Samsung galaxy z fold 6 and z flip 6 Official design leaks

জল্পনার অবসান ঘটিয়ে Samsung Galaxy Z Fold 6 ও Z Flip 6-এর প্রথম অফিশিয়াল ছবি প্রকাশ হল

স্যামসাং খুব শীঘ্রই বাজারে আনতে চলেছে তাদের পরবর্তী প্রজন্মের Z সিরিজের ফোল্ডেবল স্মার্টফোনগুলি। এগুলি হল বুক-স্টাইলের Samsung Galaxy Z Fold 6 এবং ফ্লিপ-স্টাইলের Samsung Galaxy Z Flip 6। কয়েক মাস আগে হ্যান্ডসেট দুটির রেন্ডার প্রকাশ্যে এসেছিল। আর এখন, আসন্ন ফোল্ডিং ফোনগুলির প্রথম অফিসিয়াল প্রোমো ইমেজটি ফাঁস হয়েছে। এটি প্রাথমিকভাবে স্যামসাংয়ের কাজাখস্তান শাখার ওয়েবসাইটে দেখা গিয়েছিল, যা পরে সরিয়ে দেওয়া হয়। তবে তার মধ্যেই এটি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। পোস্টারটি Samsung Galaxy Z Fold 6 এবং Samsung Galaxy Z Flip 6 হ্যান্ডসেটের ডিজাইনটি তুলে ধরেছে। দক্ষিণ কোরিয়ার ব্র্যান্ডটি আগামী ১০ জুলাই পরবর্তী গ্যালাক্সি আনপ্যাকড (Galaxy Unpacked) ইভেন্টে বেশ কয়েকটি ডিভাইস উন্মোচন করা হবে বলে শোনা যাচ্ছে।

ফাঁস হল Samsung Galaxy Z Fold 6 এবং Samsung Galaxy Z Flip 6 হ্যান্ডসেটের প্রোমো ইমেজ

অফিসিয়াল প্রোমো পোস্টারে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৬ এবং স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ ফোনের ডিজাইন মূলত ফাঁস হওয়া কম্পউটার-এডেড-ডিজাইন (CAD)-ভিত্তিক রেন্ডারগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ। ফোল্ড ফোনটিতে শার্প কর্নার সহ একটি বক্সি ডিজাইন এবং পিছনে একটি পিল-আকৃতির প্রসারিত ক্যামেরা আইল্যান্ড রয়েছে। এর এজগুলিও এর পূর্বসূরির তুলনায় কম গোলাকার। স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৬ হ্যান্ডসেটটিকে একটি গ্রে কালার অপশনে দেখা গেছে, যেটিকে সম্ভবত সিলভার শ্যাডো নামে বাজারজাত করা হবে। আসন্ন মডেলে আরেকটি সূক্ষ্ম পরিবর্তন হল যে ক্যামেরা সেন্সরগুলিতে একটি খাঁজকাটা টেক্সচার সহ একটি রিং রয়েছে।

অন্যদিকে, স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ ফোনে আগের প্রজন্মের তুলনায় কোন বড় পরিবর্তন হবে না এবং এটি পূর্বসূরির মতো একই ডিজাইন বজায় রাখবে। এটির পাওয়ার বাটনে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড করা হয়েছে এবং ফোনটির পিছনে একটি ফোল্ডার আইকন-আকৃতির কভার ডিসপ্লে রয়েছে। ক্যামেরার পজিশনিংও অনুভূমিক কিন্তু দেখা যাচ্ছে যে সেন্সর রিংগুলি এবং ডিভাইসের বডি কালার এক হবে। প্রোমো ইমেজে এটি হালকা নীল রঙে স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ ফোনটিকে দেখা গেছে এবং ক্যামেরা রিংগুলিও একই রংয়ের।

এছাড়াও শোনা যাচ্ছে যে, Samsung Galaxy Z Fold 6 এবং Samsung Galaxy Z Flip 6 প্রসেসর Snapdragon 8 Gen 3 প্রসেসর দ্বারা চালিত হবে। উন্নত ব্যাটারির সাথে আসবে এবং একই ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে৷ এগিয়ে আসবে এখন ফোন গুলির বিষয়ে আরো তথ্য সামনে আসবে বলে আশা করা যায়।