Samsung Galaxy Z Flip 4 5G buying offer for Galaxy Watch 4

এই ফোনের সাথে মাত্র ৩ হাজার টাকায় পাওয়া যাচ্ছে ১৩ হাজার টাকার Samsung Galaxy Watch 4

গত মাসে অনুষ্ঠিত ‘Galaxy Unpacked’ ইভেন্টের কিছুদিন পর Samsung ভারতের বাজারের জন্য তাদের লেটেস্ট দুটি ফোল্ডেবল স্মার্টফোন Samsung Galaxy Z Flip 4 এবং Z Fold 4 ঘোষণা করেছিল। যার মধ্যে ‘Flip’ মডেলটি বর্তমানে ১২,০০০ টাকা পর্যন্ত ফ্ল্যাট ডিসকাউন্ট এবং ১৭,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারের সাথে ই-কমার্স সাইট Flipkart -এ তালিকাভুক্ত রয়েছে। শুধু তাই নয়, সাথে এই ভাঁজযোগ্য ফোনটি কিনলে Samsung Galaxy Watch 4 কে ৩,০০০ টাকারও কমে পকেটস্থ করে নেওয়া যাবে। আসুন Samsung Galaxy Z Flip 4 5G ফোনের সাথে কি কি অফার পাওয়া যাচ্ছে দেখে নেওয়া যাক।

Samsung Galaxy Z Flip 4 5G -এর দাম ও অফার

স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৪ ৫জি স্মার্টফোনের ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি ১,০১,৯৯৯ টাকা। তবে ফোনটিকে এখন ফ্লাট ১২,০০০ টাকা ডিসকাউন্ট সহ ৮৯,৯৯৯ টাকায় কেনার জন্য উপলব্ধ করা হয়েছে ফ্লিপকার্টে। শুধু তাই নয়, ডিসকাউন্টের পাশাপাশি ব্যাঙ্ক অফারের সুবিধাও বিদ্যমান থাকছে। যেমন, Federal ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে। আবার, IDFC First ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলেও ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনারা। এছাড়া পুরোনো মোবাইল আপগ্রেড করে এই নয়া স্মার্টফোনটি কিনলে ১৭,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস অফার করা হবে। এই সম্পূর্ণ এক্সচেঞ্জ ভ্যালু হস্তগত করতে পারলে, আপনারা নূন্যতম ৭২,৯৯৯ টাকার বিনিময়ে একটি নতুন ঝাঁচকচকে স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৪ ৫জি হাতে পেয়ে যাবেন। আবার ২,৯৯৯ টাকায় কেনা যাবে ১৩,৪০০ টাকার Samsung Galaxy Watch 4।

Samsung Galaxy Z Flip 4 5G -এর স্পেসিফিকেশন

ডুয়েল-সিমের (ন্যানো+ই-সিম) স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৪ স্মার্টফোনে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৬৪০ পিক্সেল) ডায়নামিক অ্যামোলেড ২এক্স ইনফিনিটি ফ্লেক্স প্রাইমারি ডিসপ্লে রয়েছে, যা ২২:৯ এসপেক্ট রেশিও এবং ১২০ হার্টজ অ্যাডাপটিভ রিফ্রেশ রেট অফার করে। এছাড়াও, এতে ২৬০x৫১২ পিক্সেল রেজোলিউশন সহ একটি ১.৯ ইঞ্চির সুপার অ্যামোলেড সেকেন্ডারি ডিসপ্লে উপস্থিত। এই ফ্লিপ ফোনে থাকা ফ্লেক্স মোডের সাহায্যে ব্যবহারকারীরা এটিকে আংশিকভাবে বাঁকানো অবস্থায় স্প্লিট স্ক্রিন মোডে একসাথে দুটি অ্যাপ অ্যাক্সেস করতে পারবেন। স্যামসাং দাবি করেছে যে, গ্রাহকরা কভার ডিসপ্লে থেকে কল করা, মেসেজের উত্তর দেওয়া, গাড়ি আনলক করার মতো কাজগুলি অনায়াসে করতে পারবেন। এই নতুন ক্ল্যামশেল ফোল্ডেবল ফোনটি ৪ ন্যানোমিটার প্রসেসিং নোড ভিত্তিক কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ অক্টা-কোর প্রসেসর সহ এসেছে। এতে ৮ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইনবিল্ট স্টোরেজ বর্তমান। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ওয়ানপ্লাস ইউআই ৪.১.১ (OneUI 4.1.1) কাস্টম স্কিনে রান করে।

ফটোগ্রাফির জন্য, Galaxy Z Flip 4 ফোনে পূর্বসূরি Samsung Galaxy Z Flip 3 -এর অনুরূপ ক্যামেরা সেটআপ উপস্থিত। অর্থাৎ উক্ত ডিভাইসের ব্যাক প্যানেলে ডুয়েল ক্যামেরা ইউনিট আছে। এগুলি হল – ১২৩-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ ও এফ/২.২ অ্যাপারচার সহ ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড প্রাইমারি সেন্সর এবং ৮৩-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ, OIS ও এফ/১.৮ অ্যাপারচার সহ ১২ মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, আলোচ্য ডিভাইসের ফোল্ডিং ডিসপ্লের উপরে এফ/২.৪ অ্যাপারচার ও ৮০-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ১০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান। স্যামসাংয়ের এই ফ্ল্যাগশিপ ফোনে নিরাপত্তার জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বিদ্যমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Samsung Galaxy Z Flip 4-এ ৩,৭০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ব্যাটারিটি মাত্র ৩০ মিনিটে ৫০% পর্যন্ত চার্জ করতে সক্ষম বলে জানিয়েছে সংস্থা। এছাড়া, ফোনটি ফাস্ট ওয়্যারলেস চার্জিং ২.০ এবং ওয়্যারলেস পাওয়ারশেয়ার সাপোর্ট করে। এটি IPX8 ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং প্রাপ্ত এবং আর্মার অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি৷