Categories: Mobiles

Samsung Galaxy Z Fold 6-এর দাম লঞ্চের আগেই ফাঁস হল, থাকবে 1000GB স্টোরেজ!

স্যামসাং তাদের এবছরের দ্বিতীয় গ্যালাক্সি আনপ্যাকড (Galaxy Unpacked 2024) ইভেন্টে বহু প্রতীক্ষিত Samsung Galaxy Ring নামের স্মার্ট আংটির পাশাপাশি তাদের ষষ্ঠ প্রজন্মের Samsung Galaxy Z সিরিজের ফোল্ডেবল, Samsung Galaxy Z Fold 6 ও Samsung Galaxy Z Flip 6 মডেল এবং নতুন ডিজাইন করা Samsung Galaxy Buds 3 সিরিজের ইয়ারফোন লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। ইভেন্টটি আগামী ১০ জুলাই অনুষ্ঠিত হবে বলে শোনা যাচ্ছে। ইতিমধ্যেই বিভিন্ন অনলাইন রিপোর্ট এবং টেক ইনসাইডারের মাধ্যমে আসন্ন Samsung Galaxy Z Flip 6 এবং Samsung Galaxy Z Fold 6 ফোল্ডেবল হ্যান্ডসেটগুলি সম্পর্কে অনেক বিবরণ সামনে এসেছে। আর এখন একটি নতুন রিপোর্ট Samsung Galaxy Z Fold 6 ফোনের মার্কিন মূল্য এবং স্টোরেজ ভ্যাটরিয়েন্টগুলি প্রকাশ করছে। চলুন এগুলি দেখে নেওয়া যাক।

মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে Samsung Galaxy Z Fold 6 ফোনের মূল্য প্রকাশ্যে এল

স্যামসাংয়ের আসন্ন বুক-স্টাইলের ফোল্ডেবলটি বর্তমান প্রজন্মের স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৫ হ্যান্ডসেটের তুলনায় একটু বেশি দামী হবে বলে জানা গেছে। স্মার্টপ্রিক্সের রিপোর্ট অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৬ তিনটি আলাদা স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে – ২৫৬ জিবি, ৫১২ জিবি এবং ১ টিবি। যদিও রিপোর্টে মেমরির আকার উল্লেখ করা হয়নি, তবে ফোনটিকে ইতিমধ্যেই ১০.৮৪ জিবি মেমরি সহ গিকবেঞ্চ (GeekBench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে দেখা গেছে, যার অর্থ ফোনটিকে ১২ জিবি র‍্যাম সহ পাঠানো হবে।

দামের ক্ষেত্রে, মার্কিন যুক্তরাষ্ট্রে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৬ ফোনের ২৫৬ জিবি, ৫১২ জিবি এবং ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য হবে যথাক্রমে ১,৯০০ ডলার (প্রায় ১,৫৮,৬৬৫ টাকা), ২,০২০ ডলার (প্রায় ১,৬৮,৭০০ টাকা) এবং ২,২৬০ ডলার (প্রায় ১,৮৮,৭৩৫ টাকা)। এখানে লক্ষ করা গুরুত্বপূর্ণ যে, বিভিন্ন অঞ্চলের ওপর ভিত্তি ফোনটির দামের তারতম্য হতে পারে। শোনা যাচ্ছে যে, গ্যালাক্সি জেড ফোল্ড ৬ ফোনটি তিনটি ভিন্ন কালার শেডে পাওয়া যাবে – নেভি, সিলভার শ্যাডো এবং পিঙ্ক।

এছাড়া, আসন্ন ফোনটির ওজন ২৩৯ গ্রাম হবে, যা ২৫৩ গ্রামের Samsung Galaxy Z Fold 5 মডেলের থেকে উল্লেখযোগ্যভাবে হালকা। কিন্তু তাও এটি তার অনেক প্রতিযোগী ফোল্ডিং ফোনের থেকে ভারী হবে। উদাহরণস্বরূপ, স্যামসাং Galaxy Z Fold 5 ফোনের আগে প্রকাশিত Honor Magic V2 হ্যান্ডসেটের ওজন ২৩১ গ্রাম এবং সম্প্রতি লঞ্চ হওয়া Vivo X Fold 3 ফোনের ওজন মাত্র ২১৯ গ্রাম। তবে কিছু প্রচলিত ফ্ল্যাগশিপ ফোনের তুলনায় ফোনটি হালকা হবে। তাছাড়া, Samsung Galaxy Z Fold 6 ফোল্ডেবল হ্যান্ডসেটে ৭.৬ ইঞ্চির ইনার ডিসপ্লে থাকবে, যা তার পূর্বসূরির মতোই। তবে, Z Fold 6 তুলনামূলকভাবে চওড়া, যা এর লাইভ ইমেজগুলিতে দেখা গেছে।

Ananya Sarkar

Recent Posts

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর দুই দলের, পেনাল্টির পর সাডেন ডেথে জয় ছিনিয়ে নিল মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

10 mins ago

Rohit Sharma: শচীনের বড় রেকর্ড ভাঙার দোড়গোড়ায় হিটম্যান, বিশ্বের সেরা ওপেনার হওয়ার সুযোগ রোহিতের

ওপেনার হিসেবে ভারতীয় দলের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড শচীন তেন্ডুলকারের দখলে। ওপেনিংয়ে নেমে মোট…

54 mins ago

Realme GT 7 Pro: ক্যামেরা থেকে শুরু করে ডিসপ্লে, চমকে দেওয়া ফোন আনছে রিয়েলমি

Realme GT 7 Pro ফোনটিকে বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে সংস্থা। লঞ্চের আগে এখন এই…

1 hour ago

টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার হতে চলেছে ৬ দিনের টেস্ট, কোন দুটি দল খেলবে? কবে ম্যাচ

বর্তমানে নিউজিল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে ৬ ম্যাচের মধ্যে ৩ ম্যাচে জয় তুলে নিয়ে…

2 hours ago

Maruti Suzuki-র বড় ঘোষণা, আসছে নতুন প্রযুক্তির গাড়ি, তেল ছাড়াই ছুটবে 550 কিমি

Maruti Suzuki অনেকদিন ধরেই eVX কোডনেমের একটি ইলেকট্রিক গাড়ির উপর কাজ করছে৷ যার কনসেপ্ট ভার্সন…

3 hours ago

ডার্বি বাতিলের পর‌ এবার নবাবের শহরে চ্যারিটি ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান, খেলা হবে এই ক্রিকেট স্টেডিয়ামে

এই বছর ডুরান্ড কাপের গ্ৰুপ পর্বে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু আরজি…

3 hours ago