Categories: Mobiles

নিজেদের ফোনের ডিসপ্লে আরও বড় করতে চলেছে Samsung, কতটা বাড়বে জেনে যান

স্যামসাংয়ের লেটেস্ট বুক-স্টাইল ফোল্ডেবল হ্যান্ডসেট, Samsung Galaxy Z Fold 5 সামান্য কিছু ক্রমবর্ধমান পরিবর্তনের সাথে গত আগস্ট মাসে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছিল। কিন্তু, একইসাথে আসা ক্ল্যামশেল ডিজাইনের Samsung Galaxy Z Flip 5 ফোনটি তার পূর্বসূরিদের তুলনায় উল্লেখযোগ্য আপগ্রেড অফার করে। যদিও, ব্র্যান্ডের ষষ্ঠ-প্রজন্মের ফোল্ডেবলগুলি লঞ্চ হতে এখনও বেশ কিছুমাস বাকি রয়েছে, তবে তার আগেই এখন এক সূত্র মারফৎ Samsung Galaxy Z Fold 6 এবং Samsung Galaxy Z Flip 6- এর ডিসপ্লে সম্পর্কে আকর্ষণীয় তথ্য জানা গেছে।

Samsung Galaxy Z Fold 6 এবং Galaxy Z Fold 6 Flip বড় ডিসপ্লে সহ লঞ্চ হবে

ডিসপ্লে সাপ্লাই চেইন কনসালটেন্ট (DSCC)-এর সিইও রস ইয়ং জানিয়েছেন যে, স্যামসাং আসন্ন গ্যালাক্সি জেড ফোল্ড ৬ এবং জেড ফ্লিপ ৬-এর ডিসপ্লের আকার প্রসারিত করার পরিকল্পনা করছে। তার মতে, উভয় ফোনেরই অভ্যন্তরীণ এবং বাহ্যিক স্ক্রিনের আকার বৃদ্ধি করা হবে। সম্ভবত, ক্ল্যামশেল ফোল্ডেবল ফোনটির কভার স্ক্রিন ৩.৯ ইঞ্চির হবে, যা লেটেস্ট জেড ফ্লিপ ৫-এর ৩.৪ ইঞ্চির স্ক্রিনের থেকে ০.৫ ইঞ্চি বড়। ২০২০ সালে লঞ্চ হওয়া প্রথম গ্যালাক্সি জেড ফ্লিপে থাকা ১.১ ইঞ্চির ডিসপ্লে থেকে দক্ষিণ কোরিয়ান ব্র্যান্ডটি প্রতি বছরই ধীরে ধীরে কভার স্ক্রিনের আকার বৃদ্ধি করছে।

যদিও, স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৬ এবং জেড ফ্লিপ ৬-এর অভ্যন্তরীণ এবং বাহ্যিক ডিসপ্লেগুলির সঠিক আকার এখনও প্রকাশ করা হয়নি। তবে আশা করা হচ্ছে, এগুলি সামান্য বড় হবে। জানিয়ে রাখি, স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৫-এ যথাক্রমে ৬.২ ইঞ্চি এবং ৭.৬ ইঞ্চির অভ্যন্তরীণ এবং বাহ্যিক স্ক্রিন রয়েছে। অন্যদিকে, জেড ফ্লিপ ৫-এ ৬.৭ ইঞ্চির প্রাইমারি ফোল্ডিং ডিসপ্লে বিদ্যমান।

এছাড়াও জানা গেছে যে, স্যামসাং পরবর্তী প্রজন্মের Galaxy Z Fold/ Flip ফোনগুলি পাতলা করার লক্ষ্যে রয়েছে। শোনা যাচ্ছে, Samsung Galaxy Z Flip 6-এ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকতে পারে। যদি রস ইয়ংয়ের শেয়ার করা সাম্প্রতিক তথ্যটি সঠিক হয়, তাহলে Galaxy Z Fold 6 এবং Z Flip 6 আগামী বছর কিছু বড় পরিবর্তনের সাথে বাজারে পা রাখতে পারে।

Ananya Sarkar

Recent Posts

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর দুই দলের, পেনাল্টির পর সাডেন ডেথে জয় ছিনিয়ে নিল মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

10 mins ago

Rohit Sharma: শচীনের বড় রেকর্ড ভাঙার দোড়গোড়ায় হিটম্যান, বিশ্বের সেরা ওপেনার হওয়ার সুযোগ রোহিতের

ওপেনার হিসেবে ভারতীয় দলের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড শচীন তেন্ডুলকারের দখলে। ওপেনিংয়ে নেমে মোট…

54 mins ago

Realme GT 7 Pro: ক্যামেরা থেকে শুরু করে ডিসপ্লে, চমকে দেওয়া ফোন আনছে রিয়েলমি

Realme GT 7 Pro ফোনটিকে বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে সংস্থা। লঞ্চের আগে এখন এই…

1 hour ago

টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার হতে চলেছে ৬ দিনের টেস্ট, কোন দুটি দল খেলবে? কবে ম্যাচ

বর্তমানে নিউজিল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে ৬ ম্যাচের মধ্যে ৩ ম্যাচে জয় তুলে নিয়ে…

2 hours ago

Maruti Suzuki-র বড় ঘোষণা, আসছে নতুন প্রযুক্তির গাড়ি, তেল ছাড়াই ছুটবে 550 কিমি

Maruti Suzuki অনেকদিন ধরেই eVX কোডনেমের একটি ইলেকট্রিক গাড়ির উপর কাজ করছে৷ যার কনসেপ্ট ভার্সন…

3 hours ago

ডার্বি বাতিলের পর‌ এবার নবাবের শহরে চ্যারিটি ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান, খেলা হবে এই ক্রিকেট স্টেডিয়ামে

এই বছর ডুরান্ড কাপের গ্ৰুপ পর্বে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু আরজি…

3 hours ago