Samsung এর তিন স্মার্টফোনে Android 13 এর স্বাদ, আপনারটা আছে লিস্টে? চেক করুন

নতুন Android 13 নির্ভর One UI 5 মোবাইল অপারেটিং সিস্টেমের সেরা ফিচারগুলির সম্পর্কে আগেই ধারণা দিয়েছে টেক জায়ান্ট Samsung‌। চলতি মাসের শেষে স্টেবেল আপডেট রিলিজ করার আগে তাদের তিনটি হ্যান্ডসেটে চলে এল অ্যান্ড্রয়েডের ত্রয়োদশ সংস্করণের বিটা আপডেট। ফলে পাবলিক বিটা প্রোগ্রামের অধীনে চলে এল আরও ডিভাইস।

জানা গিয়েছে, আমেরিকা যুক্তরাষ্ট্র এবং সংস্থার হোম মার্কেট কোরিয়ায় Samsung Galaxy Note 20, Note 20 Ultra, Galaxy Z Fold 3, এবং Z Flip 3 স্মার্টফোন ব্যবহারকারীরা Android 13 নির্ভর One UI 5 বিটা আপডেট পেয়েছেন। বলা বাহুল্য, আপনার যদি ফোনগুলির মধ্যে একটি থাকে, তাহলে স্যামসাং মেম্বার অ্যাপে গিয়ে বিটা ভার্সনের বড় ব্যানারে ট্যাপ করে কিছু তথ্য দিয়ে এন্টার করতে হবে।

ওভার দ্য এয়ার বা ওটিএ মাধ্যমে কয়েক মিনিট বা কয়েক ঘন্টার মধ্যে বিটা বিল্ড পৌঁছে যাবে আপনার হ্যান্ডসেটে। Android 13 ভার্সনে গুগল যে সমস্ত বৈশিষ্ট্য যোগ করেছে, তা সবকিছুই পাওয়া যাবে One UI 5 সংস্করণে। যেমন ডাইনামিক থিমের জন্য নতুন কালার অপশন, স্প্লিট স্ক্রিন মাল্টিটাস্কিংয়ের জন্য নতুন জেসচার, নতুন বিক্সবি টেক্সট কল ফিচার লক স্ক্রিনে ভিডিয়ো ওয়ালপেপার সাপোর্ট, নয়া স্মার্ট সাজেশন উইজেট, প্রভৃতি।

প্রসঙ্গত, Samsung বিগত ক’মাস ধরে টেস্টিংয়ের পর এখন One UI 5.0 বিটা স্টেজ ছাড়তে প্রস্তুত। গত বছরের নভেম্বরে One UI 4.0 ভার্সন প্রথম মুক্তি পেয়েছিল।ফলে আপডেট আরও এগিয়ে আনতে সক্ষম হয়েছে তারা। অক্টোবরের শেষে প্রথমে Samsung Galaxy S22, Galaxy S22 Plus, ও Galaxy S22 Ultra মডেলে Android 13 নির্ভর One UI 5.0 স্টেবেল আপডেট ঢুকবে। তারপর বাকি প্রিমিয়াম ও মিড-রেঞ্জ ফোনে রিলিজ হবে।