Categories: Mobiles

চীনা ব্র্যান্ডদের সঙ্গে লড়াইয়ে পিছিয়ে পড়ছে Samsung, ক্যামেরা নিয়ে হতাশ করা খবর

স্যামসাংয়ের পরবর্তী প্রজন্মের ফোল্ডেবল স্মার্টফোনগুলি বর্তমানে প্রযুক্তি মহলের চর্চার কেন্দ্রে রয়েছে। আসন্ন Samsung Galaxy Z Fold 6 এবং Samsung Galaxy Z Flip 6 নিত্যদিনই নানারকম তথ্য সামনে আসছে। তবে এখন এক নির্ভরযোগ্য টিপস্টারের সৌজন্যে এমন তথ্য সামনে এসেছে, যা আসন্ন Samsung Galaxy Z Fold 6 ফোনের সাথে ক্যামেরা আপগ্রেডের আশায় থাকা স্যামসাং অনুরাগীদের হতাশ করতে পারে। তিনি দাবি করেছেন যে, আসন্ন Galaxy Z Fold 6 হ্যান্ডসেটের ক্যামেরাগুলি তার পূর্বসূরি Galaxy Z Fold 5-এর মতো হবে, যা কিনা ছিল আগের প্রজন্মের Galaxy Z Fold 4-এর মতো। অর্থাৎ, হ্যান্ডসেটটি দুবছর আগের মডেলের মতোই ক্যামেরা সেটআপ অফার করবে।

Samsung Galaxy Z Fold 6 ফোনের ক্যামেরা সেটআপে কোনও বদল দেখা যাবে না

টিপস্টার আইস ইউনিভার্স দাবি করেছেন যে, “ফ্রন্ট ক্যামেরা, রিয়ার ক্যামেরা, আন্ডার প্যানেল ক্যামেরা এবং অ্যাপারচার ভ্যালু সহ সমস্ত ক্যামেরা স্পেসিফিকেশন স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৬ ফোনে ঠিক আগের মতোই থাকবে এবং কোনও পরিবর্তন দেখা যাবে না।

অর্থাৎ, স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৬ হ্যান্ডসেটের ক্যামেরা সেটআপের মধ্যে এফ/১.৮ অ্যাপারচার সহ একই ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, এফ/২.৪ অ্যাপারচার এবং ৩x অপটিক্যাল জুম সহ ১০ মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স এবং এফ/২.২ অ্যাপারচার এবং ১২৩ ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ ১২ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স থাকবে। প্রধান এবং টেলিফটো লেন্সটি সম্ভবত অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট বজায় রাখবে। দেখা যাচ্ছে যে স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনে উদ্ভাবনের গতি সাম্প্রতিক বছরগুলিতে মন্থর হয়েছে, যেখানে Vivo এবং Oppo-এর মতো চীনা ব্র্যান্ডগুলি ধারাবাহিকভাবে উন্নতি করে চলেছে।

উদাহরণস্বরূপ, লেটেস্ট Vivo X Fold 3 Pro ফোল্ডিং ফোনের মার্কেটে সবচেয়ে হালকা ফোল্ডেবল ফোনের শিরোপা লাভ করেছে। iPhone 15 Pro Max হ্যান্ডসেটের মতো কিছু সুপরিচিত বার ফোনের চেয়েও বড় ৫,৭০০ এমএএইচ ব্যাটারি থাকা সত্ত্বেও এর ওজন যথেষ্ট কম, মাত্র ২৩৬ গ্রাম। এছাড়াও, Vivo X Fold 3 Pro ফোনে একটি আকর্ষনীয় ক্যামেরা সেটআপ রয়েছে যা সম্ভবত সেরা ফোল্ডেবল ক্যামেরা ফোন।

অন্যদিকে, স্যামসাং তাদের ফোল্ডিং ফোনে আপগ্রেডের তালিকাটি বেশ ন্যূনতম রেখেছে, শুধুমাত্র একটি নতুন প্রসেসরের মতো কিছু জেনারেশনাল আপগ্রেড আনছে। এই বছর, যদিও, Samsung Galaxy Z Fold 6 হ্যান্ডসেটের ডিজাইনে একটি উল্লেখযোগ্য পরিবর্তন হতে পারে। স্যামসাং একটি প্রশস্ত কভার স্ক্রিন অফার করার পরিকল্পনা করছে যাতে এটি বন্ধ হয়ে গেলে এটিকে একটি প্রচলিত ফোনের মতোই মনে হয়। এছাড়া, কোনও উৎসই এখনও পর্যন্ত আসন্ন ফোল্ডেবলে কোনও বড় পরিবর্তন বা আপগ্রেডের ইঙ্গিত করেনি।

Ananya Sarkar

Recent Posts

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর দুই দলের, পেনাল্টির পর সাডেন ডেথে জয় ছিনিয়ে নিল মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

15 mins ago

Rohit Sharma: শচীনের বড় রেকর্ড ভাঙার দোড়গোড়ায় হিটম্যান, বিশ্বের সেরা ওপেনার হওয়ার সুযোগ রোহিতের

ওপেনার হিসেবে ভারতীয় দলের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড শচীন তেন্ডুলকারের দখলে। ওপেনিংয়ে নেমে মোট…

59 mins ago

Realme GT 7 Pro: ক্যামেরা থেকে শুরু করে ডিসপ্লে, চমকে দেওয়া ফোন আনছে রিয়েলমি

Realme GT 7 Pro ফোনটিকে বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে সংস্থা। লঞ্চের আগে এখন এই…

1 hour ago

টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার হতে চলেছে ৬ দিনের টেস্ট, কোন দুটি দল খেলবে? কবে ম্যাচ

বর্তমানে নিউজিল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে ৬ ম্যাচের মধ্যে ৩ ম্যাচে জয় তুলে নিয়ে…

2 hours ago

Maruti Suzuki-র বড় ঘোষণা, আসছে নতুন প্রযুক্তির গাড়ি, তেল ছাড়াই ছুটবে 550 কিমি

Maruti Suzuki অনেকদিন ধরেই eVX কোডনেমের একটি ইলেকট্রিক গাড়ির উপর কাজ করছে৷ যার কনসেপ্ট ভার্সন…

3 hours ago

ডার্বি বাতিলের পর‌ এবার নবাবের শহরে চ্যারিটি ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান, খেলা হবে এই ক্রিকেট স্টেডিয়ামে

এই বছর ডুরান্ড কাপের গ্ৰুপ পর্বে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু আরজি…

3 hours ago