট দেওয়া হবে। এছাড়া স্যামসাং তাদের এই লেটেস্ট ফ্ল্যাগশিপ সিরিজের প্রত্যেকটি মডেলের সাথে আকর্ষণীয় লঞ্চ অফারও ঘোষণা করতে পারে।

Samsung Galaxy S23 এর ভারতে সম্ভাব্য দাম

রিপোর্ট অনুযায়ী, ভারতে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের দাম শুরু হবে ৭৯,৯৯০ টাকা থেকে। তবে সমস্ত মডেলের দাম জানতে আমাদের লঞ্চ ইভেন্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে।