Categories: Mobiles

নতুন ফোন ক্রেতাদের জন্য সুখবর, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে আসছে Samsung, Infinix, Nubia-র একাধিক ফোন

এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে বেশ কয়েকটি বহুল প্রতীক্ষিত স্মার্টফোন এদেশের বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে। এক্ষেত্রে 8-12 এপ্রিলের মধ্যে Nubia, Samsung এবং Infinix ব্র্যান্ড তিনটি একাধিক নতুন হ্যান্ডসেটের উপর থেকে পর্দা সরাতে চলেছে। যার মধ্যে প্রথম ব্র্যান্ডটি অর্থাৎ Nubia তাদের প্রথম ক্ল্যামশেল স্টাইলের ফোল্ডেবল স্মার্টফোনের ঘোষণা করতে চলেছে। অন্যদিকে বাকি দুটি সংস্থা মিড-রেঞ্জের অধীনে স্মার্টফোন লঞ্চ করবে। নীচে বিষয়ে এই বিষয়ে আলোচনা করা হল…

এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে আসন্ন স্মার্টফোনের তালিকা

  1. Samsung Galaxy M55 এবং Galaxy M15 :

স্যামসাং, আগামী 8ই এপ্রিল (সোমবার) ভারতে একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করতে চলেছে। এই ইভেন্টে গ্যালাক্সি এম55 এবং গ্যালাক্সি এম15 নামের দুটি স্মার্টফোনের ঘোষণা করা হবে। জানিয়ে রাখি মডেল দুটি ইতিমধ্যেই বেশ কয়েকটি আঞ্চলিক বাজারে উপলব্ধ।

Samsung Galaxy M15 স্মার্টফোনে 90 হার্টজ রিফ্রেশ রেটের ফুল এইচডি প্লাস ডিউড্রপ নচ AMOLED ডিসপ্লে দেওয়া হবে। ভালো পারফরম্যান্সের জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি 6100 প্লাস চিপসেট ব্যবহার করা হবে। ছবি তোলার জন্য মিলবে 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা৷ ডিভাইসটিতে 6,000 এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি থাকবে, যা 25 ওয়াট চার্জিং সমর্থন করবে। অন্যদিকে Samsung Galaxy M55 মডেলটি 120 হার্টজ রিফ্রেশ রেটের 6.7-ইঞ্চি ফুল এইচডি প্লাস পাঞ্চ-হোল (কেন্দ্রীভূত) AMOLED ডিসপ্লে প্যানেলের সাথে আসবে। এছাড়া এতে – কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 1 প্রসেসর, 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, OIS-সহায়ক 50 মেগাপিক্সেলের মুখ্য রিয়ার সেন্সর এবং 45 ওয়াট চার্জিং সমর্থিত 5,000 এমএএইচ ব্যাটারি বিদ্যমান থাকবে৷

এছাড়া উভয় মডেলেই অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক কাস্টম স্কিন প্রি-লোডেড থাকবে এবং চারটি বড় অ্যান্ড্রয়েড আপডেট পাবে।

  1. Nubia Flip 5G :

নুবিয়া ফ্লিপ 5জি স্মার্টফোন আগামী 9ই এপ্রিল (মঙ্গলবার) আনুষ্ঠানিকভাবে মুক্তি পেতে চলেছে। সম্প্রতি প্রকাশ্যে আসা টিজার অনুসারে, ডিভাইসটি ZTE Libero Flip মডেলের রিব্র্যান্ডেড সংস্করণ হবে।

নুবিয়া ফ্লিপ 5জি সংস্থার প্রথম ক্ল্যামশেল স্টাইলের ফোল্ডেবল স্মার্টফোন হিসাবে লঞ্চ হবে। এটি মিড-রেঞ্জের অধীনে আসবে। মনে করা হচ্ছে, এটি গত বছরে আগত মোটোরোলা রেজার 40 ফোনের থেকেও সাশ্রয়ী হবে। ফিচার হিসাবে এতে – 6.9 ইঞ্চির প্রাইমারি ডিসপ্লে এবং 1.43 ইঞ্চির সার্কুলার কভার টাচস্ক্রিন মিলবে। এছাড়া – কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 1 চিপসেট, 50 মেগাপিক্সেলের মুখ্য রিয়ার ক্যামেরা, 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং 33 ওয়াট চার্জিং সমর্থিত 4,310 এমএএইচ ব্যাটারি ইত্যাদির মতো উল্লেখযোগ্য বৈশিষ্ট্য অফার করবে ফোনটি৷

  1. Infinix Note 40 Pro 5G সিরিজ :

Infinix Note 40 Pro 5G সিরিজ ভারতের বাজারে আগামী 12ই এপ্রিল (শুক্রবার) লঞ্চ হতে চলেছে। এই নয়া লাইনআপের অধীনে মোট দুটি মডেল উন্মোচন করা হবে, যথা – Infinix Note 40 Pro 5G এবং Infinix Note 40 Pro Plus 5G। জানিয়ে রাখি, সম্প্রতি ডিভাইস দুটি বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে।

ইনফিনিক্স ব্র্যান্ডের আসন্ন হ্যান্ডসেট দুটি প্রায় অভিন্ন স্পেসিফিকেশনের সাথে এসেছে। এক্ষেত্রে যেমন – 120 হার্টজ রিফ্রেশ রেটের 6.78-ইঞ্চি ফুল এইচডি কার্ভড AMOLED ডিসপ্লে প্যানেল, মিডিয়াটেক ডাইমেনসিটি 7020 প্রসেসর, 108 মেগাপিক্সেলের মুখ্য রিয়ার ক্যামেরা, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, JBL সমর্থিত ডুয়াল স্টেরিও স্পিকার পাওয়া যাবে। এবার আসা যাক পার্থক্যের বিষয়ে। ‘প্রো’ ভ্যারিয়েন্টে 45 ওয়াট ওয়্যারড চার্জিং যুক্ত 5,000 এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি এবং ‘প্রো প্লাস’ মডেলে 100 ওয়াট ওয়্যারড চার্জিং সমর্থিত 4,600 এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হবে। উভয় ফোনই 20 ওয়াট ওয়্যারলেস ম্যাগচার্জিং সমর্থন করবে বলে জানা গেছে।

Tech Gup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

Moto G Stylus: মোটোরোলার নয়া চমক, মন জয় করবে স্টাইলাস পেনের স্মার্টফোন

Moto G Stylus (2025) খুব তাড়াতাড়ি Moto G Stylus (2024)-এর উত্তরসূরী হিসাবে বাজারে পা রাখতে…

17 mins ago

স্প্লেন্ডরের দ্বিগুণ! 23 লিটারের ফুয়েল ট্যাংক এই মোটরসাইকেলে, লঞ্চের আগে শুরু বুকিং

BMW Motorrad ভারতে একজোড়া দুর্দান্ত বাইক লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। জার্মান সংস্থাটির লেটেস্ট মডেল হিসাবে BMW…

41 mins ago

8199 টাকা থেকে পাওয়া যাচ্ছে LED Smart TV, 12 হাজার টাকার কমে সেরা 5 টিভি দেখুন

বাজেটের মধ্যে নতুন Smart TV খোঁজ করলে এই প্রতিবেদন আপনার জন্য। এখানে আমরা অ্যামাজনে বিক্রি…

1 hour ago

Samsung এর বর্ষার অফার, Galaxy A15 5G পাওয়া যাচ্ছে লোভনীয় অফারে

20 হাজার টাকার মধ্যে অত্যাধুনিক ফিচারের ফোন খোঁজ করলে দারুণ খবর। স্যামসাংয়ের ওয়েবসাইটে, গ্যালাক্সি এ…

2 hours ago

Shakib Al Hasan: সিরিজ ছেড়ে তৎক্ষণাৎ দেশে ফিরতে হবে শাকিবকে, বাংলাদেশ বোর্ডকে নোটিশ দিল ICC

গতকাল বাংলাদেশে একটি হত্যা মামলায় অভিযুক্ত হিসাবে উঠে এসেছে বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার শাকিব আল…

2 hours ago

“ক্রিকেটের মাঠ…” অবসর নেওয়ার পর শিখরকে স্পেশাল মেসেজ দিলেন শচীন তেন্ডুলকার

ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের ওপেনার শিখর ধাওয়ান। শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে…

3 hours ago